Bangladesh Railway 100% Common MCQ Question and Answer

 বাংলাদেশ রেলওয়ে

                                   ওয়েম্যান পদের পরীক্ষা                 পূর্ণমান: ৭০

{ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে }


বাংলাদেশ রেলওয়ে ্


১. প্রশ্ন : দেশের সর্বপ্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি?

উত্তর : ঢাকা-নারায়ণগঞ্জ।


২. প্রশ্ন : কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ তৈরি করে কোন সরকার?

উত্তর : ব্রিটিশ সরকার।


৩. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়ের কত ধরনের লাইন আছে?

উত্তর : ৩ ধরনের।


৪. প্রশ্ন : বাংলাদেশ রেলওয়েতে কী কী লাইন আছে?

উত্তর : ব্রডগেজ, মিটারগেজ ও ন্যারোগেজ।


৫. প্রশ্ন : কোন লাইনে রেল চলাচল বন্ধ আছে?

উত্তর : ন্যারোগেজ।


৬. প্রশ্ন : দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?

উত্তর : কমলাপুর (ঢাকা)। দৈর্ঘ্য ৩,০০০ ফুট।


৭. প্রশ্ন : ন্যারোগেজ লাইন কোথায় ছিল?

উত্তর : খুলনা ও বাগেরহাটে।


৮. প্রশ্ন : বর্তমানে দেশে আন্তঃনগর ট্রেন কতটি?

উত্তর : ৪০টি।


৯. প্রশ্ন : আন্তঃনগর ট্রেন চালু হয় কবে?

উত্তর : ১৯৮৬ সালে।


১০. প্রশ্ন : ভারতের সঙ্গে মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে?

উত্তর : ১৯৯১ সালে।


১১. প্রশ্ন : দেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী?

উত্তর : সুবর্ণ এক্সপ্রেস।


১২. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কত সালে চালু হয়?

উত্তর : ১৯৯৮ সালে।


১৩. প্রশ্ন : রেল যোগাযোগের আওতাভুক্ত হওয়া বাংলাদেশের প্রথম জেলা কোনটি?

উত্তর : কুষ্টিয়া।


১৪. প্রশ্ন : কুষ্টিয়া কত সালে রেল যোগাযোগের আওতাভুক্ত হয়?

উত্তর : ১৮৬৪ সালে।


১৫. প্রশ্ন : ষাটের দশকের মধ্য পর্যন্ত এ দেশে কোন যান একচেটিয়াভাবে পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত ছিল?

উত্তর : রেলওয়ে।


১৬. প্রশ্ন : রেলওয়ের কারখানা কোথায় কোথায় অবস্থিত?

উত্তর : পাহাড়তলী, সৈয়দপুর, ছাতক (শুধু স্লিপার), পার্বতীপুরে ওয়ার্কশপ আছে।


১৭. প্রশ্ন : রেলপথের প্রস্থ কত?

উত্তর : মিটারগেজ : ৩ ফুট-৩.৭৫ ফুট, ব্রডগেজ : ৫-৬/১.৫ মিটার।


১৮. প্রশ্ন : দেশে কতগুলো রেল যান আছে?

উত্তর : ইঞ্জিন ২৭৭টি, ১২৭৫টি যাত্রীবাহী বগি, ১০,৭৭৮টি ওয়াগন, ১৩৬টি অন্যান্য কোচিং যান।


১৯. প্রশ্ন : রেলপথে ঢাকার সঙ্গে খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের দূরত্ব কত?

উত্তর : যথাক্রমে ৬২৭ কিলোমিটার, ৩১৯ কিলোমিটার, ৩৬৯ কিলোমিটার, ৩৬৪ কিলোমিটার।


২০. প্রশ্ন : সুবর্ণ এক্সপ্রেস কোথায় চলাচল করে?

উত্তর : ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত।


বাংলা: 

প্রশ্ন: বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?

উঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?

উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?

উঃ বড়– চন্ডীদাস।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?

উঃ চৈতন্যপূর্ব যুগ।

প্রশ্ন: বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?

উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।

প্রশ্ন: আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?

উঃ ১৮০১ সাল থেকে।

প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০,

বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,

রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০,

রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭

প্রশ্ন: বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?

উঃ আশরাফ সিদ্দিকী।

প্রশ্ন: রূপকথা কে সংগ্রহ করেছিলেন?

উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?

উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।

প্রশ্ন: মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?

উঃ বৈদিক ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?

উঃ সপ্তম শতাব্দী।

প্রশ্ন: পানিনি রচিত গ্রন্থের নাম কি?

উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।

প্রশ্ন: পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?

উঃ সংস্কৃত ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি?

উঃ বৈদিক।

প্রশ্ন: বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?

উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

প্রশ্ন: বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?

উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।

প্রশ্ন: বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?

উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।

প্রশ্ন: কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?

উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।

প্রশ্ন: কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে।

প্রশ্ন: সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।

প্রশ্ন: কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?

উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

প্রশ্ন: প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?

উঃ অপভ্রংশ।

প্রশ্ন: সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?

উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?

উঃ গৌড় অপভ্রংশ থেকে।

প্রশ্ন: কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

উঃ মাগধী প্রাকৃত।

প্রশ্ন: প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?

উঃ তিনটি।

প্রশ্ন: বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?

উঃ তিনটি।

প্রশ্ন: বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?

উঃ হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।

প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?

উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

প্রশ্ন: ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?

উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।

প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?

উঃ পাঁচ হাজার বছর।

প্রশ্ন: আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?

উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।

প্রশ্ন: কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?

উঃ প্রাচীন যুগে।

প্রশ্ন: বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?

উঃ শ্রীরামপুর মিশন।

প্রশ্ন: কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন: বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?

উঃ সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।

প্রশ্ন: বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?

উঃ খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?

উঃ পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?

উঃ খরোষ্ঠী লিপি।

প্রশ্ন: ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি?

উঃ দুইটি।

প্রশ্ন: খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?

উঃ সম্রাট অশোক।

প্রশ্ন: বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

উঃ কুটিল লিপি।

প্রশ্ন: চর্যাপদ কোন যুগের নিদর্শন?

উঃ আদি/ প্রাচীন যুগ।

প্রশ্ন: চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?

উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।

প্রশ্ন: চর্যাপদের রচনা কাল কত?

উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী।

প্রশ্ন: চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?

উঃ বঙ্গকামরুপী ভাষায়।

প্রশ্ন: চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।

প্রশ্ন: টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?

উঃ আশ্চর্য চর্যাচয়।

প্রশ্ন: নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?

উঃ চর্যাচর্য বিনিশ্চয়।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?

উঃ ১১ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?

উঃ ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?

উঃ ২৩ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?

উঃ ১৯১৬ সালে।

প্রশ্ন: চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?

উঃ ৫১ টি।

প্রশ্ন: চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?

উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।

প্রশ্ন: চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।

প্রশ্ন: ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?

উঃ ১৯২৬ সালে।

প্রশ্ন: চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?

উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।

প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে রচিত ?

উঃ মাত্রাবৃত্তে ছন্দে।

প্রশ্ন: বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?

উঃ মুন্ডা ভাষার।

প্রশ্ন: কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?

উঃ ব্রহ্মী লিপি।

প্রশ্ন: ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?

উঃ দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।

প্রশ্ন: ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?

উঃ ব্রাহ্মী লিপি।

প্রশ্ন: চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।

প্রশ্ন: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?

উঃ চর্যাগীতি কোষ।

প্রশ্ন: চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?

উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।

১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় – ১৭৫২মার্কিন ডলার

২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার – ৭.৬৫%

৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে?

১১মে, ২০১৮

৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?

= ১৬ মার্চ ,২০১৮।

৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?

=ডাকটাকা।

৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ?

= কক্সবাজার

7) বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?

= জয়েন্ট রেসপন্স প্ল্যান।

৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

=লেবুখালী, পটুয়াখালী

৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর –

=কৃষ্ণা কুমারি কোহলি

১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?

= ডঃ মুবারক আহমদ খান।।।

১১) সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে?

উঃ- ইউনিক স্মার্টকার্ড

১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?

= ময়মনসিংহ

১৩। বাংলা সন কত?

= ১৪২৫

১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ?

5.68%

১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ”পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর কে?

= রুপম রায়।

১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?

= শাহেদা মুস্তাফিজ

১৭।জাতীয় ভোটার দিবস কবে ?

=১ মার্চ

১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?

=Abdulla Yamin.

১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?

= সিরিয়া।

২০) বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?

= আহমেদ জামাল

২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?

= ৫৩ (নতুন গাম্বিয়া)

২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছানো ”মঙ্গলযান” প্রেরনকারী দেশের নাম কী ?

=ভারত

২৩।বিশ্ব অটিজম দিবস কবে ?

=২রা এপ্রিল

২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?

= ১৮

২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?

=ওষুধ

২৬.কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন?

=২১ মার্চ ২০১৮।

২৭।কাঁকন বিবি কে কোন সালে “বীর প্রতীক” উপাধি দেয়া হয়?

= ১৯৯৬।।

২৮।কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?

= খাঁসিয়া।

২৯।৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?

= Frances McDormand

30। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?

=১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)

31। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?

=US Bangla Airline, মডেলঃ- ড্যাশ ৮- কিউ-৪০০(কোড নাম্বারঃ-এস-২ এজিইউ), ফ্লাইট নাম্বার-২১১

32। সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি?

=নেপাল

33। সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?

=১১৫তম

34। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?

=সিরিল রামাফোসা

35। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?

=১৮জন

36। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

=সোমালিয়া

37। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?

=গোলকোষ্ট, অস্ট্রেলিয়া

38। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন?

=Motor Neurone

39। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?

=সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।

40। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?

=রাশিদ খান (আফগানিস্তান)

41। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?

=বেজিং

42। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন?

= bumb-stock devices

43। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?

=সৌদি আরব

44। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে

=১৯ফেব্রুয়ারি (২০১৮)

45। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ – নিউজিল্যান্ড

46। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

=সুসান কাইফেল

47। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা - ২.৬ ডিগ্রী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

48। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?

=ওষুধ

49। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?

=ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।

50। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?

=জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।

৫১) চিরহরিৎ বনকে বলা হয় – চির সবুজ বন

৫২) চিরহরিৎ বনভূমির পরিমাণ – ১৪ হাজার বর্গ কি.মি

৫৩) প্রচুচুর বাঁশ ও বেত জন্মে – সিলেটে

৫৪) রাবার চাষ হয় – পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে

৫৫) ক্রান্তীয় পাতাঝরা অরণ্য – ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়

৫৬) শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় – ক্রান্তীয় পাতাঝরা বনভূমির

৫৭) ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ – শাল

৫৮) মধুপুর ভাওয়াল বনভূমি – ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে

৫৯) দিনাজপুরে এটি – বরেন্দ্র নামে পরিচিত

৬০) স্রোতজ বনভূমি- দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন

৬১) স্রোতজ বনভূমি প্রধানত জন্মে – সুন্দরবনে

৬২) বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ – ৪,১৯২ বর্গ কি.মি

৬৩) বাংলাদেশ সরকারে বিভাগ – ৩ টি

৬৪) আইনবিভাগের কাজ – আইন প্রনয়ন ও প্রচলিত আইনের সংশোধন

৬৫) আইন বিভাগের একটি অংশ – আইনসভা

৬৬) এপ্রিল মাসের গড় তাপমাত্রা – কক্সবাজার ২৭.৬৪ ডিগ্রী, নারায়ণগঞ্জে ২৮.৬৬ ডিগ্রী, রাজশাহীতে ৩০ ডিগ্রী

৬৭) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম

৬৮) কালবৈশাখী ঝড় আঘাত হানে – পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে

৬৯) প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয় – ১৯৯১ সালের ২৯ এপ্রিল

৭০) বাংলাদেশে বর্ষাকাল – জুন হতে অক্টোবর মাস

৭১) প্রচুর বৃষ্টিপাত হয় – জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে

৭২) বর্ষাকালে আবহাওয়া সর্বদা – উষ্ণ থাকে

৭৩) বর্ষাকালে গড় উষ্ণতা – ২৭ ডিগ্রী সে.

৭৪) বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে – জুন ও সেপ্টেম্বর মাসে

৭৫) বাংলাদেশের মোট বৃষ্টিপাতের – ৪/৫ ভাগ হয় হয় বর্ষাকালে

৭৬) বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় – ৩৪০ ও ১১৯ সে.মি

৭৭) বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় – পশ্চিম হতে পূর্ব দিকে

৭৮) বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমান –পাবনায় প্রায় ১১৪, ঢাকায় ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি

৭৯) বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় – মৌসুমী বায়ুর প্রভাবে

৮০) বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত – ২০০ সে.মি কম হয়

৮১) বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত – সিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সেমি, পটুয়াখালীতে ২০০ সেমি, চটগ্রামে ২৫০ সেমি, রাঙ্গামাটিতে ২৮০ সেমি এবং কক্সবাজারে ৩২০ সেমি।

৮২) জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি – ৪ মিমি থেকে ৬ মিমি ( হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)

৮৩) গত ৪ হাজার বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায় – প্রায় ১ কোটি ৫০ লাখ

৮৪) ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থান – ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায়

৮৫) বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারন – পাহাড় কাটা

৮৬) ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে – ১৫-২০ মিটার উঁচু হয়ে

৮৭) ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় – সুনামি

৮৮) ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে – ২০০৪ সালের ২৬ ডিসেম্বর

৮৯) বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে – টেকটনিক প্লেটের সংঘর্ষের কারনে

৯০) বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন – ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ১৯৮৯ সালে

৯১) তিনি বলয় দেখিয়েছেন – ৩ টি

৯২) বলয়গুলোকে ভাগ করেছেন – প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু

৯৩) এই বলয় সমূহকে বলা হয় – সিসমিক রিস্ক জোন

৯৪) বরেন্দ্রভূমি – নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত

৯৫) বরেন্দ্রভূমির আয়তন – ৯৩২০ বর্গ কি.মি

৯৬) প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা – ৬ থেকে ১২ মিটার

৯৭) বরেন্দ্র অঞ্চলের মাটি – ধূসর ও লাল বর্ণের

৯৮) মধুপুর ও ভাওয়ালের সোপানের আয়তন – ৪,১০৩ বর্গ কি.মি

৯৯) সমভূমি থেকে এর উচ্চতা – ৬থেকে ৩০ মিটার

১০০) মধুপুর ও ভাওয়ালের মাটি – লালচে ও ধূসর

১০১) লালমাই পাহাড় – কুমিল্লা শহর থেকে ৮ কি.মি পশ্চিমে

১০২) লালমাই পাহাড়ের আয়তন – ৩৪ বর্গ কি.মি

১০৩) এই পাহাড়ের উচ্চতা–২১ মিটার

১০৪) লালমাই পাহাড়ের মাটি- লালচে, এবং নুড়ি, বালি ও কংকর মিশ্রিত

১০৫) বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি – প্রায় ৮০%

১০৬) প্লাবন সমভূমির আয়তন – ১,২৪,২৬৬ বর্গ কি.মি

১০৭) প্লাবন সমভূমি – দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ

১০৮) উপকূলীয় সমভূমি – নোয়াখালী, ফেনীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত

১০৯) স্রোতজ সমভূমি – খুলনা পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ

১১০) জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান – ৯ম

১১১) ২০০১ সালে জনসংখ্যা ছিল – ১২.৯৩ কোটি

(২০১৭সালে১৬৩,১৮৭,০০০­ জন প্রায়)

১১২) জনসংখ্যা বৃদ্ধির হার ছিল – ১.৪৮%

১১৩) বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৭ %

১১৪) আদমশুমারি ২০১১ অনুযায়ী জনসংখ্যা – ১৪.৯৭ কোটি (১৪,৯৭,৭২,৩,৬৪ জন)

১১৫) প্রতি বর্গকিলোমিটারে বাস করে – ১১০৬ জন

১১৬) জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম – পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে

১১৭) শীত গ্রীষ্মের তারতম্য বেশী – দেশের উত্তরাঞ্চলে

১১৮) বর্তমানে মাথাপিছু জমির পরিমান – ০.২৫ একর

১১৯) বাংলাদেশের জলবায়ু – ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

১২০) বাংলাদেশে শীতকাল- নভেম্বর থেকে ফেব্রুয়ারি

১২১) শীতকালে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ২৯ ডিগ্রী ও ১১ ডিগ্রী সে.

১২২) বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি

১২৩) জানুয়ারি মাসের গড় তাপমাত্রা – ১৭.৭ ডিগ্রী সে.

১২৪) জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রা – দিনাজপুরে ১৬.৬

১২৫) বাংলাদেশে গ্রীষ্মকাল – মার্চ থেকে মে মাস

১২৬) গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ৩৮ এবং ২১ ডিগ্রী সে.

১২৭) উষ্ণতম মাস – এপ্রিল মাস

১২৮) মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে

১২৯) ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট

১৩০) মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক

১৩১) চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে

১৩২) চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক

১৩৩) ‘ গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে

১৩৪) গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান

১৩৫) তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর

১৩৬) তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে

১৩৭) ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ

১৩৮) উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে

১৩৯) বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)

১৪০) সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ

১৪১) বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে

১৪২) পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ ( বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি

১৪৩) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ

১৪৪) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে

১৪৫) মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ

১৪৬) খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে

১৪৭) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ( আবদুল মতিন আহবায়ক)

১৪৮) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৪৯) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়

১৫০) ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়

এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে দিয়ে রাখুন।

১৫১) সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে

১৫২) শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি

১৫৩) প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে

১৫৪) প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি

১৫৫) প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা

১৫৬) একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম

১৫৭) ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে

আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

১৫৮) আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি

১৫৯) ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)

১৬০) আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

১৬১) মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক

১৬২) জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস

১৬৩) বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে

১৬৪) বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্ররণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন

১৬৫) শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

১৬৬) শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – UNESCO

১৬৭) ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

১৬৮) পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি

১৬৯) পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন

১৭০) গঠনের স্থান – ঢাকার রোজ গার্ডেন

১৭১) সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

১৭২) সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক ( টাঙ্গাইল)

১৭৩) যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান

১৭৪) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের

১৭৫) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে

১৭৬) যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর

১৭৭) যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে

১৭৮) যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১ টা

১৭৯) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে

১৮০) পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসনছিল – ২৩৭ টি

১৮১) যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি

১৮২) ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা

১৮৩) যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক ( ১৯৫৪ সালের ৩ এপ্রিল)

১৮৪) যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন

১৮৫) যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে

১৮৬) বরখাস্ত করেন – গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

১৮৭) বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা লি দাঙ্গা।

১৮৮) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে

১৮৯) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান

১৯০) মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে

১৯১) বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর

১৯২) মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলাএবং আম্রকানন

১৯৩) বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর

১৯৪) মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল

১৯৫) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল

১৯৬) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল

১৯৭) মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৮) উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম

১৯৯) প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ

২০০) অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ

২০১)মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী – এ.এইচ. এম. কামারুজ্জামান

২০২) মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী – খন্দকার মোশতাক আহমেদ

২০৩) মুজিব নগর সরকারের শপথবাক্য পাঠ করান – অধ্যাপক ইউসুফ আলী

২০৪) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন – কর্ণেল ( অব.) এম.এ. জি ওসমানী

২০৫) মুজিব নগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল – মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা

২০৬) মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছির – ১২ টি

২০৭) মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন – বিচারপতি আবু সাঈদ চৌধুরী

২০৮) বাংলাদেশে কয়টি সামরিক জোনে ভাগ করা হয় – ৪ টি ( ১৯৭১ সাল ১০ এপ্রিল)

২০৯) ৪ সামরিক জোনে ছিলেন – ৪ জন সেক্টর কমান্ডার

২১০) ১১ এপ্রিল পুনঃরায় ভাগ করা হয় – ১১ টি সেক্টরে

২১১) মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স ছিল – ৩ টি

২১২) কাদেরীয়া বাহিনী ছিল – টাঙ্গাইলের

২১৩) ইপিআর – ইষ্ট পাকিস্তান রাইফেল

২১৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা যায় – গণযুদ্ধ বা জনযুদ্ধ

২১৫) ভারতে শরার্থী ছিল – ১ কোটি

২১৬) বুদ্ধিজীবীদের হত্যাকরা হয় – ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর

২১৭) ১১ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৮ সালে

২১৮) ১৯৭১ সালের মার্চ মাসে চলছিল – বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন

প্রাইমারি নিয়োগ প্রস্তুতি - যারা বেশি পড়তে পারেন নি তারা এই টপিকগুলো দ্রুত শেষ করে ফেলুন

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে ? দেখে নিন !

২১৯) মুজিবনগর সরকারের অধীনে ” পরিকল্পনা সেল ” গঠন করে – পেশাজীবীরা

২২০) মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারান – প্রায় তিন লক্ষ নারী

২২১) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন – চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিনকর্মীরা

২২২) ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় – ৬ ডিসেম্বর১৯৭১

২২৩) মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে গঠিত হয় – যৌথ কমাণ্ড

২২৪) মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল – লন্ডন

২২৫) কনসার্ট ফর বাংলাদেশ এর শিল্পী ছিলেন – জর্জ হ্যারিসন

২২৬) কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় – যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক শহরে ( ৪০০০০ লোক ছিল)

২২৭) স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহন করে – ১৯৭১ সালের ২২ ডিসেম্বর

২২৮) বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন – ১৯৭২ সালের ১০ জানুয়ারি

২২৯) অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ১১ জানুয়ারি

২৩০) অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৩১) গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – ১৯৭২ সালের ১০ এপ্রিল

২৩২) সংবিধান প্রনয়ণ কমিটির সদস ছিলেন – ৩৪ জন

২৩৩) সংবিধান কমিটি খসড়া সংবিধান পেশ করেন – ১৯৭২ সালের ১২ অক্টোবর

২৩৪) সংবিধান গণ পরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর

২৩৫) বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে

২৩৬) সংবিধানের মূলনীতি – ৪ টি

২৩৭) বাংলাদেশ গণ পরিষদ আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ২৩ মার্চ

২৩৮) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন – ড. কুদরত এ খুদা কমিশন

২৩৯) বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৩ সালের ৭ মার্চ

২৪০) বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল – সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়

২৪১) প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দান করে – ১৪০ টি দেশ

২৪২) চট্টগ্রাম বন্দরের মাইনমুক্ত করার বিষয়ে সহযোগিতা করে – সোভিয়েত ইউনিয়ন

২৪৩) ভারতীয় বাহিনী বাংলাদেশ ছাড়ে – ১৯৭২ সালের মার্চে

২৪৪) বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় – ১৯৭২ সালে

২৪৫) জাতিসংঘের সদস্যপদ লাভ করে – ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

২৪৬) জাতি সংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৪৭) বঙ্গবন্ধু পুরষ্কার পান – জুলিও কুরি শান্তি পদক

২৪৮) জুলিও কুরি পদক দেয় – বিশ্বশান্তি পরিষদ

২৪৯) সংবিধান কমিটির প্রধান ছিলেন – ড. কামাল হোসেন

২৫০) সংবিধান প্রণয়ণ কমিটিতে মহিলা সদস্য ছিলেন – ১ জন

২৫১) বাংলাদেশের সংবিধান প্রনয়ণে সময় লাগে – ১০ মাস

২৫২) বাংলাদেশ সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়

২৫৩) সংবিধানে ন্যায়পাল সৃষ্টির কথা বলা হয়েছে – ৭৭ নং অনুচ্ছেদে

২৫৪) বীরঙ্গনাদের সরকার ” নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় – ২০১৬ সালের ২৯ জানুয়ারি

২৫৫) সর্বজনীন ভোটাধিকারের নীতি – এক ব্যক্তি এক ভোট নীতি

২৫৬) সুপ্রীম কোর্ট বাতিল করে সংবিধানের – ৫ম, ৭ম ও ১৩ দশ সংশোধনী

২৫৭) জাতীয় শোক দিবস – ১৫ আগষ্ট

২৫৮) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ১৫ আগষ্ট

২৫৯) জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করা হয় – ১৯৭৫ সালে ২২ আগষ্ট

২৬০) রাজনৈতিক দল ও কার্যকলাপ নিষিদ্ধ করা হয় – ১৯৭৫ সালের ৩১ আগষ্ট

২৬১) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন – খন্দকার মোশতাক আহমেদ

২৬২) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় – ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর

২৬৩) খালেদ মোশাররফ এর নেতৃত্বে সেনা অভ্যুথান হয় -১৯৭৫ সালের ৩ নভেম্বর

২৬৪) জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ৩ নভেম্বর

২৬৫) বাংলাদেশে সেনা শাসন আমল – ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর থেকে ১৯৯০ পর্যন্ত

২৬৬) গণতন্ত্রের যাত্রা শুরু হয় – ১৯৯১ সালে

২৬৭) জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন – ২ নং সেক্টরের

২৬৮) জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন – ১৯৭৭ সালের ২১ এপ্রিল

২৬৯) রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৮ সালের ৩ জুন

২৭০) বাংলাদেশের ২য় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি

২৭১) সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ বলে সুপ্রীম কোর্ট রায় দেন – ২০০৮ সালে

২৭২) সার্ক গঠনের উদ্যেগক্তা – জিয়াউর রহমান

২৭৩) রাষ্টপতি জেনারেল জিয়াউর রহমান নিহত হন – ১৯৮১ সালের ৩১ মে

২৭৪) জিয়াউর রহমানের সামরিক শাসন ছিল – সাড়ে ৫ বছর

২৭৫) জেনারেল এরশাদ রাষ্টপতি হন – ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর

২৭৬) রাষ্টপতি এরশাদ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ

২৭৭) সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয় – ১৯৮৩ সালে

২৭৮) গণ আন্দোলন হয় – ১৯৯০ সালে

২৭৯) জেনারেল এরশাদ পদত্যাগ করেন – ১৯৯০ সালের ৬ ডিসেম্বর

২৮০) এরশাদ ক্ষমতা দখল করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ

২৮১) ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়া হয় – ১৯৮৩ সালের ১ এপ্রিল

২৮২) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৩ সালে

২৮৩) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে

২৮৪) এরশাদ গণভোটের আয়োজন করেন – ১৯৮৫ সালের ২১ মার্চ

২৮৫) উপজেলা পদ্ধতি চালু করেন – এরশাদ

২৮৬) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৫ সালের ১৬ ও ২১ মে

২৮৭) বাংলাদেশের ৩য় জাতীয় সংসদ নির্বাচন হয় – ১৯৮৬ সালের ৭ মে

২৮৮) ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয় – ১৯৮৮ সালের ৩ মার্চ

২৮৯) জেনারেল এরশাদের শাসন আমল – ৯ বছর

২৯০) প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

২৯১) নুর হোসেন শহীদ হন – স্বৈরাচার বিরোধি আন্দোলন ১৯৮৭ সালের ১০ নভেম্বর

২৯২) এরশাদ জরুরি অবস্থা ঘোষণা করেন – ১৯৮৭ সালের ২৭ নভেম্বর

২৯৩) সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় – ১৯৯০ সালের ১০ অক্টোবর ( ২২ টি ছাত্র সংগঠন)

২৯৪) ডা. সামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যান – ১৯৯০ সালের ২৭ নভেম্বর

২৯৫) ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

২৯৬) তত্ববধায়ক সরকারে বিল সংসদে পাশ হয় – ১৯৯৬ সালের ২৬ মার্চ

২৯৭) তত্তবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন – বিচারপতি হাবিবুর রহমান

২৯৮) তত্ববধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় – ১২ জুন ১৯৯৬ সালে ( ৭ম জাতীয় নির্বাচন)

২৯৯) ৮মম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় – ২০০১ সালের ১ অক্টোবর

৩০০) বাংলাদেশে ১/ ১১ এর সময় কাল – ২০০৭ সাল

৩০১) ৮ম জাতীয় সংসদ নির্বাচন হয় – ২০০৮ সালের ২৯ ডিসেম্বর

৩০২) ১৯৭২ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল – ৭০%

৩০৩) ৪০ বছরে দারিদ্যের হার কমেছে – ৩০%

৩০৪) ৪ দশকে শিশু মৃত্যু হার কমেছে -প্রতি হাজারে ১৮৫ থেকে ৪৮

৩০৫) বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রনীত হয় – ২০১০ সালে

৩০৬) পারিবারিক সংহিংসতা ও সুরক্ষা আইন – ২০১০ সালে প্রণীত হয়

৩০৭) জাতীয় খাদ্য নীতি – ২০০৬ সালে

৩০৮) জাতীয় শিশু নীতি প্রণীত হয় – ২০১১ সালে

৩০৯) জাতীয় শিশু নীতি ২০১১ অনুযায়ী শিশু বলে বিবেচিত হবে -১৮ বছরের কম বয়সী সব ব্যক্তি

৩১০) বাংলাদেশ পলল গঠিত – আদ্র অঞ্চল

৩১১) বাংলাদেশের পাহাড়ী অঞ্চল – উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে

৩১২) উঁচু ভুমির অবস্থান – উত্তর পশ্চিমাংশে

৩১৩) বাংলাদেশের ভূ প্রকৃতি – নিচু ও সমতল

৩১৪) দক্ষিণ এশিয়ার বড় নদী – ৩ টি( গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনা)

৩১৫) বাংলাদেশের অবস্থান – এশিয়া মহাদেশের দক্ষিণে

৩১৬) বাংলাদেশের অবস্থান – ২০.৩৪“ উত্তর অক্ষরেখা থেকে ২৬.৩৮” উত্তর অক্ষরেখার মধ্যে

৩১৭) দ্রাঘিমা রেখা – ৮৮.০১” থেকে ৯২.৪১” পূর্ব দ্রাঘিমা

৩১৮) বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে – কর্কটক্রান্তি রেখা ( ২৩.৫”)

৩১৯) বাংলাদেশের উত্তরে – পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম

৩২০) পূর্বে – আসাম, ত্রিপুরা, মিজোরাম,মায়ানমার

৩২১) দক্ষিণে – বঙ্গোপসাগর

৩২২) মোট আয়তন – ১,৪৭,৬১০ কি.মি.।

৩২৩) পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ – বাংলাদেশ

৩২৪) বাংলাদেশের ভু খন্ড – উত্তর থেকে দক্ষিণে ঢালু

৩২৫) বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল – এক বিস্তীর্ন সমভূমি

৩২৬) ভূ প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশ ভাগ করা হয় – ৩ টি শ্রেণীতে

৩২৭) টারশিয়ারে যুগের পাহাড়সমূহ – মোট ভূমির প্রায় ১২%

৩২৮) হিমালয় পর্বত উথিত হয় – টারশিয়ারি যুগে

৩২৯) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ – রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পূর্বাংশ

৩৩০) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা – ৬১০ মিটার

৩৩১) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ – তাজিনডং ( বিজয়)

৩৩২) বিজয়ের উচ্চতা – ১২৩১ মিটার

৩৩৩) বিজয় – বান্দরবানে অবস্থিত

৩৩৪) বাংলাদেশের ২য় সর্বোচ্চ শৃঙ্গ – কিওক্রাডং( ১২৩০ মি)

৩৩৫) আরো দুটি পাহাড় – মোদকমুয়াল ( ১০০০মি.), পিরামিড( ৯১৫মি)

৩৩৬) এই পাহাড় গুলো গঠিত – বেলে পাথর, কর্দম, শেল পাথর দ্বারা

৩৩৭) উত্তর উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহ – ময়মনসিংহ, নেত্রকোনার উত্তরাংশ, সিলেটের উত্তর উত্তর পূর্বাংশ, মৌলভী বাজার, হবিগঞ্জের দক্ষিনের পাহাড়

৩৩৮) পাহাড় গুলোর উচ্চতা – ২৪৪ মিটার

৩৩৯) উত্তরের পাহাড়গুলো – টিলা নামে পরিচিত

৩৪০) টিলার উচ্চতা – ৩০ থেকে ৯০ মিটার

৩৪১) এ অঞ্চলের পাহাড় সমূহ – চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া

৩৪২) প্লাইস্টোসিন কালের সোপান – দেশের মোট ভূমির ৮% নিয়ে গঠিত

৩৪৩) প্লাইস্টোসিন কাল বলা হয় – আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে

৩৪৪) প্লাইস্টোসিন কালের সোপিনসমূহ – ৩ ভাগে বিভক্ত

৩৪৫) বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে -৭০০ টি

৩৪৬) নদীর গুলোর আয়তন দৈর্ঘ্যে – ২২,১৫৫ কি.মি

৩৪৭) পদ্মা নদী ভারতে পরিচিত – গঙ্গা নামে

৩৪৮) পদ্মা নদীর উৎপত্তিস্থল – হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে

৩৪৯) গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে – রাজশাহী জেলা দিয়ে

৩৫০) পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় – গোয়ালন্দে

৩৫১) ব্রক্ষপুত্রের প্রধান ধারা – যমুনা নদী

৩৫২) পদ্মা নদী মেঘনার নাথে মিলিত হয় – চাঁদপুরে

৩৫৩) গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের পরিমান – ৩৪, ১৮৮ বর্গ কি.মি

৩৫৪) পদ্মার শাখা নদী সমূহ – ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ

৩৫৫) ব্রক্ষপুত্রের উৎপত্তি – তিব্বতের মানস সরোবর

৩৫৬) বক্ষপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে – কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে

৩৫৭) ১৭৮৭ সালের আগে ব্রক্ষপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো – ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে

৩৫৮) ব্রক্ষপুত্র নদের গতি পরিবর্তিত হয় – ১৭৮৭ সালের ভূমিকম্পে

৩৫৯) যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী

৩৬০) ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা

৩৬১) যমুনা নদীর উপনদী সমূহ – ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই

৩৬২) গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ব্রক্ষপুত্রের দৈর্ঘ্য – ২৮৯৭ কি.মি এবং আয়তন – ৫,৮০,১৬০ বর্গ কি.মি এবং এর ৪৪,০৩০ বর্গ কি.মি বাংলাদেশের

৩৬৩) সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি – মেঘনা নদী

৩৬৪) সুরমা ও কুশিয়ার উৎপত্তি- আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে

৩৬৫) সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে – সিলেট জেলা দিয়ে

৩৬৬) সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় – সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে

৩৬৭) মেঘনা পুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে

৩৬৮) বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে

৩৬৯) মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।

৩৭০) বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী – কর্ণফুলী

৩৭১) কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে

৩৭২) কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি

৩৭৩) কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং

৩৭৪) বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত

৩৭৫) তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল

৩৭৬) তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে

৩৭৭) তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সাল

১) সামরিক শাসন জারি করা হয় – ১৯৫৮ সালের ৭ অক্টোবর

৩৭৮) আইয়ুব খান ক্ষমতা দখল করেন – ১৯৫৮ সালের ২৭ অক্টোবর

৩৭৯) মৌলিক গণতন্ত্র চালু করেন – আইয়ুব খান

৩৮০) আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় – ১৯৬১ সালে

৩৮১) ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে – ১৯৬২ সালে

৩৮২) ভারত পাকিস্তান যুদ্ধ হয় – ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর

৩৮৩) ভারত পাকিস্তান যুদ্ধ চলে – ১৭ দিন

৩৮৪) বাঙ্গালি জাতির মুক্তির সনদ – ৬ দফা দাবি

৩৮৫) ৬ দফা দাবি উথাপন করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৮৬) ৬ দফা দাবি উথাপন করা হয় – ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি

৩৮৭) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল – ৩৫ জন

৩৮৯) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

৩৯০) আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় – ১৯৬৮ সালের ১৯ জুন

৩৯১) ঊনসত্তরের গণ অব্যুথান হয় – ১৯৬৯ সালে

৩৯২) গণ অভ্যুথানে শহীদ হন – আসাদ, ড. শামসুজ্জোহা

৩৯৩) আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় – ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি

৩৯৪) শেখ মুজিবুর রহমানকে ” বঙ্গবন্ধু ” উপাধি দেয়া হয় – ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

৩৯৫) আইয়ুব খান পদত্যাগ করেন – ১৯৬৯ সালের ২৫ মার্চ

৩৯৬) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর

৩৯৭) নির্বাচনে মোট ভোটার ছিল – ৫ কোটি ৬৪ লাখ

৩৯৮) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে – ১৬৭ টি ( ১৬৯ এর ধ্যে)

৩৯৯) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর

৪০০) প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায় – ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)

৪০১) পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন – আগা খান

৪০২) অধিবেশন স্থগিত করা হয় – ১৯৭১ সালের ১ মার্চ

৪০৩) অসহযোগ আন্দোলনের ডাক দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪০৪) অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় – ১৯৭১ সালের ২ মার্চ

৪০৫) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল – অসহযোগ আন্দোলন

৪০৬) জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় – ১৯৭১ সালের ৩ মার্চ

৪০৭) পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় – ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে

৪০৮) অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় – ১৯৭১ সালের ১৭ মার্চ

৪০৯) নীলনক্সা করেন – টিক্কা খান, রাও ফরমান আলী

৪১০) অপারেশন সার্চ লাইট হলো – ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড

৪১১) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে

৪১২) বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় – ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে

৪১৩) শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর

৪১৪) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজিতে।

৪১৫) বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল – ভারতে

৪১৬) বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য – ৯৮৩৩ কিমি

৪১৭) সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ – ৩,৮৬৫ কি.মি

৪১৮) অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে – ১৯৫৮ সালে

৪১৯) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকর প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় – পাকিস্তান আমলে

৪২০) অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের – ৭৫% আনা নেয়া হয়

৪২১) বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে

৪২২) বাংলাদেশে চা চাষ হচ্ছে – উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে

৪২৩) সারা বছর বৃষ্টিপাত হয় – উষ্ণ ও আদ্র জরবায়ু অঞ্চলে

৪২৪) বাংলাদেশে চির হরিৎ বনাঞ্চল – পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল

৪২৫) বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা সমূহ – পূবাঞ্চলীয় পাহাড়ি জেলা সমূহ

৪২৬) বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি – দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা

৪২৭) বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি- দক্ষিণ পূর্ব ও উত্তর পুর্ব অংশের পাহাড়ী অঞ্চল

৪২৮) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

 

💗💗বাংলা সাহিত্যের উপর ৩৩০ টি প্রশ্নোত্তর💗💗

১. প্রশ্ন :সবচেয়ে বেশি চর্যাপদ

পাওয়া গেছে কোন কবির?

উত্তর: কাহ্নপা

২. প্রশ্ন :বাংলা সাহিত্যের

প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

উত্তর: দোহাকোষ

৩. প্রশ্ন :“তাম্বুল রাতুল হইল অধর

পরশে।”– অর্থ-

উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল

৪. প্রশ্ন :‘হপ্তপয়কর’ কার রচনা?

উত্তর: সৈয়দ আলাওল

৫. প্রশ্ন :মঙ্গলকাব্যের কবি নন-

উত্তর: দাশু রায়

৬. প্রশ্ন :‘সমাচার দর্পন’ পত্রিকার

সম্পাদক ছিলেন-

উত্তর: জন ক্লার্ক মার্সম্যান

৭. প্রশ্ন :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

আত্মজীবনী-

উত্তর: আত্মচরিত

৮. প্রশ্ন :রবীন্দ্রনাথ ঠাকুরের

পূর্বপুরুষের আদিবসতি ছিল-

উত্তর: খুলনা জেলার রূপসা

উপজেলার পিঠাভোগ গ্রামে

৯. প্রশ্ন :‘তেল নুন লাকড়ি’ কার রচিত

গ্রন্থ?

উত্তর: প্রমথ চৌধুরী

১০. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম

সার্থক ট্রাজেডি নাটক-

উত্তর: কৃষ্ণকুমারী

১১. প্রশ্ন : ‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির

রচনা?

উত্তর: রোমান্সমূলক উপন্যাস

১২. প্রশ্ন : কোনটি রবীন্দ্ররচনার

অন্তর্গত নয়?

উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি

জাগুক আবার আর্তনাদ”।

১৩. প্রশ্ন : দ্রৌপদি হলো-

উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের

একক স্ত্রী

১৪. প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ –

গল্পটির লেখক-

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

১৫. প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার

রচিত গ্রন্থ?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৬. প্রশ্ন : “প্রাণের বান্ধব রে বুড়ি

হইলাম তোর কারণে।”- গানটির

গীতিকার-

উত্তর: শেখ ওয়াহিদ

১৭. প্রশ্ন : ‘মাটির ময়না’ চলচ্চিত্রের

নির্মাতা-

উত্তর: তারেক মাসুদ

১৮. প্রশ্ন : ‘হুলিয়া’ কবিতা কার রচনা?

উত্তর: নির্মলেন্দু গুণ

১৯. প্রশ্ন : কোন সাহিত্যিক

আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ

করেন?

উত্তর: সোমেন চন্দ

২০. প্রশ্ন : কোন উপন্যাসে

বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর

সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের

‘পূর্ব- পশ্চিম’

.

২১. প্রশ্ন : ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয়-

উত্তর: ১৯০৭ সালে

২২. প্রশ্ন : "আমার ভাইয়ের রক্তে

রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি

কি ভুলিতে পারি।"--এ গানের প্রথম

সুরকার-

উত্তর: আব্দুল লতিফ

২৩. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুর’ কার

ছদ্মনাম?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে

অন্ধকার যুগ বলতে বোঝায়-

উত্তর: ১২০১-১৩৫০

২৫. প্রশ্ন : মধ্যযুগের কবি নন-

উত্তর: জয়নন্দী

২৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের জনক

হিসেবে কার নাম চিরস্মরণীয়?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৭. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের

অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কেরি

২৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের রচনা

নয়-

উত্তর: বেতাল পঞ্চবিংশতি

২৯. প্রশ্ন : কুলীন কুলসর্বস্ব নাটকটি

লিখেছেন-

উত্তর: রামনারায়ণ তর্করত্ন

৩০. প্রশ্ন : ‘নীল দর্পণ’ নাটকটির

বিষয়বস্তু কি?

উত্তর: নীলকরদের অত্যাচার

৩১. প্রশ্ন : ‘ঘরে বাইরে’ উপন্যাসটির

লেখক-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৩২. প্রশ্ন : সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ

গ্রন্থ-

উত্তর: পঞ্চতন্ত্র

৩৩. প্রশ্ন : ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার

সম্পাদক ছিলেন-

উত্তর: অক্ষয়কুমার দত্ত

৩৪. প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক

নাটক-

উত্তর: কবর

৩৫. প্রশ্ন : কোন কাব্যটি পল্লীকবি

জসীমউদ্দীন রচিত?

উত্তর: রাখালী

৩৬. প্রশ্ন : ‘তুমি আসবে বলে হে

স্বাধীনতা’- কার কবিতা?

উত্তর: শামসুর রাহমান

৩৭. প্রশ্ন : ‘দেয়াল’ রচনাটি কার?

উত্তর: হুমায়ূন আহমেদ

৩৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

কোনটি?

উত্তর: হাঙর নদী গ্রেনেড

৩৯. প্রশ্ন : ১৯৮৫ সালে নাসির উদ্দিন

স্বর্ণপদক কে পান?

উত্তর: সৈয়দ আলী আহসান

৪০. প্রশ্ন : বাংলা সাহিত্যের পঠন-

পাঠনের সুবিধার জন্য বাংলা

সাহিত্যের ইতিহাসকে তিনটি

যুগে ভাগ করা হয়েছে-- বাংলা

সাহিত্যের প্রাচীন যুগ-

উত্তর: ৬৫০-১২০০

.

৪১. প্রশ্ন : ‘রাজা প্রতাপাদিত্য

চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-

উত্তর: রামরাম বসু

৪২. প্রশ্ন : ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয়

মুখপাত্ররুপে কোন পত্রিকা

প্রকাশিত হয়?

উত্তর: জ্ঞানান্বেষণ

৪৩. প্রশ্ন : হরিনাথ মজুমদার সম্পাদিত

পত্রিকার নাম কি?

উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা

৪৪. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

উপন্যাস-

উত্তর: কুহেলিকা

৪৫. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের পত্র

কাব্য-

উত্তর: বীরাঙ্গনা

৪৬. প্রশ্ন : ‘একখানি ছোট ক্ষেত আমি

একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের

কোন কবিতার চরণ?

উত্তর: সোনার তরী

৪৭. প্রশ্ন : ‘আমি কিংবদন্তীর কথা

বলছি’ কবিতাটি কার লেখা?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ

৪৮. প্রশ্ন : কোনটি শওকত ওসমানের

রচনা নয়?

উত্তর: ভেজাল

৪৯. প্রশ্ন : কোনটি কাজী নজরুল

ইসলামের রচনা নয়?

উত্তর: বালুচর

৫০. প্রশ্ন : সবুজপত্র প্রকাশিত হয় কোন

সালে?

উত্তর: ১৯১৪ সালে

৫১. প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

উত্তর: পায়ের আওয়াজ পাওয়া

যায়

৫২. প্রশ্ন : জসীম উদ্দীনের নাটক-

উত্তর: বেদের মেয়ে

৫৩. প্রশ্ন : মধ্যযুগের বাংলা

সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর

প্রভাব অপরিসীম?

উত্তর: শ্রীচৈতন্যদেব

৫৪. প্রশ্ন : মুনীর চৌধুরীর অনুদিত

নাটক-

উত্তর: মুখরা রমণী বশীকরণ

৫৫. প্রশ্ন : উপন্যাস নয়-

উত্তর: কবিতার কথা

৫৬. প্রশ্ন : ‘ বিষাদসিন্ধু’ একটি -

উত্তর: ইতিহাস আশ্রয়ী উপন্যাস

৫৭. প্রশ্ন : মধ্যযুগের শেষ কৰি

ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে

মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৭৬০ সালে

৫৮. প্রশ্ন : ‘তোহফা’ কাব্যটি কে রচনা

করেন?

উত্তর: আলাওল

৫৯. প্রশ্ন : এন্টনি-ফিরিঙ্গি কী

জাতীয় সাহিত্যের রচয়িতা?

উত্তর: কবিগান

৬০. প্রশ্ন : ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ

নয়-

উত্তর: চার ইয়ারী কথা

.

৬১. প্রশ্ন : যে উপন্যাসে গ্রামীন

সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ

করেনি-

উত্তর: সীতারাম

৬২. প্রশ্ন : কোন চরিত্র দুটি

রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’

উপন্যাসের?

উত্তর: নিখিলেশ-বিমলা

৬৩. প্রশ্ন : বাংলা (দেশ ও ভাষা)

নামের উৎপত্তির বিষয়টি কোন

গ্রন্থে সর্বাধিক উল্লেখিত

হয়েছে?

উত্তর: আইন-ই-আকবরী

৬৪. প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে লেখা?

উত্তর: মাত্রাবৃত্ত

৬৫. প্রশ্ন : কবিওয়ালা ও শায়েরের

উদ্ভব ঘটে কখন?

উত্তর: আঠারো শতকের শেষার্ধে

ও ঊনিশ শতকের প্রথমার্ধে

৬৬. প্রশ্ন : কবি গানের প্রথম কবি কে?

উত্তর: গোঁজলা পুট (গুই)

৬৭. প্রশ্ন : 'কেন পান্থ ক্ষান্ত হও হেরি

দীর্ঘ পথ?' কার লেখা?

উত্তর: কৃষ্ণ চন্দ্র মজুমদার

৬৮. প্রশ্ন : কোন গ্রন্থটি সুকান্ত

ভট্টাচার্য কর্তৃক রচিত?

উত্তর: হরতাল

৬৯. প্রশ্ন : বঙ্কিমচন্দ্রের

চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ'

উপন্যাসের চরিত্র কোনটি?

উত্তর: কুন্দনন্দিনী

৭০. প্রশ্ন : গীতাঞ্জলির ইংরেজী

অনুবাদ সম্পাদনা করেছেন--

উত্তর: ডবলিউ. বি. ইয়েটস

৭১. প্রশ্ন : 'The Origin and Development of

Bengali Language' গ্রন্থটি রচনা

করেছেন--

উত্তর: ড. সুনীতিকুমার

চট্টোপাধ্যায়

৭২. প্রশ্ন : সঠিক চরণ-

উত্তর: ধন ধান্যে পুষ্পে ভরা

৭৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের অন্যতম

বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত

সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৩ সালে

৭৪. প্রশ্ন : ”বিশ শতকের মেয়ে”

উপন্যাসটির রচয়িতা -

উত্তর: নীলিমা ইব্রাহিম

৭৫. প্রশ্ন : সুকান্ত ভট্টাচার্যের

কাব্যগ্রন্থ-

উত্তর: গীতিগুচ্ছ

৭৬. প্রশ্ন : জীবনক্ষুধা উপন্যাসের

রচয়িতা-

উত্তর: আবুল মনসু্র আহমেদ

৭৭. প্রশ্ন : ”তারবাঈ” নাটকের

রচয়িতা-

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়

৭৮. প্রশ্ন : কবীন্দ্র পরমেশ্বর অনুদিত

গ্রন্থ-

উত্তর: মহাভারত

৭৯. প্রশ্ন : চন্দ্রনাথ উপন্যাসের

রচয়িতা -

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৮০. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ

মহিলা কবি বলা হয় কাকে ?

উত্তর: সুফিয়া কামাল

.

৮১. প্রশ্ন : ’বিভা’ চরিত্রটি

রবীন্দ্রনাথের কোন উপন্যাসের?

উত্তর: বৌ ঠাকুরানীর হাট

৮২. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম

উপন্যাস-

উত্তর: রাইফেল রোটি আওরাত

৮৩. প্রশ্ন : সেলিম আল দীন মূলত

ছিলেন একজন-

উত্তর: নাট্যকার

৮৪. প্রশ্ন : সেলিনা হোসেনের প্রথম

উপন্যাস -

উত্তর: জলোচ্ছাস

৮৫. প্রশ্ন : মুনীর চৌধুরী রচিত প্রথম

নাটক -

উত্তর: রক্তাক্ত প্রান্তর

৮৬. প্রশ্ন : ’সত্য মিথ্যা’ ভাবানুবাদ

উপন্যাসের লেখক -

উত্তর: আবুুল মনসুর আহমদ

৮৭. প্রশ্ন : ’বাংলাদেশের

স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ কয় খন্ড?

উত্তর: ১৫

৮৮. প্রশ্ন : ’দুর্গা’ চরিত্রটি কোন

উপন্যাসের ?

উত্তর: পথের পাঁচালী

৮৯. প্রশ্ন : জসিমউদ্দীন রচিত প্রথম

কাহিনী কোনটি ?

উত্তর: হলদে পরীর দেশ

৯০. প্রশ্ন : শরৎচন্দ্র রচিত কোন গল্পটি

'কুন্তলীন পুরস্কার’ পায় ?

উত্তর: মন্দির

৯১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

সাহিত্য জীবনের সূচনা ঘটে -

উত্তর: লেটোর দলে

৯২. প্রশ্ন : 'ইন্দিরা' গ্রন্থটির রচয়িতা

-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯৩. প্রশ্ন : ’সাহেব বিবি গোলাম’

কার উপন্যাস?

উত্তর: বিমল মিত্র

৯৪. প্রশ্ন : ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-

উত্তর: রামাই পণ্ডিত

৯৫. প্রশ্ন : ‘পালামৌ’

ভ্রমণকাহিনীটি কার রচনা?

উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

৯৬. প্রশ্ন : ‘দিবারাত্রির কাব্য’ কার

লেখা উপন্যাস?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

৯৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গল্প-

উত্তর: পদ্মগোখরা

৯৮. প্রশ্ন : ‘আনোয়ারা’ গ্রন্থটি কার

রচনা?

উত্তর: মোহাম্মদ নজিবর রহমান

৯৯. প্রশ্ন : ‘বীরবল’ ছদ্মনামে কে

লিখতেন?

উত্তর: প্রমথ চৌধুরী

১০০. প্রশ্ন : ‘তুমি অধম, তাই বলে আমি

উত্তম হব না কেন?’ এই প্রবাদটির

রচয়িতা-

উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

. ১০১. প্রশ্ন : ভাষা আন্দোলন বিষয়ক

উপন্যাস-

উত্তর: আরেক ফাল্গুন

১০২. প্রশ্ন : মুক্তিযুদ্ধ নির্ভর রচনা-

উত্তর: একাত্তরের দিনগুলি

১০৩. প্রশ্ন : বাংলা গদ্যের জনক-

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১০৪. প্রশ্ন : ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক

কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০৫. প্রশ্ন : ‘বিদ্রোহী’ কবিতা কোন

কাব্যের অন্তর্গত?

উত্তর: অগ্নিবীণা

১০৬. প্রশ্ন : তাম্বুলখানা গ্রামে

জন্মেছিলেন কোন কবি?

উত্তর: জসীমউদ্দীন

১০৭. প্রশ্ন : ছিন্নপত্রে’র অধিকাংশ

পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

উত্তর: ইন্দিরা দেবী

১০৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের

‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের

কাব্য?

উত্তর: পত্রকাব্য

১০৯. প্রশ্ন : আলাওলের ‘তোহফা’ কোন

ধরনের কাব্য?

উত্তর: নীতিকাব্য

১১০. প্রশ্ন : অশোক সৈয়দ কার ছদ্মনাম?

উত্তর: আবদুল মান্নান

১১১. প্রশ্ন : ‘পরাগলী মহাভারত’ খ্যাত

গ্রন্থের অনুবাদকের নাম-

উত্তর: কবীন্দ্র পরমেশ্বর

১১২. প্রশ্ন : ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের

লেখকের নাম-

উত্তর: রাজিয়া খান

১১৩. প্রশ্ন : সাহিত্যে অলঙ্কার

প্রধানত কত প্রকার?

উত্তর: ২

১১৪. প্রশ্ন : গাড়ি চলে না, চলে না,

নারে...... গানের গীতিকার কে?

উত্তর: শাহ আবদুল করিম

১১৫. প্রশ্ন : অধ্যাপক আহমদ শরীফের

মৃত্যুসন-

উত্তর: ১৯৯৯

১১৬. প্রশ্ন : বাংলা ভাষার আদি

নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয়-

উত্তর: ১৯০৭ সালে

১১৭. প্রশ্ন : শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের

ছদ্মনাম-

উত্তর: অনিলাদেবী

১১৮. প্রশ্ন : 'আধ্যাত্মিকা'উপ

ন্যাসের

লেখক-

উত্তর: প্যারীচাঁদ মিত্র

১১৯. প্রশ্ন : কোন কবি নিজেকে

বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

উত্তর: ভুসুকু পা

১২০. প্রশ্ন : ‘সকালে উঠিয়া আমি

মনে মনে বলি, সারাদিন আমি যেন

ভাল হয়ে চলি’-এ চরণদ্বয়ের লেখক-

উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

.

১৬১. প্রশ্ন : শওকত ওসমান কোন

উপন্যাসের জন্য আদমজী পুরস্কার

লাভ করেন?

উত্তর: ক্রীতদাসের হাসি

১৬২. প্রশ্ন : 'কন্যাকুমারী' কোন ধরনের

রচনা?

উত্তর: উপন্যাস

১৬৩. প্রশ্ন : লৌকিক কাহিনীর প্রথম

রচয়িতা কে?

উত্তর: দৌলত কাজী

১৬৪. প্রশ্ন : সাপ্তাহিক ‘সুধাকর’ -এর

সম্পাদক কে?

উত্তর: শেখ আব্দুর রহিম

১৬৫. প্রশ্ন : মাসিক মোহাম্মদী কোন

সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৭

১৬৬. প্রশ্ন : কোন পত্রিকাটি ১৯২৩

সালে প্রকাশিত হয়?

উত্তর: কল্লোল

১৬৭. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত হয়

কোন পত্রিকাটি?

উত্তর: ক্রান্তি

১৬৮. প্রশ্ন : ‘শিশুরাজ্যে এই মেয়েটি

একটি ছোটখাট বর্গির উপদ্রব

বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের

কোন গল্পের সংলাপ?

উত্তর: সমাপ্তি

১৬৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম

ইতিহাস গ্রন্থ-

উত্তর: বঙ্গভাষা ও সাহিত্য

১৭০. প্রশ্ন : কত খ্রিষ্ট্রাব্দে শরৎচন্দ্র

চট্টোপাধ্যায় কলকাতা

বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’

পদক লাভ করেন?

উত্তর: ১৯২৩

১৭১. প্রশ্ন : রাজা রামমোহন রচিত

বাংলা ব্যাকরণের নাম-

উত্তর: গৌড়িয়া ব্যাকরণ

১৭২. প্রশ্ন : বাংলা মৌলিক

নাটকের যাত্রা শুরু হয় কোন

নাট্যকারের হাতে?

উত্তর: রামনারায়ণ তর্করত্ন

১৭৩. প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি

পোহাইল’ পঙক্তির রচয়িতা-

উত্তর: মদনমোহন তর্কালংকার

১৭৪. প্রশ্ন : ‘জীবনে জ্যাঠামি ও

সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে

পারতেন না-

উত্তর: প্রমথ চৌধুরী

১৭৫. প্রশ্ন : Balled কি?

উত্তর: গীতিকা

১৭৬. প্রশ্ন : ‘শাহনামা’ মৌলিক

গ্রন্থটি কার?

উত্তর: ফেরদৌসী

১৭৭. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর

বাংলা সাহিত্যের ইতিহাস

গ্রন্থের নাম--

উত্তর: বাংলা সাহিত্যের কথা

১৭৮. প্রশ্ন : ‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে

মন ভোর’ কার রচনা?

উত্তর: জ্ঞানদাস

১৭৯. প্রশ্ন : ‘সাজাহান’ নাটকের প্রথম

রচয়িতা-

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়

১৮০. প্রশ্ন : ‘নেমেসিস’ নাটকে নূরুল

মোমেন কোন বিষয়কে তুলে

ধরেছেন?

উত্তর: ঊনপঞ্চাশের মন্বন্তর

.

১৮১. প্রশ্ন : ভারতচন্দ্র রায়গুণাকর কোন

রাজসভার কবি?

উত্তর: কৃষ্ণনগর রাজসভা

১৮২. প্রশ্ন : ‘মহুয়া’ পালাটির

রচয়িতা--

উত্তর: দ্বিজ কানাই

১৮৩. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে

বাংলা বিভাগ খোলা হয়--

উত্তর: ১৮০১ সালে

১৮৪. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের রচনা-

উত্তর: কমলে কামিনী

১৮৫. প্রশ্ন : কোন গ্রন্থটি মহাকাব্য?

উত্তর: বৃত্রসংহার

১৮৬. প্রশ্ন : ‘বত্রিশ সিংহাসন’ কার

রচনা?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

১৮৭. প্রশ্ন : ‘ঠকচাচা’ চরিত্রটি কোন

উপন্যাসে?

উত্তর: আলালের ঘরের দুলাল

১৮৮. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের

কথা’ কোন জাতীয় রচনা?

উত্তর: আত্মজৈবনিক উপন্যাস

১৮৯. প্রশ্ন : ‘তাজকেরাতুল আওলিয়া’

অবলম্বনে ‘তাপসমালা’কে রচনা

করেন?

উত্তর: গিরিশচন্দ্র সেন

১৯০. প্রশ্ন : কোন নাটকটি সেলিম আল

দীনের?

উত্তর: মুনতাসীর ফ্যান্টাসী

১৯১. প্রশ্ন : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল

ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?

উত্তর: সিন্ধু হিন্দোল

১৯২. প্রশ্ন : ‘নেমেসিস’ কোন জাতীয়

রচনা?

উত্তর: নাটক

১৯৩. প্রশ্ন : ‘তোমার সৃষ্টির পথে

রেখেছ আকীর্ণ করি’--

রবীন্দ্রনাথের কোন কাব্যের

কবিতা?

উত্তর: শেষলেখা

১৯৪. প্রশ্ন : ‘জয়গুন’ কোন উপন্যাসের

চরিত্র?

উত্তর: সূর্য-দীঘল বাড়ী

১৯৫. প্রশ্ন : ‘বনফুল’ কার ছদ্মনাম?

উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৯৬. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

একটি উপন্যাস-

উত্তর: মৃত্যুক্ষুধা

১৯৭. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুরের

পদাবলী’- এর রচয়িতা-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৯৮. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম যে

কবিতা রচনার জন্য কারাবরণ করেন-

উত্তর: আনন্দময়ীর আগমনে

১৯৯. প্রশ্ন : ‘সূর্য দীঘল বাড়ি’

চলচ্চিত্রের পরিচালক-

উত্তর: শেখ নিয়ামত শাকের

২০০. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম

ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?

উত্তর: দীনেশচন্দ্র সেন

.

২০১. প্রশ্ন : ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম

সম্পাদক ছিলেন-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২০২. প্রশ্ন : কোন কবিতা রচনার জন্য

কাজী নজরুল ইসলাম কারাবন্দী হন?

উত্তর: আনন্দময়ীর আগমনে

২০৩. প্রশ্ন : ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ

ঠাকুরের কোন ছোট গল্পের

নায়িকা?

উত্তর: সমাপ্তি

২০৪. প্রশ্ন : ‘উত্তম পুরুষ’ উপন্যাসের

রচয়িতা-

উত্তর: রশীদ করিম

২০৫. প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ কোন

জাতীয় রচনা?

উত্তর: উপন্যাস

২০৬. প্রশ্ন : কোনটি মুহম্মদ এনামুল হকের

রচনা?

উত্তর: মনীষা মঞ্জুষা

২০৭. প্রশ্ন : বাংলা সাহিত্যে সনেট

রচনার প্রবর্তক কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২০৮. প্রশ্ন : জসীমউদ্দিনের ‘কবর’

কবিতা কোন পত্রিকায় প্রথম

প্রকাশিত হয়?

উত্তর: কল্লোল

২০৯. প্রশ্ন : ‘সন্ধ্যারাগে

ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি

বাঁকা’ রবীন্দ্রনাথের কোন

কাব্যের কবিতা?

উত্তর: বলাকা

২১০. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন

গ্রন্থটি উপন্যাস?

উত্তর: শেষের কবিতা

২১১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন

ধরনের প্রকাশনা?

উত্তর: পত্রিকা

২১২. প্রশ্ন : জসীমউদ্দিনের প্রথম

প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: রাখালী

২১৩. প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’

উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: আনোয়ার পাশা

২১৪. প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’

কোন ধরনের রচনা?

উত্তর: কাব্য

২১৫. প্রশ্ন : 'বহিপীর' কি ধরনের রচনা?

উত্তর: নাটক

২১৬. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন

উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত

হয়েছিল?

উত্তর: পথের দাবী

২১৭. প্রশ্ন : কোন গ্রন্থটির রচয়িতা এস

ওয়াজেদ আলী?

উত্তর: ভবিষ্যতের বাঙালি

২১৮. প্রশ্ন : ‘ভাষা মানুষের মুখ থেকে

কলমের মুখে আসে, উল্টোটা করতে

গেলে মুখে শুধু কালি পড়ে’,

বলেছেন-

উত্তর: প্রমথ চৌধুরী

২১৯. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা

কোন কাব্যধারার চরিত্র?

উত্তর: মনসামঙ্গল

২২০. প্রশ্ন : ‘ইউসুফ-জোলেখা’

প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

উত্তর: শাহ মুহম্মদ সগীর

.

২২১. প্রশ্ন : কখনো উপন্যাস

লেখেননি-

উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত

২২২. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’

গল্পগ্রন্থের রচয়িতা--

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

২২৩. প্রশ্ন : রোহিণী-বিনোদিনী-

কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

উত্তর: কৃষ্ণকান্তের উইল -চোখের

বালি-চরিত্রহীন

২২৪. প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে

দুধেভাতে’- এই প্রার্থনাটি

করেছে--

উত্তর: ঈশ্বরী পাটনী

২২৫. প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য

অনুবাদ?

উত্তর: কমেডি অব এররস

২২৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের

ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য

গ্রন্থ কার রচনা?

উত্তর: দীনেশচন্দ্র সেনগুপ্ত

২২৭. প্রশ্ন : ‘পদাবলী’র প্রথম কবি কে?

উত্তর: চণ্ডীদাস

২২৮. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কি

বোঝায়?

উত্তর: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার

করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

২২৯. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির

কাব্য সংকলন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৩০. প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন

গ্রন্থটি নাটক?

উত্তর: রক্তকরবী

২৩১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

প্রথম প্রকাশিত লেখা-

উত্তর: বাউণ্ডেলের আত্নকাহিনী

২৩২. প্রশ্ন : সওগাত পত্রিকার সম্পাদক

কে ছিলেন?

উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দীন

২৩৩. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’

কাব্য গ্রন্থটির কবি কে?

উত্তর: ফররুখ আহমদ

২৩৪. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের

রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৩৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কি

বুঝায়?

উত্তর: পদ্যাকারে রচিত

দেবস্তুতিমূলক রচনা

২৩৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের

ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা

করেন?

উত্তর: মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ

আলী আহসান

২৩৭. প্রশ্ন : 'পথের দাবী' কি ধরনের

রচনা?

উত্তর: উপন্যাস

২৩৮. প্রশ্ন : কোনটি হযরত মুহম্মদ (স) -এর

জীবনী গ্রন্থ?

উত্তর: মরু ভাস্কর

২৩৯. প্রশ্ন : পদাবলী লিখেছেন -

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৪০. প্রশ্ন : ‘প্রভাবতী সম্ভাষণ’ কার

রচনা?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

. ২৪১. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’

কার রচনা?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২৪২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: বিষের বাঁশী

২৪৩. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?

উত্তর: মুনীর চৌধুরী

২৪৪. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কি

বোঝায়?

উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা

২৪৫. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য,

তাহার উপরে নাই’--কে বলেছেন?

উত্তর: চণ্ডীদাস

২৪৬. প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনা-

উত্তর: চতুরঙ্গ

২৪৭. প্রশ্ন : 'কয়েকটি কবিতা' এটি

কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৪৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রচিত

নাটক--

উত্তর: সাজাহান -('সাজাহান'

নাটকের প্রথম রচয়িতা -

দ্বিজেন্দ্রলাল রায়)

২৪৯. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার

লেখা?

উত্তর: সুকুমার রায়

২৫০. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির

লেখক-

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

২৫১. প্রশ্ন : ‘বিষাদ -সিন্ধু’ কার রচনা?

উত্তর: মীর মশাররফ হোসেন

২৫২. প্রশ্ন : 'শেষ লেখা' কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৫৩. প্রশ্ন : নজরুল ইসলামের প্রথম

প্রকাশিত গ্রন্থ-

উত্তর: অগ্নিবীণা

২৫৪. প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্

তিক

উপন্যাস?

উত্তর: আগুনের পরশমণি

২৫৫. প্রশ্ন : কোনটি শামসুর

রাহমানের রচনা?

উত্তর: নিরালোকে দিব্যরথ

২৫৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?

উত্তর: শহীদুল্লাহ কায়সার

২৫৭. প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম

সংকলনের সম্পাদক কে?

উত্তর: হাসান হাফিজুর রহমান

২৫৮. প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?

উত্তর: হুমায়ুন কবির

২৫৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: রাঙাজবা

২৬০. প্রশ্ন : ‘আত্নঘাতী বাঙালি’

কার রচিত গ্রন্থ?

উত্তর: নীরদচন্দ্র চৌধুরী

.

১২১. প্রশ্ন : 'ঠাকুরমার ঝুলি' কী

জাতীয় রচনার সংকলন?

উত্তর: রূপকথা

১২২. প্রশ্ন : 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ

করেন-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১২৩. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের

জন্ম-মৃত্যু সাল-

উত্তর: ১৮৪৭-১৯১১

১২৪. প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনার

তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

উত্তর: মাএাবৃত্ত

১২৫. প্রশ্ন : ‘পাহাড়তলী’ গ্রামে

জন্মগ্রহণ করেন-

উত্তর: উপরের কোনটি সঠিক নয়

১২৬. প্রশ্ন : ‘পূর্বাশা’ পএিকার সম্পাদক

ছিলেন-

উত্তর: সঞ্জয় ভট্টাচার্য

১২৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের

আদি কবি-

উত্তর: লুইপা

১২৮. প্রশ্ন : ফররুখ আহমদের শ্রেষ্ঠ

কাব্যগ্রন্থের নাম-

উত্তর: সাত সাগরের মাঝি

১২৯. প্রশ্ন : প্রাচীনতম বাঙ্গালী

মুসলমান কবি কে?

উত্তর: শাহ মুহম্মদ সগীর

১৩০. প্রশ্ন : ‘চাচা কাহিনী’র’ লেখক

কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

১৩১. প্রশ্ন : মুসলমান নারী জাগরণের

কবি--

উত্তর: বেগম রোকেয়া

১৩২. প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি

গ্রন্থ কোনটি?

উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ

১৩৩. প্রশ্ন : কবি আলাওলের জন্মস্থান-

উত্তর: চট্টগ্রামের জোবরা

১৩৪. প্রশ্ন : ‘অনল- প্রবাহ’ রচনা করেন--

উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন

সিরাজি

১৩৫. প্রশ্ন : ‘অগ্নিবীণা’ কাব্যের

প্রথম কবিতা-

উত্তর: প্রলয়োল্লাস

১৩৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে

কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার

অবদান বেশি?

উত্তর: সবুজপত্র

১৩৭. প্রশ্ন : ‘একাত্তরের চিঠি’-- কোন

জাতীয় রচনা?

উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্র

সংকলন

১৩৮. প্রশ্ন : বাংলা একাডেমি কোন

বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৫ খ্রি.

১৩৯. প্রশ্ন : সনেট কবিতার প্রবর্তক কে?

উত্তর: মাইকেল মধুসূধন দত্ত

১৪০. প্রশ্ন : ‘আবদুল্লাহ’ উপন্যাসের

রচয়িতা কে?

উত্তর: কাজী ইমদাদুল হক

.

২৪১. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’

কার রচনা?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২৪২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: বিষের বাঁশী

২৪৩. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?

উত্তর: মুনীর চৌধুরী

২৪৪. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কি

বোঝায়?

উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা

২৪৫. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য,

তাহার উপরে নাই’--কে বলেছেন?

উত্তর: চণ্ডীদাস

২৪৬. প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনা-

উত্তর: চতুরঙ্গ

২৪৭. প্রশ্ন : 'কয়েকটি কবিতা' এটি

কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৪৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রচিত

নাটক--

উত্তর: সাজাহান -('সাজাহান'

নাটকের প্রথম রচয়িতা -

দ্বিজেন্দ্রলাল রায়)

২৪৯. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার

লেখা?

উত্তর: সুকুমার রায়

২৫০. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির

লেখক-

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

২৫১. প্রশ্ন : ‘বিষাদ -সিন্ধু’ কার রচনা?

উত্তর: মীর মশাররফ হোসেন

২৫২. প্রশ্ন : 'শেষ লেখা' কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৫৩. প্রশ্ন : নজরুল ইসলামের প্রথম

প্রকাশিত গ্রন্থ-

উত্তর: অগ্নিবীণা

২৫৪. প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্

তিক

উপন্যাস?

উত্তর: আগুনের পরশমণি

২৫৫. প্রশ্ন : কোনটি শামসুর

রাহমানের রচনা?

উত্তর: নিরালোকে দিব্যরথ

২৫৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?

উত্তর: শহীদুল্লাহ কায়সার

২৫৭. প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম

সংকলনের সম্পাদক কে?

উত্তর: হাসান হাফিজুর রহমান

২৫৮. প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?

উত্তর: হুমায়ুন কবির

২৫৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: রাঙাজবা

২৬০. প্রশ্ন : ‘আত্নঘাতী বাঙালি’

কার রচিত গ্রন্থ?

উত্তর: নীরদচন্দ্র চৌধুরী

.

২৬১. প্রশ্ন : ‘সংস্কৃতির ভাঙা সেতু’

গ্রন্থ রচনা করেছেন-

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

২৬২. প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যের

কাহিনী কয় খণ্ডে বিভক্ত?

উত্তর: ৩

২৬৩. প্রশ্ন : বিপ্রদাস পিপিলাই রচিত

কাব্য –

উত্তর: মনসা বিজয়

২৬৪. প্রশ্ন : চর্যাপদের কোন পদটি

খণ্ডিত আকারে পাওয়া যায়?

উত্তর: ২৩ নং পদ

২৬৫. প্রশ্ন : নিচের কোনটি সহোদর

ভাষাগোষ্ঠী?

উত্তর: বাংলা ও অসমিয়া

২৬৬. প্রশ্ন : কোন সাহিত্যকর্মে

সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

উত্তর: চর্যাপদ

২৬৭. প্রশ্ন : কেরী সাহেবের মুনশী

বলা হয়-

উত্তর: রাম রাম বসুকে

২৬৮. প্রশ্ন : আলাওলের ‘তোহফা’ কোন

ধরনে কাব্য?

উত্তর: নীতিবাক্য

২৬৯. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত

প্রথম গ্রন্থের নাম কি?

উত্তর: নীলদর্পণ

২৭০. প্রশ্ন : কোনটি আধুনিক যুগের

কাব্য?

উত্তর: সারদা মঙ্গল

২৭১. প্রশ্ন : উত্তরাধিকার’ কাব্যের

রচয়িতা কে?

উত্তর: শহীদ কাদরী

২৭২. প্রশ্ন : রবীন্দ্রনাথের ছিন্নপত্রে

মোট কতটি কাব্য রয়েছে?

উত্তর: ১৫১

২৭৩. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের

আত্মজীবনীমূলক রচনা-

উত্তর: গাজী মিয়াঁর বস্তানী

২৭৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম

মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ

কোনটি?

উত্তর: বসন্ত কুমারী

২৭৫. প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথ

ঠাকুরের অসমাপ্ত উপন্যাস?

উত্তর: করুণা

২৭৬. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের

চৈনিক নাম –

উত্তর: চু তেন তান

২৭৭. প্রশ্ন : ‘’সুশিক্ষিত লোক মাত্রই

স্বশিক্ষিত’’ – উক্তিটি কার?

উত্তর: প্রমথ চৌধুরি

২৭৮. প্রশ্ন : শ্রীকান্ত কত খণ্ডের

উপন্যাস?

উত্তর: ৪

২৭৯. প্রশ্ন : বেগম রোকেয়া দিবস

কোন তারিখে পালিত হয়?

উত্তর: ৯ ডিসেম্বর

২৮০. প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে

নিয়ে কোন দেশে চলচ্চিত্র

নির্মান করা হয়?

উত্তর: কানাডা

.

২৮১. প্রশ্ন : জসীম উদ্দীনের ‘আসমানী’

চরিত্রটির বাড়ি কোথায়?

উত্তর: ফরিদপুর

২৮২. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম

কবিতা সংকলন--

উত্তর: চর্যাপদ

২৮৩. প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি

গ্রন্থ কোনটি?

উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ

২৮৪. প্রশ্ন : চর্যার ধর্ম নিয়ে প্রথম

আলোচনা করেন--

উত্তর: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

২৮৫. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের

কথা’ --- কোন জাতীয় রচনা?

উত্তর: আত্মজৈবনিক উপন্যাস

২৮৬. প্রশ্ন : চর্যা শব্দের অর্থ কি?

উত্তর: আচরণ

২৮৭. প্রশ্ন : ড. সুনীতিকুমার

চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের

ইতিহাস কে কয়টি যুগে ভাগ

করেছেন?

উত্তর: পাঁচটি

২৮৮. প্রশ্ন : 'আপনা মাংসে হরিণা

বৈরী'- লাইনটি কোন সাহিত্যের

অন্তর্ভুক্ত?

উত্তর: চর্যাপদ

২৮৯. প্রশ্ন : চর্যাপদের কবিদের মধ্যে

সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?

উত্তর: কাহ্নপা

২৯০. প্রশ্ন : বিষাদ সিন্ধু’ কোন যুগের

গ্রন্থ?

উত্তর: আধুনিক যুগের

২৯১. প্রশ্ন : পদ্মা মেঘনা যমুনা’ নামক

বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক

রচনা করেছেন?

উত্তর: আবু জাফর শামসুদ্দীন

২৯২. প্রশ্ন : নিচের কোনটি উপন্যাস

নয়?

উত্তর: পথ জানা নাই

২৯৩. প্রশ্ন : বেগম সুফিয়া কামাল

কোন ধরনের কবি?

উত্তর: গীতিকবি

২৯৪. প্রশ্ন : ‘’বই কিনে কেউ কখনো

দেউলিয়া হয় না’’ এই উক্তিটি কার?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

২৯৫. প্রশ্ন : গ্রীক ট্রাজেডি

‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন

কে?

উত্তর: সৈয়দ আলী আহসান

২৯৬. প্রশ্ন : জীবনান্দ দাসের

কবিতাকে ‘’চিত্ররূপময় কবিতা’’

বলেছেন কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৯৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম

প্রকাশিত প্রথম লেখা কোনটি?

উত্তর: বাউন্ডুলের আত্মকাহিনী

২৯৮. প্রশ্ন : ‘’রামের সুমতি’’ কার

লেখা?

উত্তর: অনীলা দেবী

২৯৯. প্রশ্ন : সম্প্রতি বাংলা

সাহিত্যের কোন কবি স্বাধীনতা

পুরস্কার লাভ করেন?

উত্তর: নির্মলেন্দু গুণ

৩০০. প্রশ্ন : কোনটি সুনীল

গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস নয়?

উত্তর: কালবেলা

.

৩০১. প্রশ্ন : "আত্মজা ও একটি করবী

গাছ" উপন্যাসের লেখক কে?

উত্তর: হাসান আজিজুল হক

৩০২. প্রশ্ন : চর্যাপদ আবিস্কৃত হয়--

উত্তর: নেপালের রাজ-দরবার

থেকে

৩০৩. প্রশ্ন : অশুদ্ধ বাংলা ও সংস্কৃত

ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--

উত্তর: সেক শুভোদয়া

৩০৪. প্রশ্ন : চর্যাপদ কতটি পদের

সংকলন?

উত্তর: সাড়ে ছেচল্লিশ

৩০৫. প্রশ্ন : চর্যাপদে মোট কতটি পদ

পাওয়া গেছে?

উত্তর: সাড়ে ছেচল্লিশটি

৩০৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের

মধ্যযুগ সময়কে বলা হয়?

উত্তর: ১২০১-১৮০০

৩০৭. প্রশ্ন : চর্যাপদে কতটি

প্রবাদবাক্য পাওয়া যায়?

উত্তর: ৬টি

৩০৮. প্রশ্ন : কাজী ইমদাদুল হকের

আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?

উত্তর: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত

সমাজের চিত্র

৩০৯. প্রশ্ন : নিচের কোন লেখক ইয়ং

বেঙ্গলের ভাবাদর্শের নয়?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩১০. প্রশ্ন : বঙ্গীয় সাহিত্য পরিষদ

প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর: ১৮৯৩

৩১১. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের

নৃত্যনাট্য কোনটি?

উত্তর: সবগুলো

৩১২. প্রশ্ন : কোন বইটি রবীন্দ্রনাথ

ঠাকুর রচিত নয়?

উত্তর: দোলনচাঁপা

৩১৩. প্রশ্ন : কবি ঈশ্বরগুপ্ত কোন

পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: সংবাদ প্রভাকর

৩১৪. প্রশ্ন : ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা

করেন?

উত্তর: রামমোহন রায়

৩১৫. প্রশ্ন : রামমোহন রায়ের ছদ্ম নাম

কোনটি -

উত্তর: শিবপ্রসাদ রায়

৩১৬. প্রশ্ন : ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন

জাতীয় রচনা?

উত্তর: নাটক

৩১৭. প্রশ্ন : কোনটি সেলিম আল দীন

রচিত নাটক?

উত্তর: বন পাংশুল

৩১৮. প্রশ্ন : বিবিসি জরিপে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির

তালিকায় কাজী নজরুলের অবস্থান

কত?

উত্তর: ৩য়

৩১৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

‘’রাজবন্দীর জবানবন্দী’’ একটি –

উত্তর: প্রবন্ধ

৩২০. প্রশ্ন : জীবনান্দ দাশ তার

‘’বনলতা সেন’’ কবিতাটি কোন

ইংরেজ কবির কবিতার প্রেরণা

থেকে রচনা করেন?

উত্তর: এডগার এলেন পো

.

৩২১. প্রশ্ন : মুনীর চৌধুরির মীর মানস

কোন জাতীয় গ্রন্থ?

উত্তর: প্রবন্ধ

৩২২. প্রশ্ন : 'Origin and Development of

Bengali Language' গ্রন্থটির লেখক কে?

উত্তর: ড. সুনীতিকুমার

চট্টোপাধ্যায়

৩২৩. প্রশ্ন : মধ্যযুগকে কয়টি

উপবিভাগে ভাগ করা যায়?

উত্তর: তিনটি

৩২৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম

জীবনীকাব্য কাকে অবলম্বন করে

লেখা হয়?

উত্তর: শ্রীচৈতন্যদেব

৩২৫. প্রশ্ন : কোন পন্ডিত চর্যাপদের

পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা

করেন?

উত্তর: মুনিদত্ত

৩২৬. প্রশ্ন : রবীন্দ্র যুগ কোন সময়কে

বলা হয়?

উত্তর: ১৯০১ - ১৯৪০

৩২৭. প্রশ্ন : বাংলা লিপির উৎপত্তি

কোন লিপি থাকে?

উত্তর: ব্রাহ্মী লিপি

৩২৮. প্রশ্ন : চর্যাপদের ভাষাকে

পণ্ডিতগণ কোন ধরনের ভাষা

বলেছে?

উত্তর: সন্ধ্যা ভাষা

৩২৯. প্রশ্ন : স্বাধীনতাত্তোর

বাংলাদেশের প্রধান নাট্যকার-

উত্তর: সেলিম আল দীন।

 

⭕বাংলা ব্যাকরণ: বাংলা ব্যাকরণ প্রশ্ন এক কথায় উত্তর

------------------------------------------------------------------------------

✅‘ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি → বিশেষভাবে বিশ্লেষণ [ঢাবি ৯৪-৯৫]

✅ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে → ফলা [ঢাবি, ক ১৩-১৪]

✅নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা → শাকতায়নী [যবিপ্রবি, ডি ১৪-১৫]

✅ব্যাকরণের কাজ কী → ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা [ইবি, গ ৫-৬]

✅ব্যাকরণ চর্চার আদি ভূমি কোনটি → ভারত [জাককানবি ১৭-১৮]

✅পাণিনি কে ছিলেন → বৈয়াকরণ [চবি, ক ১৩-১৪]

✅বাংলা ব্যাকরণ কত বছরের পুরানা → ২৫০ [রাবি ৮-৯]

✅বাংলা ভাষা ও সাহিত্যে কার কাছে প্রত্যক্ষ ভাবে ঋণী → অপভ্রংশ

✅‘ব্যাকরণ’ শব্দের বিশ্লেষায়িত রুপ → বি+আ+কৃ+অন [জাবি, খ ১৪-১৫]

✅‘বাংলা ব্যাকরণ’ প্রথম যে ভাষায় লিখিত হয় → পর্তুগিজ [জাবি, বি ১৪-১৫]

✅ভাষার প্রধান উপাদান → শব্দ [রাবি, খ ৭-৮]

✅পৃথিবীর আদি ভাষার নাম কী → ইন্দো-ইউরোপীয় [ইবি, সি ১৭-১৮]

✅দেশ কাল ও পরিবেশ ভেদে কীসের পার্থক্য ঘটে → ভাষার [ইবি ৮-৯]

✅‘ব্রজবুলি’ ভাষাটি কোন দুটি ভাষার মিশ্রণ → বাংলা ও মৈথিলী [খুবি, বি ১৭-১৮]

✅ভাষা শিক্ষার সফলতম পর্যায় কোনটি → লেখা [চবি, ডি ১৭-১৮]

✅শব্দের ক্ষুদ্রতম একক কোনটি → ধ্বনি [খুবি, খ ৬-৭]

✅‘গৌড়িয়’ ব্যাকরণ কার লেখা → রামমোহন রায় [বারি, এফ ১৪-১৫]

✅‘ব্যাকরণ’ শব্দটি → সংস্কৃত [জাককানইবি, ক ১৬-১৭] মোস্তাফিজার মোস্তাক

✅বাংলা লিপির উৎস কী → ব্রাহ্মী [রবি, ৭-৮, জাককানবি, ডি ১৭-১৮]

✅ভাষার মৌলিক রূপ কয়টি → ২ [রাবি১৭-১৮]

✅বাংলা ভাষার প্রধান দুটি রুপ কী কী → কথ্য ও লেখ্য [রাবি ৪-৫]

✅কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে → বঙ্গ-কামরুপী [ঢাবি, গ ৯৬-৬-৯৭, রাবি ৩-৪]

✅প্রতীক বা চিহ্নকে বলে → বর্ণ [চবি, ঙ ৯-১০]

✅‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় → বাক্যতত্ত্বে [ঢাবি, গ ৪-৫]

✅ব্যাকরণের কোন অংশে ‘কারক ও সমাস’ আলোচিত হয় → শব্দতত্ত্বে [চবি ,ঝ ৭-৮]

✅‘ণ-ত্ব’ ও ‘ষ- ত্ব’ বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় → ধ্বনিতত্ত্বে  [বেরোবি, এ ১৩-১৪]

ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয়

✅আলোচিত হয় → ধ্বনিতত্ত্ব    [রাবি, এফ ১২-১৩]

Translation:

 

• অন্যের দোষ ধরা সহজ → It is easy to find fault with others [ ঢাবি ঘ ১৩-১৪ প্রাথমিক সহকারী শিক্ষক ২০১৫]

• অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট→ Too many cooks spoil the broth [ চবি ই ১৫-১৬]

• অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল→ At last he surrendered to the police [ রাবি এ বি কোড ২০১৩-১৪]

• আমি কাজটি করিয়েছি → I have got the work done [ রাবি ই ১৫-১৬]

• আমি না হেসে পারলাম না → I could not help laughing. [ রাবি এফ ১৫-১৬]

• আমরা বাড়িতে পৌঁছুতে না পৌঁছুতে বৃষ্টি শুরু  হয়ে গেল →

• It started rainings soon as we reached home [ চবি ই ১৫-১৬]

• আমি এটা না করে পারলাম না→  I could not help doing it [ ইবি এ ১৫-১৬]

• আমার মাথা ঘুরছে→ I feel giddy [ জবি বি ১৫-১৬]

• আজ সে কেমন আছে → How is he today [ জবি এফ ১৪-১৫]

• আজ কদিন ধরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে→ It has been drizzling for several days [১৫]

• আগে ঘর তবে তো পর → Charity beings at home [ খুবি এফ ১৪-১৫]

• আমি তোমার জায়গায় হলে ঝুঁকিটি নিতাম না → If I were in your shoes, I would not have taken the risk [ ঢাবি খ ১৩-১৪]

• আমার বমি বমি লাগছে → I feel nausea [ মেডি কলেজ ১২-১৩]

• আরজ আলী মাতুব্বর বাংলাদেশের এক বিস্ময়কর ব্যাক্তিত্ব →  Aroj ali Matubbor is an amazing Bangladeshi Personality. [ ঢাবি ঘ ১২-১৩]

• আর কে কে ওখানে উপস্থিত ছিল → Who else were present there  [জবি ঘ ১২-১৩]

• ইতিহাস পাঠ আমাদের পূর্বসূরীদের ভুল ভ্রান্তি এড়িয়ে যেতে সাহায্য করে→  The study of history helps us to avoid the mistakes made by our predecessors [ জাবি সি ১৩-১৪]

• এই মাত্র পাঁচটা বাজল  → It has just struck five [ খুবি বি ১৪-১৫]

• এই বইটির লেখক কে → Who has authored the book [ খুবি এল ১৪-১৫]

• এই অংকটি শক্ত→ The sum is hard  [ রাবি ই বিজোড় ১৩-১৪]

• একই অঙ্গে এত রুপ দেখিনিতো আগে→ Such beauty in one person I have never viewed earlier [ শাবিপ্রবি জ ১৫-১৬]

• কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো → The authorities fook him to task [ ৩৩ তম বিসিএস]

• কুকুর থেকে সাবধান → Beware of dogs [ ববি গ ১৫-১৬]

• কাকে ডাকো → Who are you calling [ ববি গ ১৪-১৫]

• কাঁটা ঘায়ে নুনের ছিটা → To add insult to injure [ ববি খ ১৪-১৫]

• গায়ে মানে না আপনি মোড়ল → A fool to others, to himself a sage [ ইবি ১৫-১৬]

• গাছে এখনও ফল ধরে নাই → The tree has not yet borne fruite [ রাবি গণিত রনি ১৩-১৪]

• তিনি কদাচিত মিথ্যা কথা বলে → He seldom tells a lie [রাবি এফ ১৫-১৬]

• তুমি কি কখন বিদেশে গিয়েছো → Have you ever been to abroad [ জবি ১৫-১৬]

• তাকে তার প্রাপ্য মিটিয়ে দাও → Let him have what he owes [ ইবি বি ১৫-১৬]

• তাকে একদিন অন্তর ঔষধ খেতে হয় → He has to take medicine of alternative day’s [খুবি ১৪-১৫]

• তারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে They took HSC examination this year [খুবি]

• তুমি কি কখনও নেপাল গিয়েছ → Have you ever been to Nepal [ খুবি এফ ১৪-১৫]

• তেল পানিতে ভাসে → Oil floats on water [রাবি ই জোড় ১৪-১৫]

• তোমার এই কাজ করা উচিত ছিল → You should have done the work [ জবি ই রনি ১৫-১৬]

• তোমার সাহায্য ছাড়া এ কাজ করা সম্ভব হবে না →  This work would not have been possible without your help [ জবি ১৩-১৪]

• দরিদ্র আমাদের দেশের একটি অভিশাপ → Poverty is a curse for our country [খুবি]

• দুঃখের প্রয়োজনীয়তা মধুর Sweet are the uses of adversity  [ চবি ই ১৩-১৪]"


সাধারণ জ্ঞান:

1৷ স্বাভাবিক বৃষ্টির পানিতে pH-এর মান কত?

--- ৫.৬

2৷ বিশ্বের সবচেয়ে গভীর টানেল নির্মিত হয়েছে কোথায়?

--- তুরস্কের বসফরাস প্রণালীর নিচ দিয়ে৷

3৷ প্রশান্ত মহাসাগরের আয়তন সমস্ত জলবাগের কত ভাগ?

--- ৪৬%

4৷ মারিয়ানা ট্রেঞ্চ এর গভীরতা কত?

--- ১০.৯২৪ কিমি

5৷ অ্যালবার্ট্রস মালভূমি এর অবস্থান --- ক্যালিফোর্নিয়া উপদ্বীপের সীমানায় প্রশান্ত মহাসাগরের নিচে৷

6৷ নিউ ব্রিটেন কোন মহাসাগরীয় দ্বীপ?

--- প্রশান্ত মহাসাগর

7৷ মারিয়ানা ট্রেঞ্চ এর আকৃতি কেমন?

--- অর্ধচন্দ্রাকার

8৷ বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি?

--- গ্রেট ব্যারিয়ার রিফ

9৷ পানির নিচে সবুজ পৃথিবী নামে খ্যাত----

গ্রেট ব্যারিয়ার রিফ

10৷ প্যারাসেল দ্বীপ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ রয়েছে?

---- চীন,তাইওয়ান ও ভিয়েতনাম

11৷ বাংলাদেশ শততম ওয়ানডে ম্যাচ জয়লাভ করে কততম ম্যাচে?

--- ৩১৫তম ম্যাচে

12৷ বাংলাদেশ ওয়ানডেতে কত সালে প্রথম ম্যাচ খেলে?

--- ১৯৮৬ সালে

13৷ কোন কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় রচিত হচ্ছে পাঠ্যবই?

---- চাকমা,মারমা , ত্রিপুরা,সাদরি ও গারো ভাষায়

14৷ এ গোল্ডেন এজ" উপন্যাসটির রচয়িতা কে?

--- তাহমিনা আনাম

15৷ বিশ্বে প্রথম মার্স ভাইরাস দেখা যায়?

--- সৌদি আরবে

16৷ টংক আন্দোলনে সংশ্লিষ্ট কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী?

--- হাজং

17৷ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি( UNDP) এর কৌশল পত্রে সুশাসন নিশ্চিত করণে কতটি উপাদান উল্লেখ করেছেন?

---- ৯টি

জাতি সংঘ ৮টি

বিশ্বব্যাংক ৪টি

18৷ স্বাদু পানির গবেষণা কেন্দ্র কোথায়?

--- ময়মনসিংহ

19৷ বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ এর নাম কি?

--- FAST

20৷ প্যারিস চুক্তি স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয়?

--- ২২ এপ্রিল,২০১৬

21৷ প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে ২০২০ সাল থেকে ধনী দেশগুলো কত বিলিয়ন ডলার অর্থ দেবে?

-- ১০০ বিলিয়ন

22৷ উন্নয়নশীল দেশ সমূহ ২০৪৭ সালের মধ্যে HFC গ্যাস নিঃসরণের মাত্রা কত ভাগ কমিয়ে আনবে?

--- ৮৫%

23৷ ইতিহাসে একাধারে নোবেল ও অস্কার পুরস্কার লাভ করেন?

--- জর্জ বার্নাড শ এবং বব ডিলান

24৷ দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানে দৃঢ়চেতা প্রচেষ্টার জন্য কে নোবেল পুরস্কার পান?

--- কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোস

25৷ চুক্তিতত্ত্ব নিয়ে গবেষণা জন্য অর্থনীতিতে নোবেল পান কে?

-- অলিভার হার্ট এবং বেংট হমস্ট্রম

26৷ ২০১৬ সালে পদার্থ বিজ্ঞানে কতজন নোবেল পুরস্কার পান?

--- তিনজন

27৷ ২০১৬ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পান?

--- ইয়োশিনোরি ওসুমি(জাপান)

28৷ জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কত তারিখ থেকে দায়িত্ব পালন করবেন?

--- ১ জানুয়ারি ২০১৭৷

29৷ শত্রুপক্ষের কোনো নির্দিষ্ট লক্ষবস্তুকে টার্গেট করে সুপরিকল্পিত ঝটিকা অভিযানকে বলে

---সার্জিক্যাল স্ট্রাইক

30৷ ভারত ও পাকিস্তান এ পর্যন্ত কতবার যুদ্ধ হয়?

--- ৪ বার

31৷ কলম্বিয়া ও ফার্ক গেরিলা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে?

--- ২৬ সেপ্টেম্বর,২০১৬

32৷ কলম্বিয়া ও ফার্ক গেরিলার শান্তি চুক্তি গনভোটে প্রত্যাখান হয় কত তারিখে?

--- ২ অক্টোবর,২০১৬

33৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?

---- ৮ নভেম্বর,২০১৬

34৷ পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি?

---ট্রান্স সাইবেরিয়ান রেলপথ

35৷ মালয়েশিয়ার ১৫তম রাজার নাম কি?

--- সুলতান পঞ্চম মুহাম্মদ

36৷ বর্তমানে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা কত?

--- ৫২

36৷ কমনওয়েলথ ত্যাগকারী দেশের সংখ্যা কয়টি ও কি কি?

---৪টি( মালদ্বীপ,আয়ারল্

যান্ড,জিম্বাবুয়ে ও গাম্বিয়া)

37৷ বিশ্বের গভীরতম রেলস্টেশন কোথায় স্থাপিত হচ্ছে?

--- চীন(মহাপ্রাচীরের নিচে)

38৷ BBC বাংলা হিরক জয়ন্তীতে পদার্পণ করে কত তারিখে?

---- ১১ অক্টোবর,২০১৬

39৷ প্রাচীন সিল্ক রোডটির বর্তমান নাম কি?

--- ওয়ান বেল্ট,ওয়ান রোড৷

40৷ কত তারিখে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশে আসেন?

--- ১৪ অক্টোবর,২০১৬

41৷ চীন ও বাংলাদেশের মধ্যে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?

---- ২৭টি

42৷ বাংলাদেশের প্রথম স্বীকৃত কান্ট্রি কোড টপ লেবেল ডোমেইন হলো---

---- ডট বিডি(.bd)

43৷ বাংলাদেশের দ্বিতীয় স্বীকৃত কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন হলো----

----ডট বাংলা(.bangla)

43৷ বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক(GI) পণ্য হিসেবে নিবন্ধন পায়---

--- জামদানি

44৷ অপারেশন থান্ডার বোল্ট চালানো হয় কত তারিখে?

--- ১ জুলাই,২০১৬

45৷ ভ্যাটিকানে প্রথম বাংলাদেশি হিসেবে কার্ডিনাল হন----

--- ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও

46৷ স্মার্ট কার্ড কত প্রকার?

--- দুই প্রকার

47৷ স্মার্ট কার্ডে কত রকমের সেবা পাওয়া যাবে?

--- ২২ রকমের সেবা

48৷ বাংলাদেশের সকল নাগরিকদের কাছে কত তারিখের মধ্যে স্মার্ট তুলে দেওয়া হবে?

--- ৩১ ডিসেম্বর,২০১৭

49৷ বাংলাদেশের নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয় কবে?

--- ২ অক্টোবর,২০১৬

50৷ সম্প্রতি আওয়ামী লীগ কত তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়?

--- ২০তম৷

51৷ সম্প্রতি(১৭ অক্টোবর,২০১৬) বিশ্ব ব্যাংকের কততম প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফর করেন জিম ইয়ং কিম?

--- পঞ্চম

52৷ অতিদারিদ্র্যের সূচকে বিশ্বের ১৫৪ টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?

---- ৬৪তম

53৷ সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী অতিদারিদ্র্যের হার কত?

---১১.২%

54৷ বিশ্বব্যাংকের ভাষ্য অনুযায়ী ২০৩০ সালে দারিদ্রের হার কমে দাঁড়াবে ---

--- ৫.৩৩ শতাংশ

55৷ বিশ্বব্যাংকের মতে বর্তমানে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার কত?

--- ১২.৯ শতাংশ

56৷ বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎের "স্মার্ট ভিলেজ ন্যানোগ্রিড" এর জন্য 'মোমেন্টাম অব চেঞ্জ অ্যাওয়ার্ড' পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?

---- শাহরিয়ার আহমেদ চৌধুরী

57৷ বাংলাদেশের কোন দুটি স্থাপনা আগাখান স্থাপত্য পুরস্কার ২০১৬ লাভ করেন?

১৷বায়তুর রউফ মসজিদ,ফাতেয়াবাদ

,উত্তরা,ঢাকা৷

২৷ ফ্রেন্ডশিপ সেন্টার, ফুলছড়ি, গাইবান্দা৷

58৷ বায়তুর রউফ মসজিদের স্থপতি কে?

--- মেরিনা তাবাসসুম

59৷ ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কে?

--- কাশেফ মাহবুব চৌধুরী

এখানে উল্লেক্ষ যে বায়তুর রউফ মসজিদ সুলতানী আমলের আদলে তৈরি করা হয়েছে এবং

ফ্রেন্ডশিপ সেন্টারে বাংলা বৌদ্ধ বিহার মহাস্থানগড়ের ছাপ রয়েছে

60৷ বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী, বিশ্বের কয়টি দেশে সাধারন যক্ষা ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি?

--- ৬টি যার মধ্যে বাংলাদেশ অন্যতম

61৷ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় কোন দেশে?

-- নাইজারে ( দ্বিতীয় বাংলাদেশ)

62৷ জোরপূর্বক ও বল প্রয়োগে দেশ ছাড়তে বাধ্য করা হয় এমন দেশের মধ্যে প্রথম দেশ হচ্ছে --

---- সিরিয়া

63৷ বায়ুদূষণের কারণে বিশ্বে মানুষের মৃত্যু হয়

--- প্রায় ৩০ লাখ

64৷ ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৭ অনুযায়ী সহজে ব্যবসা পরিচালনায় বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষ দেশ---- নিউজিল্যান্ড

65৷ ২০১৫-২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার কত?

--- ১৭,৩২,০০০ কোটি টাকা

66৷ ২০১৫-২০১৬ অর্থবছরে প্রবৃদ্ধির হার কত?

---৭.১১%( কৃষি- ২.৭৯% শিল্প- ১১.০৯% সেবা- ৬.২৫%)

67৷ বর্তমানে দরিদ্র জনসংখ্যা কোন দেশে বেশি?

--- ভারত ( বাংলাদেশ নবম)

68৷ জাতিসংঘ ২০১৫-২০৩০ পর্যন্ত নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রথম লক্ষ্য কি?

--- দারিদ্র্য কে শূন্যের কোঠায় নামিয়ে আনা

69৷ বর্তমানে বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?

--- সুইজারল্যান্ড(বাংলাদেশ ১০৬ তম)

70৷ শরনার্থী অাশ্রয় দেওয়ার ক্ষেত্রে শীর্ষ দেশ কোনটি?

--- জর্ডান(২৭ লাখ)

দ্বিতীয়-তুরস্ক(২৫ লাখ)

71৷ বঙ্গবন্ধুর সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য "শেখর থেকে শিখরে" (বেড়া,পাবনা)এর ভাস্কর কে?

--- বিপ্লব দত্ত

72৷ সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০১৬ লাভ করেন

--- কবি শামীম আজাদ এবং নাজমুন নেসা পিয়ারী

73৷ BRICS-BIMSTEC Leaders Outreach প্রথম বারের মত কোথায় অনুষ্ঠিত হয়?

--- গোয়া,ভারত৷

74৷ বৈশ্বিক যুব উন্নয়ন সূচক ২০১৬ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?

--- ১৪৬ তম

75৷ দরিদ্র জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান 75৷ দরিদ্র জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কততম?

--- ৮ম

76৷ গোলাপি বলের দিবারাত্রি টেস্টে প্রথম খেলোয়ার হিসেবে সেঞ্চুরি,ডাবল সেঞ্চুরি,ট্রিপল সেঞ্চুরির রেকর্ড করেন কে?

--- আজহার আলী

77৷ পারফিউম প্রথম কোথায় তৈরি হয়?

--- ফ্রান্সের গ্রাসে

78৷ এভারেস্ট ও সেভেন সামিট জয় করা প্রথম নারী কে?

--- জুনকো তাবেই,জাপান৷

79৷ পল বেটি কোন উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন?

--- The sellout(oneworld)

80৷ বর্তমানে দেশে অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা কত?

--- ৪১টি

81৷ বর্তমানে দেশে দৈনিক পত্রিকার সংখ্যা কত?

-- ৯৭৯টি

82৷ বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে কি নামে ডাকা হয়?

--- কে-নাইন

83৷ বর্তমানে নারী মুক্তিযুদ্ধা(বী

রাঙ্গনা) কত জন?

--- ১৪৬ জন ৷

84৷ চামড়া গবেষণা ইনস্টিটিউট কোথায়?

--- নয়ারহাট,সাভার,ঢাকা৷

85৷ টেকের হাট নৌবন্দর কোথায় অবস্থিত?

--- তাহিরপুর, সোনামগঞ্জ ৷

86৷ ইলিশের চারটি প্রজনন কেন্দ্র কি কি?

--- ঢালচর, মৌলভীরচর, কালিরচর ও মনপুরা

87৷ ৮৯তম অস্কারে বিদেশী ভাষা বিভাগে বাংলাদেশ থেকে কোন চলচ্চিত্র মনোনীত হয়?

---- অজ্ঞাতনামা(তৌকির আহমেদ)

88৷ প্রকাশিতব্য উপন্যাস The Ministry of Utmost Happiness এর রতয়িতা কে?

--- অরুন্ধতী রায়

89৷ বৈশ্বিক প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় কবে?

--- ৪ নভেম্বর,২০১৬

90৷ মরক্কোর মারাকেশে COP-22 অনুষ্ঠিত হয় কবে?

--- ৭-১৮ নভেম্বর,২০১৬

91৷ ২০১৭ সালে নবম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

--- জিয়ামেন,চীন৷

92৷ ১৪-১৫ অক্টোবর,২০১৬ অনুষ্ঠিত ৮ম ব্রিকস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

--- গোয়া,ভারত

93৷ G-77 এর বর্তমান সদস্য সংখ্যা কত?

--- ১৩৪টি

94৷ বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO) এর বর্তমান সদস্য সংখ্যা কত?

--- ১৮৯টি

95৷ মন্ট্রিল প্রটোকল কিগালির রুয়ান্ডায় ৫ম সংশোধনী গৃহিত হয় কবে?

--- ১৪ অক্টোবর,২০১৬

96৷ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ কোন দেশে অবস্থিত?

--- চীন

97৷ স্মার্ট কার্ড এর জনক কে?

--- রোল্যান্ড মোরেনা

98৷ মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?

--- কাতার

99৷ গ্রিন হাউস নিঃস্বরণে শীর্ষ দেশ কোনটি?

--- চীন ৷

100৷ বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ

1)কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?

উওর- তুলাগাছ

2)কোন গাছ পাতা থেকে জন্মায়?

উওর- পাথরকুচি

3)কোন গাছকে স্বর্গীয় গাছ বলে?

উওর- নারিকেল

4)কোন গাছের বাতাস শোধন করার

ক্ষমতা বেশী?

উওর- আম গাছ

5)কোন প্রনীর দুধ সবচেয়ে বেশি

মিষ্টি?

উওর- হাতি

6)কোন প্রনীর দুধ মাটিতে পরার

সাথে সাথে শক্ত হয়ে যায়?

উওর- বাঘ

7)কোন প্রানীর কান হাটুতে?

উওর- ফড়িং

8)কোন মাছ খেলে নিশ্চিত মৃত্যু?

উওর- পটকা

9)কোন প্রানী জিব্হা দিয়ে শুনে?

উওর- সাপ

10)কোন গাছ ৩০০ বছর ফল দেয়?

উওর- নাশপাতি

♦বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়েছে?

উত্তর: ১৯৯৩ সালে


♦নিউটন কত সালে মারা যায়?

উত্তর: ১৭২৭ সালে


♦ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯২১ সালে


♦কম্পিউটার আবিষ্কার হয় কত সালে?

উত্তর: ১৯৪২ সালে


♦বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?

উত্তর: ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর


♦আয়তনে বিশ্বের দ্বিতীয় মহাদেশ কোনটি?

উত্তর: আফ্রিকা মহাদেশ


♦সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ


♦কোন মহাদেশে লোক বসতি নেই?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ


♦টেলিফোন কে আবিষ্কার করেন?

উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল


♦পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি?

উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ


                             বাংলাদেশ বিষয়াবলী mcq


♦কাজী নজরুলের জন্ম কত সালে?

উত্তর: ১৮৯৯ সালের ২৫ শে মে


♦কত সালে ফেসবুক আবিষ্কার হয়?

উত্তর: ২০০৪ সালে


♦রেডিও কে আবিষ্কার করেন?

উত্তর: মার্কনী


♦চর্যাপদ কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯০৭ সালে

                                 বিসিএস সাধারণ জ্ঞান

♦তাজমহল কত সালে নির্মিত হয়?

উত্তর:  ১৬৫৩ সালে


♦তাজমহল কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের আগ্রায়


♦সূর্যোদয়ের দেশ কোনটি?

উত্তর : জাপান


♦মসজিদের শহর কোনটি?

উত্তর: ঢাকা


♦কোন মুসলিম পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

উত্তর: আব্দুস সালাম


♦নিষিদ্ধ শহর কোনটি?

উত্তর: লাসা


♦চীনের দুঃখ কি?

উত্তর: হোয়াংহো নদী


♦সার্কের প্রথম উদ্যোগতা কে?

উত্তর: জিয়াউর রহমান


♦পৃথিবীর সবচেয়ে বড় খাল কি?

উত্তর: সুয়েজ খাল


♦সার্কের সদর দপ্তর কোথায়?

উত্তর: নেপালের কাঠমান্ডুতে


♦আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কে?

উত্তর: জাবির ইবনে হাইয়ান


♦OIC এর সদর দপ্তর কোথায়?

উত্তর: জেদ্দা, সৌদিআরব


♦ কে সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন?

উত্তর: কোপারনিকাস


♦ কে সর্বপ্রথম এভারেস্ট জয় করে?

উত্তর: তেনজিং এবং হিলারি

 সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions and Answers

♦ সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিলো?

উত্তর: সোনারগাঁ


♦ বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উত্তর: নবাব সিরাজ-উ-দ্দৌলা


♦ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?

উত্তর: এ.এস.সায়েম


♦ বাংলাদেশের কোন জেলাকে শষ্যভান্ডার বলা হয়?

উত্তর: বরিশাল জেলা


♦ইসলামী রেনেসাঁর কবি কে?

উত্তর: ফররুখ আহমদ


♦'বিশ্বনবী' গ্রন্থের লেখক কে?

উত্তর: গোলাম মোস্তোফা


♦"টাইমস" পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?

উত্তর: লন্ডন (ব্রিটেন)


♦বাসস কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর: বাংলাদেশ


♦স্কাউট এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: লর্ড ব্যাডন পাওয়েল


♦স্কাউট এর মহাসম্মেলন এর নাম কি?

উত্তর: জাম্বুরী


♦তিতুমীর এর আসল নাম কি?

উত্তর: সৈয়দ মীর নিসার আলী


♦ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ কতটি ভাষায় সুপন্ডিত ছিলেন?

উত্তর: ১৮ টি


♦মহাকবি শেখ সাদী কোন দেশের কবি?

উত্তর: ইরানের


♦কোন প্রানী প্রথম মহাশূন্য ভ্রমন করেন?

উত্তর: লাইকা নামক কুকুর


♦হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর: ১৯৫৬ সালে


♦ ও.আই.সি কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৬৯ সালে


♦ ভারত কে আবিষ্কার করেন?

উত্তর: ভাস্কো-ডা-গামা।


ইংরেজি:

1) I saw ....... man.

Ans. a one -eyed

2) He parted ..... friends in tears.

Ans. from

3) Why are you hanker ....... money?

Ans. after

4) The picture is .....the corner of the room.

Ans. in

5) I saw him .... my way ..... school.

Ans. on, to

6) He persisted ...... a noise.

Ans. in making

7) How many times have you .....your house broken into.

Ans. been

😎 Reading novels ......my favorite pasttime.

Ans. is

9) Neither Rumi nor Runi ......qualified for the job.

Ans. is

10) None but the brave ...... the fair.

Ans. deserves

11) ....... there any cars in the street?

Ans. Are

12) " Post the letter. " (passive)

Ans. Let the letter be posted.

13) Do or die.

Ans. Compound

14) There is none to ...... the orphan.

Ans. look after

15) We gave ....... a meal.

Ans. the visitors

16) Synonym of " insurgent "

Ans. Rebellious

17) "Take into account " means....

Ans. consider

18) Yolk : Egg

Ans. Cell : nucleus

19) Antonym of "diligent "

Ans. indolent

20) " Twelfth Night " is written by

Ans. William Shakespeare

 

১২. Which spelling is correct? উত্তরঃ Shakespeare


১৩. What is the antonym of arrogant? উত্তরঃ Meek [নম্র] 

 

১৪. Neither Upoma nor Prothik —-qualified for the job. উত্তরঃ is 

১৫. ‘আমি তাকে কাঁদতে দেখলাম’ এর সঠিক ইংরেজি অনুবাদ? উত্তরঃ কোনটিই সঠিক উত্তর নাই [সঠিক উত্তর: I saw her crying] {তবে অপশন অনুসারে প্রশ্নকর্তা I saw her to cry সঠিক উত্তর নিতে পারেন] 


১৬. What is the name of Monica Ali’s novel and the film based on it? উত্তরঃ Brick Lane 


 

১৭. ‘The struggle this time is the struggle for freedom- the struggle this time is the struggle for our emancipation’ is a very famous quote from? উত্তরঃ  Bangabandhu Sheikh Mujibur Rahman


১১. In English grammar ____ deals with the formation of sentences.  উত্তর: Syntax

১২. The old man and the sea, writer name is ____   উত্তর: Correct answer (Ernest Hemingway)

১৩. I opened the door as soon as I ____ the bell.   উত্তর: heard

১৪. The poor are not always unhappy “The poor” is __ Noun?  উত্তর: Plural Common

১৫. In the word “hyper sensitive” the prefix “hyper” means ____.  উত্তর: Extreme

১৬. Whom do you want? Change into passive.  উত্তর: Who is wanted by you?

১৭. We need two hundred dollars ___ this to pay for everything.  উত্তর: besides

১৮. Which is known as the romantic period of English literature?  উত্তর: 1798-1832

১৯. What is the synonym of delude?  উত্তর: Deceive

২০. Who is the poet of the Victorian ages?  উত্তর: Virginia Wolf


 

11. Find the correctly spelt word.

a) Adulation

b) Adiation

c) Aduletion

d) Addulation

উত্তর: a) Adulation

ব্যাখ্যা: সঠিক বানানযুক্ত শব্দ হলো Adulation যার অর্থ অতিপ্রশংসা; তোষামোদে। 

12. ’’To call it a day" means.............

a) to quit

b) it becomes evening

c) to say good morning

d) to start

উত্তর: a) to quit

ব্যাখ্যা : To call it a day অর্থ নিবৃত্ত করা বা ক্ষান্ত হওয়া । ফ্রেজটির অর্থ

 প্রকাশ পায় to quit দ্বারা। 

51. If you "see eye to eye" with someone,you...........them

a) oppose

b) encourage

c) agree with

d) compete

উত্তর : c) agree with

ব্যাখ্যা : see eye to eye অর্থ কারো সাথে একমত হওয়া। তাই ফ্রেজটির অর্থ প্রকাশ পায় agree with দ্বারা। 

52. If it takes a " month of Sundays", it ......

a) happens quickly

b) won't happen

c) feels like a long time

d) happens frequently

উত্তর : c) feels like a long time

ব্যাখ্যা: a month of Sundays অর্থ দীর্ঘ সময় নেওয়া। 

53. The study of the situation covers a great deal of relevant material, but doesn't tackle the real issues.......... enough.

a) disturbingly

b) outrageously

c) vaguely

d) adequately

উত্তর : d) adequately

54. In a child, curiosity normally suggests intelligence and is welcomed ; but an............. adult is best avoided.

a) inquisitive

b) indulgent

c) indecisive

d) impartial

উত্তর : a) inquisitive

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিকে অর্থপূর্ণ করার জন্য inquisitive (সন্ধানী) বসাতে হবে। 

63. He devised an......... scheme whereby the rate of unemployment in the country could be brought down sharply.

a) irrelevant

b) unstable

c) ingenious

d) unfamed

উত্তর : c) ingenious

ব্যাখ্যা: পরের অংশ পড়লে বোঝা যায় যে দেশের বেকারত্ব হারকে ব্যাপকভাবে কমাতে পারত । অর্থাৎ প্রকল্প টি যথেষ্ট ভালো এবং পজেটিভ । অপশনগুলোতে একটি মাত্র পজেটিভ শব্দ আছে সেটি হলো ingenious (চতুর, প্রতিভাশালী)। 

64. .............................who enjoys jazz music will enjoy this festival, tickets for which can be bought at.......................good music shop.

a) Anybody/ every

b) Anyone/ several

c) Everybody/ all

d) Somebody/ both

উত্তর : a) Anybody/ every

65. The police officers.........................the suspicious killing of a diplomat before a renowned business man .................. a couple of days ago.

a) had been investigating/was killed

b) were investigating/ had been killed

c) have been investigating/ was killed

d) were investigated/killed

উত্তর : a) had been investigating/was killed

66. Because I am repeatedly leaving things behind, my mother always tells me that I..........that I .........all my belongings in my bag before leaving the sports centre.

a) have to check/ had had

b) cheeked /had

c) check/ should have

d) must check/ have

উত্তর : d) must check/ have

ব্যাখ্যা:  আমি বারবার ভুলে জিনিস রেখে চলে যাওয়ার কারণে মা আমাকে বলে যে ক্রিয়ার সেন্টার ত্যাগ করার পূর্বে আমাকে অবশ্যই আমার জিনিসপত্র আমার ব্যাগে আছে কিনা তা চেক করতে হবে। 

79. ................................ a little bit of history, it was thought to be impossible in any computer system..............................a window with a functioning channel.

a) To have been given/ to have

b) Giving / having

c) To give / to have

d) Given / having

উত্তর : d) Given / having

ব্যাখ্যা: Preposition হিসেবে given অর্থ বিবেচনা করে বা আলোকে। 

80. In the 1930s, physicist devised machines for .................. subatomic particles by electromagnetic forces  and making them.......... faster and faster.

a) pushing/going

b) have pushed/to go

c) pushing/go

d) being pushed/go

উত্তর : c) pushing/go

ব্যাখ্যা: Preposition for এর পর verb + ing ব্যবহৃত হয় আর  make somebody এর পর bare infinitive ব্যবহৃত হয়।  

81. Special heat sensors on the front of the rattlesnake’s head enable it.....................to detect the presence of prey in the dark...................to strike it's victim accurately.

a) in addition/due

b) not only/but also

c) whether/ or

d) either/or

উত্তর : b) not only/but also

ব্যাখ্যা: একটি নয় অন্যটিও করে এমন বোঝাতে not only...............but also ব্যবহৃ হয়। 

82. .............................the computerized Dutch auction system, the flower industry gets flowers into our homes when they are still...............................their best .

a) Under/at

b) At/in

c) From/with

d) Within/for

উত্তর : a) Under/at

ব্যাখ্যা: কোনো কিছু অধীনে বোঝাতে Under ব্যবহৃত হয়। আর at one's best অর্থ হলো নিজের সর্বোচ্চটা দিয়ে। 

83. Up to the present time , oceanographers..........................lots of sea floor mountains they...........................existed.

a) were finding/ don't know

b) have found/ haven't known

c) are finding/didn't know

d)  will find/ wouldn't know

উত্তর : b) have found/ haven't known

ব্যাখ্যা: বাক্যে Up to the present time থাকাতে বাক্যটি  present perfect tense এ হবে। 

84. Julius Ceasar..................................a great historian if the making of history................................him the time and the inclination to write it.

a) could have been/ had allowed

b) would be/ allowed

c) had been/ would have allowed

d) would have been / could allow

উত্তর : a) could have been/ had allowed

ব্যাখ্যা: অবাস্তব কডিশন বোঝাতে 3rd conditional ব্যবহৃত হয় আর if clause টি  past perfect হয় এবং  result clause টির গঠন হয় sub + would/ could+ have + verb এর  pp তাই সঠিক উত্তর could have been/ had allowed।। 

85. The experts are now fully convinced that the animal two old woman ......................at the pack ........................a puma.

a) had seen/ is

b) saw / was

c) saw/ had been

d) have seen/ were

উত্তর : b) saw / was

ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি মিশ্র কালের ব্যবহারের নিয়ম। অতীত কাল আর that clause এর sub অনুসারে সঠিক উত্তর saw / was। 

91. A colleague of......................... has lent us...................... holiday cottage for a week.

a) him/her

b) mine/his

c) theirs/its

d) your/them

উত্তর : b) mine/his

ব্যাখ্যা: of এর পর একটি মাত্র শব্দ থাকলে সেটা double possessive form (mine, his/ hers/theirs) ব্যবহৃত হয় আর নাউনের পূর্বে possessive adjective (his/her/ their) ব্যবহৃত হয়। 

92. You had better complain to the manager if you think you ...........an unfair proportion of the work.

a) would be given

b) have been given

c) had given

d) would have given

উত্তর : b) have been given

ব্যাখ্যা: কোনো কাজ শেষ হয়েছে কিন্তু এর ফল শেষ হয়নি এমন বোঝাতে present perfect tense এ ব্যবহৃত হয়। আর কাজটি অন্য কারো দ্বারা দেওয়া বোঝানোর কারণে বাক্যাংশটি প্যাসিভ ভয়জে হবে। বাক্যটির বাংলা : যদি তুমি মনে কর যে তোমাকে কাজের অনায্য অংশের দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে বরং তুমি ম্যানেন্জারের কাছে অভিযোগ কর।


21. ................... opportunity comes responsibility.

a) From

b) Before

c) Without

d) With

উত্তর : d) With

ব্যাখ্যা: কোনো কিছুর সাথে বোঝাতে With ব্যবহৃত হয়। 

22...................the year 2014 and 2019. I was a student of the university of Dhaka

a) From

b) Except

c) Between

d) Both

উত্তর : c) Between

ব্যাখ্যা: দুটি নিদিষ্ট সময়ের মধ্যবর্তী সময় বোঝাতে দুটি সময়ের পূর্বে between ব্যবহৃত হয়।

23. Are you sure that you............the killer before?

a) will have seen

b) had seen

c) would have seen

d) must have seen

উত্তর : b) had seen

ব্যাখ্যা:  অতীতে কোনো কাজ হয়েছিল তবে এর ফল এখনো শেষ হয়নি বোঝাতে past perfect tense ব্যবহৃত হয়। 

24. I have enrolled at......... European university.

a) a

b) an

c) the

d) no article

উত্তর : a) a

ব্যাখ্যা: শব্দের প্রথমে vowel আসলেও vowel এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এর পূর্বে a বসে। 

25. What is the antonym of  'segregate'?

a) isolate

b) combine

c) divide 

d) sever

উত্তর : b) combine

ব্যাখ্যা: Segregate অর্থ আলাদা বা পৃথক করা । শব্দটির বিপরীত শব্দ হলো combine যার অর্থ জোড়া লাগানো, সংযুক্ত করা। 

26. The children were too flabbergasted...........?

a) so they couldn't speak.

b) that they started speaking

c) to speak

d) to stop speaking

উত্তর :c) to speak

ব্যাখ্যা:  নেতিবাচক অর্থে too + adjective + to + verb  ব্যবহৃত হয়। to speak যোগে বাক্যটির বাংলা: ছেলেমেয়েরা এতো অভিতূত যে তারা কথা বলতে পারছিল না। 

27. Good morning. I ...............see the manager please. 

a) I am interested to

b) wish I can

c) like to

d) would like to

উত্তর : d) would like to

ব্যাখ্যা: Polite অনুরোধ করার ক্ষেত্রে  would like to + verb ব্যবহৃত হয়। 

28. There was somebody walking behind us. I thought we...........

a) were following

b) were being followed

c) were followed

d) have been followed by somebody

উত্তর : b) were being followed

ব্যাখ্যা: অতীতে কোনো কাজ চলতে থাকলে সেটি past continuous tense  এ হয় আর কাজটি কারো দ্বারা সংগঠিত হলে সেটি প্যাসিভ ভয়েসে হয়।

29. You have been working since morning. ........(you have) your lunch yet?

a) Do you have?

b) Have you?

c) Have you had?

d) Did you have?

উত্তর : c) Have you had?

ব্যাখ্যা: Yet যুক্ত বাক্য সাধারণত Present Perfect tense এ হয়। প্রশ্নবোধক বাক্যটির গঠন হবে: Have/has + sub+ verb এর pp।  

30. Which of the following has the similar sound of the word 'won'?

a) Own

b) One

c) On

d) Up

উত্তর : b) One

31. Choose the correct sentence :

a) She disguised herself lest she was recognized.

b) She was disguised lest she should be recognized.

c) She disguised lest she be recognized.

d) She disguised herself lest she can be recognized.

উত্তর : b) She was disguised lest she should be recognized

ব্যাখ্যা: Lest এর পর সাবজেক্ট আসলে এর পর should ব্যবহৃত হয়। 

32. Choose the correct sentence :

a) No sooner had he graduated he got a job

b) No sooner had he graduated than he got a job

c) No sooner had he graduated then he had got a job

d) No sooner he has graduated he got a job

উত্তর : b) No sooner had he graduated than he got a job

ব্যাখ্যা: No sooner ........thanএই coordinating conjunction টি ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য হলো b) No sooner had he graduated than he got a job. 

33. What is the noun form of the word ' defer '?

a) Defer

b) Deferment

c) Difference

d) Different

উত্তর : b) Deferment

ব্যাখ্যা: Defer ( মুলতবি করা, স্থগিত করা ) এর noun form হলো Deferment (বিলম্বন, স্থগিতকরণ)। 

34. What is the verb form of the word ' acquisition' ?

a) Acquiesce

b) Acquisition

c) Acquire

d) Aquifer

উত্তর : c) Acquire

ব্যাখ্যা: Acquisition (গ্রহণ, অর্জন ) এর verb form হলো Acquire অর্জন করা।

35. What is the synonym of word ' Erudite'

a) Knowledgeable

b) Angry

c) Illiterate

d) Smart

উত্তর : a) Knowledgeable

ব্যাখ্যা: Erudite এবং Knowledgeable পরস্পর সমার্থক শব্দ কারণ তাদের অর্থ পাণ্ডিত্বপূর্ণ। 

 36. Choose the correct translation of the sentence :

"You should fight shy of an evil company."

a) তোমার খারাপ সংস্থা থেকে দূরে থাকা উচিত। 

b) তোমার খারাপ সংস্থার লোকজনদের সাথে মারামারি করা উচিত।

c) তোমার বাজে লোকদের সাথে মারামারি করা উচিত। 

d) তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত। 

উত্তর : d) তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত। 

ব্যাখ্যা: Fight shy of somebody  অর্থ কাউকে এড়িয়ে চলা। তাই প্রদত্ত বাক্যটির অর্থ : তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত। 

37.Choose the correct spelling

a) Onomatopoeia 

b) Ontamatopea 

c) Onatomotopiea 

d) Anotomatopia 

উত্তর : a) Onomatopoeia 

ব্যাখ্যা: সঠিক বানানযুক্ত শব্দ হলো Onomatopoeia যার অর্থ ধ্বনাত্বক শব্দ বা শব্দগঠন। 

38. I am (feeling under the weather). What does the underlined phrase means ?

a) Feeling very cold

b) Traumatized

c) Showing sign of torture

d) Feeling slightly ill

উত্তর : d) Feeling slightly ill

ব্যাখ্যা: feeling under the weather অর্থ সামান্য অসুস্থ বোধ করা। ফ্রেজটির অর্থ প্রকাশ পায় Feeling slightly ill দ্বারা। 

39. I would have made sure Rana was here..........were coming.

a) if I have known you

b) if I knew you

c) if I had known you

d) when I had known

উত্তর : c) if I had known you

ব্যাখ্যা: রেজাল্ট ক্লজে sub+ would+ have +verb এর pp ব্যবহৃত হলে if clause টি past perfect tense এ ব্যবহৃত হয়। 

40. Choose the correct sentence

a) The kids like to watch cartoons and eating chocolates.

b) The kid likes watching cartoons and to eat chocolates.

c) The kid likes watching cartoons and eating chocolates.

d) The kid like watching cartoons and eating chocolates.

উত্তর : c) The kid likes watching cartoons and eating chocolates.

ব্যাখ্যা: সাবজেক্ট 3rd person singular number হওয়ায় sub এর পর singular verb ব্যবহৃত হবে। আর like এর পর verb এর রূপ  gerund বা infinitive  ব্যবহৃত হয় তবে like-এর পর and এর পর দুই দিকেই verb-এর একই রূপ ব্যবহৃত হবে।




গণিত:

https://drive.google.com/file/d/1a3UP3IurjQqovx4w4VoUES6S3FTGQQEa/view


পদ্মা:

পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুরমাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। এই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়।[৩]

পদ্মা সেতুর নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। দুই স্তর বিশিষ্ট ইস্পাত ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু, স্প্যান সংখ্যা ও মোট দৈর্ঘ্য উভয়ের দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং ১২০ মিটার (৩৯০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু।[১১]

সেতুটি চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।





Comments