dudok constable exam mcq

                                                             দুর্নীতি দমন কমিশন

                                    কন্সটেবল  পদের পরীক্ষা                 পূর্ণমান: ৭০

{ ২৩.০৯. ২০২২ শুক্রবার }

Dowbload pdf: https://drive.google.com/file/d/1pocpR2LO0KlOCrpOOgGP902KM2RQB0ui/view?usp=sharing


বাংলা: 

প্রশ্ন: বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার প্রথম কবি?

উঃ বিহারীলাল চক্রবর্তী।

প্রশ্ন: বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নির্দশন কি?

উঃ শ্রীকৃষ্ণ কীর্তন।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তনকাব্য কে রচনা করেন?

উঃ বড়– চন্ডীদাস।

প্রশ্ন: শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন যুগের নিদর্শন?

উঃ চৈতন্যপূর্ব যুগ।

প্রশ্ন: বড়– চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে উদ্ধার করেন?

উঃ বসন্তরঞ্জন রায়, ১৯০৯।

প্রশ্ন: আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে ?

উঃ ১৮০১ সাল থেকে।

প্রস্তুতিপর্বঃ ১৮০০-১৮৬০,

বিকাশপর্বঃ ১৮৬০-১৯০০,

রবীন্দ্রপর্বঃ ১৯০০-১৯৩০,

রবীন্দ্রোত্তরঃ ১৯৩০-১৯৪৭

প্রশ্ন: বাংলাদেশের লোক সাহিত্যের বিখ্যাত গবেষক কে?

উঃ আশরাফ সিদ্দিকী।

প্রশ্ন: রূপকথা কে সংগ্রহ করেছিলেন?

উঃ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?

উঃ তিনটি। (প্রাচীন যুগ, মধ্যযুগ ও অধুনিক যুগ)

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ৬৫০-১২০০ সাল পর্যন্তু।

প্রশ্ন: মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃৃত ছিল?

উঃ ১২০১-১৮০০ সাল পর্যন্তু।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?

উঃ বৈদিক ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?

উঃ সপ্তম শতাব্দী।

প্রশ্ন: পানিনি রচিত গ্রন্থের নাম কি?

উঃ ব্যাকরণ অষ্টাধয়ী।

প্রশ্ন: পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?

উঃ সংস্কৃত ভাষা।

প্রশ্ন: বাংলা ভাষার মূল উৎস কোনটি?

উঃ বৈদিক।

প্রশ্ন: বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?

উঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

প্রশ্ন: বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?

উঃ ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠী।

প্রশ্ন: বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান তিনটি ধারা কি কি?

উঃ প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য।

প্রশ্ন: কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?

উঃ আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন।

প্রশ্ন: কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উঃ ব্যাকরণবিদ পানিনির হাতে।

প্রশ্ন: সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?

উঃ খ্রিষ্টপূর্ব ৪০০ দিকে।

প্রশ্ন: কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে?

উঃ খ্রিষ্টপূর্ব ৮০০ খ্রীঃ দিকে বৈদিক ভাষা বির্বতনকালীণ সময়ে জনসাধারন যে ভাষায় নিত্য নতুন কথা বলত।

প্রশ্ন: প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?

উঃ অপভ্রংশ।

প্রশ্ন: সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভর কোন অপভ্রংশ থেকে কোন সময় কালে?

উঃ পূর্ব ভারতে প্রচলিত মাগবী অপভ্রংশ এবং খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়।

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?

উঃ গৌড় অপভ্রংশ থেকে।

প্রশ্ন: কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?

উঃ মাগধী প্রাকৃত।

প্রশ্ন: প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?

উঃ তিনটি।

প্রশ্ন: বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?

উঃ তিনটি।

প্রশ্ন: বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?

উঃ হিন্দ-ইউরোপী গোষ্ঠীর।

প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?

উঃ খ্রিষ্টিয় দশম শতকের কাছাকাছি সময়ে।

প্রশ্ন: ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়?

উঃ প্রাচীন গ্রন্থ ঋগে¦দের মন্ত্রগুলোতে।

প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?

উঃ আধুনিক যুগে।

প্রশ্ন: ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?

উঃ পাঁচ হাজার বছর।

প্রশ্ন: আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?

উঃ বৈদিক ও সংস্কৃত ভাষা।

প্রশ্ন: কোন যুগে বাংলা লিপির গঠনকার্য স্থায়ীরূপ লাভ করে?

উঃ প্রাচীন যুগে।

প্রশ্ন: বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম কি ?

উঃ শ্রীরামপুর মিশন।

প্রশ্ন: কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৮০০ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন: বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভদ ঘটেছে ?

উঃ সিংহলী, শ্যামী, নবদ্বীপি, তিব্বতী ইত্যাদি।

প্রশ্ন: বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?

উঃ খ্রিঃ দশম ও একাদশ শতাব্দীর মধ্যে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্নমালা থেকে বাংলা বর্নমালার উৎপত্তি ?

উঃ পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে।

প্রশ্ন: ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি?

উঃ খরোষ্ঠী লিপি।

প্রশ্ন: ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি?

উঃ দুইটি।

প্রশ্ন: খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?

উঃ সম্রাট অশোক।

প্রশ্ন: বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে?

উঃ কুটিল লিপি।

প্রশ্ন: চর্যাপদ কোন যুগের নিদর্শন?

উঃ আদি/ প্রাচীন যুগ।

প্রশ্ন: চর্যাপদের পুঁথিকে কোথা কে এবং কখন আবিস্কার করেন?

উঃ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭।

প্রশ্ন: চর্যাপদের রচনা কাল কত?

উঃ সপ্তম -দ্বাদশ শতাব্দী।

প্রশ্ন: চর্যাপদ কোন ভাষায় রচিত হয়?

উঃ বঙ্গকামরুপী ভাষায়।

প্রশ্ন: চর্যাপদ কোথায় পাওয়া যায়?

উঃ নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে।

প্রশ্ন: টীকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি ?

উঃ আশ্চর্য চর্যাচয়।

প্রশ্ন: নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেযা হয়েছে ?

উঃ চর্যাচর্য বিনিশ্চয়।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যা হয় নি ?

উঃ ১১ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?

উঃ ২৪, ২৫, ৪৮ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?

উঃ ২৩ সংখ্যক পদ।

প্রশ্ন: চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?

উঃ ১৯১৬ সালে।

প্রশ্ন: চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?

উঃ ৫১ টি।

প্রশ্ন: চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিস্কার করেন?

উঃ ডঃ প্রবোধচন্দ্র বাগচী।

প্রশ্ন: চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়?

উঃ পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার।

প্রশ্ন: ডঃ সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদে ভাষা বাংলা বলে প্রমান করেন?

উঃ ১৯২৬ সালে।

প্রশ্ন: চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি?

উঃ চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়।

প্রশ্ন: চর্যাপদ কোন ছন্দে রচিত ?

উঃ মাত্রাবৃত্তে ছন্দে।

প্রশ্ন: বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?

উঃ মুন্ডা ভাষার।

প্রশ্ন: কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?

উঃ ব্রহ্মী লিপি।

প্রশ্ন: ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি?

উঃ দুইটি ক. খরোষ্ঠী, খ. বাহ্মী।

প্রশ্ন: ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা বলে?

উঃ ব্রাহ্মী লিপি।

প্রশ্ন: চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন?

উঃ অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যয়।

প্রশ্ন: আধুনিকের পন্ডিতগণের মতে, নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি ?

উঃ চর্যাগীতি কোষ।

প্রশ্ন: চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারন কি?

উঃ তুর্কী আক্রমনকারীদের ভয়ে পন্ডিতগণ তাদের পুুথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরনার্থী হয়েছিলেন।

১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় – ১৭৫২মার্কিন ডলার

২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার – ৭.৬৫%

৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে?

১১মে, ২০১৮

৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?

= ১৬ মার্চ ,২০১৮।

৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?

=ডাকটাকা।

৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ?

= কক্সবাজার

7) বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?

= জয়েন্ট রেসপন্স প্ল্যান।

৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?

=লেবুখালী, পটুয়াখালী

৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর –

=কৃষ্ণা কুমারি কোহলি

১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?

= ডঃ মুবারক আহমদ খান।।।

১১) সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে?

উঃ- ইউনিক স্মার্টকার্ড

১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?

= ময়মনসিংহ

১৩। বাংলা সন কত?

= ১৪২৫

১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ?

5.68%

১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ”পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর কে?

= রুপম রায়।

১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?

= শাহেদা মুস্তাফিজ

১৭।জাতীয় ভোটার দিবস কবে ?

=১ মার্চ

১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?

=Abdulla Yamin.

১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?

= সিরিয়া।

২০) বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?

= আহমেদ জামাল

২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?

= ৫৩ (নতুন গাম্বিয়া)

২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছানো ”মঙ্গলযান” প্রেরনকারী দেশের নাম কী ?

=ভারত

২৩।বিশ্ব অটিজম দিবস কবে ?

=২রা এপ্রিল

২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?

= ১৮

২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?

=ওষুধ

২৬.কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন?

=২১ মার্চ ২০১৮।

২৭।কাঁকন বিবি কে কোন সালে “বীর প্রতীক” উপাধি দেয়া হয়?

= ১৯৯৬।।

২৮।কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?

= খাঁসিয়া।

২৯।৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?

= Frances McDormand

30। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?

=১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)

31। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?

=US Bangla Airline, মডেলঃ- ড্যাশ ৮- কিউ-৪০০(কোড নাম্বারঃ-এস-২ এজিইউ), ফ্লাইট নাম্বার-২১১

32। সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি?

=নেপাল

33। সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?

=১১৫তম

34। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?

=সিরিল রামাফোসা

35। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?

=১৮জন

36। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

=সোমালিয়া

37। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?

=গোলকোষ্ট, অস্ট্রেলিয়া

38। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন?

=Motor Neurone

39। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?

=সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।

40। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?

=রাশিদ খান (আফগানিস্তান)

41। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?

=বেজিং

42। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন?

= bumb-stock devices

43। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?

=সৌদি আরব

44। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে

=১৯ফেব্রুয়ারি (২০১৮)

45। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ – নিউজিল্যান্ড

46। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

=সুসান কাইফেল

47। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা - ২.৬ ডিগ্রী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

48। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?

=ওষুধ

49। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?

=ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।

50। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?

=জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।

৫১) চিরহরিৎ বনকে বলা হয় – চির সবুজ বন

৫২) চিরহরিৎ বনভূমির পরিমাণ – ১৪ হাজার বর্গ কি.মি

৫৩) প্রচুচুর বাঁশ ও বেত জন্মে – সিলেটে

৫৪) রাবার চাষ হয় – পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে

৫৫) ক্রান্তীয় পাতাঝরা অরণ্য – ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর ও রংপুর জেলায়

৫৬) শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায় – ক্রান্তীয় পাতাঝরা বনভূমির

৫৭) ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষ – শাল

৫৮) মধুপুর ভাওয়াল বনভূমি – ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে

৫৯) দিনাজপুরে এটি – বরেন্দ্র নামে পরিচিত

৬০) স্রোতজ বনভূমি- দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপকূলীয় বন

৬১) স্রোতজ বনভূমি প্রধানত জন্মে – সুন্দরবনে

৬২) বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ – ৪,১৯২ বর্গ কি.মি

৬৩) বাংলাদেশ সরকারে বিভাগ – ৩ টি

৬৪) আইনবিভাগের কাজ – আইন প্রনয়ন ও প্রচলিত আইনের সংশোধন

৬৫) আইন বিভাগের একটি অংশ – আইনসভা

৬৬) এপ্রিল মাসের গড় তাপমাত্রা – কক্সবাজার ২৭.৬৪ ডিগ্রী, নারায়ণগঞ্জে ২৮.৬৬ ডিগ্রী, রাজশাহীতে ৩০ ডিগ্রী

৬৭) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম

৬৮) কালবৈশাখী ঝড় আঘাত হানে – পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে

৬৯) প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয় – ১৯৯১ সালের ২৯ এপ্রিল

৭০) বাংলাদেশে বর্ষাকাল – জুন হতে অক্টোবর মাস

৭১) প্রচুর বৃষ্টিপাত হয় – জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে

৭২) বর্ষাকালে আবহাওয়া সর্বদা – উষ্ণ থাকে

৭৩) বর্ষাকালে গড় উষ্ণতা – ২৭ ডিগ্রী সে.

৭৪) বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়ে – জুন ও সেপ্টেম্বর মাসে

৭৫) বাংলাদেশের মোট বৃষ্টিপাতের – ৪/৫ ভাগ হয় হয় বর্ষাকালে

৭৬) বর্ষাকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয় – ৩৪০ ও ১১৯ সে.মি

৭৭) বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয় – পশ্চিম হতে পূর্ব দিকে

৭৮) বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমান –পাবনায় প্রায় ১১৪, ঢাকায় ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি

৭৯) বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় – মৌসুমী বায়ুর প্রভাবে

৮০) বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত – ২০০ সে.মি কম হয়

৮১) বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত – সিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সেমি, পটুয়াখালীতে ২০০ সেমি, চটগ্রামে ২৫০ সেমি, রাঙ্গামাটিতে ২৮০ সেমি এবং কক্সবাজারে ৩২০ সেমি।

৮২) জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি – ৪ মিমি থেকে ৬ মিমি ( হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)

৮৩) গত ৪ হাজার বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায় – প্রায় ১ কোটি ৫০ লাখ

৮৪) ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থান – ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায়

৮৫) বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারন – পাহাড় কাটা

৮৬) ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে – ১৫-২০ মিটার উঁচু হয়ে

৮৭) ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় – সুনামি

৮৮) ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে – ২০০৪ সালের ২৬ ডিসেম্বর

৮৯) বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে – টেকটনিক প্লেটের সংঘর্ষের কারনে

৯০) বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেন – ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ১৯৮৯ সালে

৯১) তিনি বলয় দেখিয়েছেন – ৩ টি

৯২) বলয়গুলোকে ভাগ করেছেন – প্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু

৯৩) এই বলয় সমূহকে বলা হয় – সিসমিক রিস্ক জোন

৯৪) বরেন্দ্রভূমি – নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত

৯৫) বরেন্দ্রভূমির আয়তন – ৯৩২০ বর্গ কি.মি

৯৬) প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা – ৬ থেকে ১২ মিটার

৯৭) বরেন্দ্র অঞ্চলের মাটি – ধূসর ও লাল বর্ণের

৯৮) মধুপুর ও ভাওয়ালের সোপানের আয়তন – ৪,১০৩ বর্গ কি.মি

৯৯) সমভূমি থেকে এর উচ্চতা – ৬থেকে ৩০ মিটার

১০০) মধুপুর ও ভাওয়ালের মাটি – লালচে ও ধূসর

১০১) লালমাই পাহাড় – কুমিল্লা শহর থেকে ৮ কি.মি পশ্চিমে

১০২) লালমাই পাহাড়ের আয়তন – ৩৪ বর্গ কি.মি

১০৩) এই পাহাড়ের উচ্চতা–২১ মিটার

১০৪) লালমাই পাহাড়ের মাটি- লালচে, এবং নুড়ি, বালি ও কংকর মিশ্রিত

১০৫) বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমি – প্রায় ৮০%

১০৬) প্লাবন সমভূমির আয়তন – ১,২৪,২৬৬ বর্গ কি.মি

১০৭) প্লাবন সমভূমি – দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ

১০৮) উপকূলীয় সমভূমি – নোয়াখালী, ফেনীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত

১০৯) স্রোতজ সমভূমি – খুলনা পটুয়াখালী ও বরগুনা জেলার কিয়দংশ

১১০) জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান – ৯ম

১১১) ২০০১ সালে জনসংখ্যা ছিল – ১২.৯৩ কোটি

(২০১৭সালে১৬৩,১৮৭,০০০­ জন প্রায়)

১১২) জনসংখ্যা বৃদ্ধির হার ছিল – ১.৪৮%

১১৩) বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৭ %

১১৪) আদমশুমারি ২০১১ অনুযায়ী জনসংখ্যা – ১৪.৯৭ কোটি (১৪,৯৭,৭২,৩,৬৪ জন)

১১৫) প্রতি বর্গকিলোমিটারে বাস করে – ১১০৬ জন

১১৬) জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম – পার্বত্য অঞ্চল ও সুন্দরবনে

১১৭) শীত গ্রীষ্মের তারতম্য বেশী – দেশের উত্তরাঞ্চলে

১১৮) বর্তমানে মাথাপিছু জমির পরিমান – ০.২৫ একর

১১৯) বাংলাদেশের জলবায়ু – ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

১২০) বাংলাদেশে শীতকাল- নভেম্বর থেকে ফেব্রুয়ারি

১২১) শীতকালে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ২৯ ডিগ্রী ও ১১ ডিগ্রী সে.

১২২) বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি

১২৩) জানুয়ারি মাসের গড় তাপমাত্রা – ১৭.৭ ডিগ্রী সে.

১২৪) জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রা – দিনাজপুরে ১৬.৬

১২৫) বাংলাদেশে গ্রীষ্মকাল – মার্চ থেকে মে মাস

১২৬) গ্রীষ্মকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা – ৩৮ এবং ২১ ডিগ্রী সে.

১২৭) উষ্ণতম মাস – এপ্রিল মাস

১২৮) মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন – ১৯৩৭ সালে

১২৯) ব্রিটিশ শাসনের অবসান হয় – ১৯৪৭ সালের ১৪ আগষ্ট

১৩০) মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাবের বিরোধীতা করেন – শেরে বাংলা এ.কে. ফজলুল হক

১৩১) চৌধুরী খালেকুজ্জামান পাকিস্তানের রাষ্ট্র ভাষা উর্দু করার দাবি করেন – ১৯৪৭ সালের ১৭ মে

১৩২) চৌধুরী খালেকুজ্জামান এর প্রস্তাবের বিরোধীতা করেন – ড. মুহাম্মদ শহীদুল্লাহ এবং ড. এনামুল হক

১৩৩) ‘ গণ আজাদী লীগ’ গঠিত হয় – ১৯৪৭ সালে কারুদ্দিন আহমদের নেতৃত্বে

১৩৪) গণ আজাদী লীগের দাবি ছিল – মাতৃভাষায় শিক্ষা দান

১৩৫) তমদ্দুন মজলিশ গঠিত হয় – ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর

১৩৬) তমদ্দুন মজলিশ গঠিত হয় – অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে

১৩৭) ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে – তমদ্দুন মজলিশ

১৩৮) উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র ভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয় – ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে

১৩৯) বাংলাকে উর্দু ও ইংরেজির পাশাপাশি পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবি জানান – ধীরেন্দ্রনাথ দত্ত ( ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি)

১৪০) সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় – ১৯৪৮ সালের ২ মার্চ

১৪১) বাংলা ভাষা দাবি দিবস পালনের ঘোষণা দেয় যে তারিখকে – ১৯৪৮ সালে ১১ মার্চকে

১৪২) পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ ( বর্তমান ছাত্র লীগ) গঠিত হয় – ১৯৪৮ সালের ৪ জানুয়ারি

১৪৩) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৪৮ সালের ১৫ মার্চ

১৪৪) ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় – মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে

১৪৫) মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষার করার কথা ঘোষণা দেন – ১৯৪৮ সালের ২১ মার্চ

১৪৬) খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি পল্টন ময়দানে

১৪৭) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুন ভাবে গঠিত হয় – ১৯৫২ সালের ৩০ জানুয়ারি ( আবদুল মতিন আহবায়ক)

১৪৮) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কর্মসূচি পালনের পরামর্শ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৪৯) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি – সকাল ১১ টায় সভা অনুষ্ঠিত হয়

১৫০) ২১ ফেব্রুয়ারির সভা অনুষ্ঠিত হয় – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায়

এরকম আরো গুরত্বপূর্ন সব পোস্ট সাথে সাথে পেতে আমাদের ফেসবুক পেইজে দিয়ে রাখুন।

১৫১) সভায় সিদ্ধান্ত হয় – ১০ জন করে মিছিল করবে

১৫২) শহীদ শফিউর মৃত্যুবরণ করেন – ১৯৫২ সালের ২২ফেব্রুয়ারি

১৫৩) প্রথম শহীদ মিনার নির্মান করা হয় – ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে

১৫৪) প্রথম শহীদ মিনার উদ্বোধন – ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি

১৫৫) প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন – ভাষা শহীদ শফিউরের পিতা

১৫৬) একুশে ফ্রব্রুয়ারির উপর প্রথম কবিতা লেখেন – চট্টগ্রামের কবি মাহবুব উল আলম

১৫৭) ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম – কাঁদতে

আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি

১৫৮) আলাউদ্দিন আল আজাদ রচনা করেন – স্মৃতির মিনার কবিতাটি

১৫৯) ভাষা আন্দোলনের গান – আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ( আব্দুল গাফফার চৌধুরী)

১৬০) আব্দুল লতিফ রচনা করেন – ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

১৬১) মুনীর চৌধুরী ঢাকা জেলে বসে রচনা করেন – কবর নাটক

১৬২) জহির রায়হান রচনা করেন – আরেক ফাল্গুন উপন্যাস

১৬৩) বাংলাকে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত করে – ১৯৫৬ সালে

১৬৪) বাঙ্গালীর পরিবর্তী সব আন্দোলনের প্ররণা দিয়েছিল – ১৯৫২ সালের ভাষা আন্দোলন

১৬৫) শহীদ দিবস পালন শুরু হয় – ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে

১৬৬) শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – UNESCO

১৬৭) ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

১৬৮) পৃথিবীতে ভাষা রয়েছে – ৬০০০ এর বেশি

১৬৯) পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় – ১৯৪৯ সালের ২৩ জুন

১৭০) গঠনের স্থান – ঢাকার রোজ গার্ডেন

১৭১) সভাপতি ছিলেন – মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

১৭২) সাধারণ সম্পাদক ছিলেন – শামসুল হক ( টাঙ্গাইল)

১৭৩) যুগ্ন সম্পাদক ছিলেন – শেখ মুজিবুর রহমান

১৭৪) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ ছিল – আওয়ামী লীগের

১৭৫) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নামকরন করা হয় – ১৯৫৫ সালে

১৭৬) যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয় – ১৯৫৩ সালের ১৪ নভেম্বর

১৭৭) যুক্তফ্রন্ট গঠিত হয় – ৪ টি দল নিয়ে

১৭৮) যুক্তফ্রন্টের ইশতেহার ছিল – ২১ টা

১৭৯) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৫৪ সালের মার্চে

১৮০) পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসনছিল – ২৩৭ টি

১৮১) যুক্তফ্রন্ট আসন লাভ করে – ২২৩ টি

১৮২) ২১ দফার প্রথম দফা ছিল – বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা

১৮৩) যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন – এ.কে ফজলুল হক ( ১৯৫৪ সালের ৩ এপ্রিল)

১৮৪) যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল – ৫৬ দিন

১৮৫) যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে – ১৯৫৪ সালের ৩০ মে

১৮৬) বরখাস্ত করেন – গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ

১৮৭) বরখাস্তের ইস্যু ছিল – আদমজি ও কর্ণফুলি কাগজ কলে বাঙ্গালিঅবাঙ্গা লি দাঙ্গা।

১৮৮) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয় – ইপিআর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে

১৮৯) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে প্রচার করেন – ২৬ মার্চ দুপুর ও সন্ধ্যায় এম, এ, হান্নান

১৯০) মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন – ২৭ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে

১৯১) বাঙ্গালী পাকিস্তানের শাসনের অধীনে ছিল- ২৪ বছর

১৯২) মেহেরপুর জেলার অন্তর্গত – বৈদ্যনাথ তলাএবং আম্রকানন

১৯৩) বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর

১৯৪) মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল

১৯৫) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল

১৯৬) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল

১৯৭) মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৯৮) উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম

১৯৯) প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ

২০০) অর্থমন্ত্রী – এম. মনসুর আহমদ

২০১)মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী – এ.এইচ. এম. কামারুজ্জামান

২০২) মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী – খন্দকার মোশতাক আহমেদ

২০৩) মুজিব নগর সরকারের শপথবাক্য পাঠ করান – অধ্যাপক ইউসুফ আলী

২০৪) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন – কর্ণেল ( অব.) এম.এ. জি ওসমানী

২০৫) মুজিব নগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল – মুক্তিযুদ্ধ পরিচালনা ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত সৃষ্টি করা

২০৬) মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছির – ১২ টি

২০৭) মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন – বিচারপতি আবু সাঈদ চৌধুরী

২০৮) বাংলাদেশে কয়টি সামরিক জোনে ভাগ করা হয় – ৪ টি ( ১৯৭১ সাল ১০ এপ্রিল)

২০৯) ৪ সামরিক জোনে ছিলেন – ৪ জন সেক্টর কমান্ডার

২১০) ১১ এপ্রিল পুনঃরায় ভাগ করা হয় – ১১ টি সেক্টরে

২১১) মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স ছিল – ৩ টি

২১২) কাদেরীয়া বাহিনী ছিল – টাঙ্গাইলের

২১৩) ইপিআর – ইষ্ট পাকিস্তান রাইফেল

২১৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা যায় – গণযুদ্ধ বা জনযুদ্ধ

২১৫) ভারতে শরার্থী ছিল – ১ কোটি

২১৬) বুদ্ধিজীবীদের হত্যাকরা হয় – ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর

২১৭) ১১ দফা আন্দোলন হয়েছিল – ১৯৬৮ সালে

২১৮) ১৯৭১ সালের মার্চ মাসে চলছিল – বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন

প্রাইমারি নিয়োগ প্রস্তুতি - যারা বেশি পড়তে পারেন নি তারা এই টপিকগুলো দ্রুত শেষ করে ফেলুন

কিভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে ? দেখে নিন !

২১৯) মুজিবনগর সরকারের অধীনে ” পরিকল্পনা সেল ” গঠন করে – পেশাজীবীরা

২২০) মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারান – প্রায় তিন লক্ষ নারী

২২১) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন – চট্টগ্রাম বেতারের শিল্পী ও সংস্কৃতিনকর্মীরা

২২২) ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় – ৬ ডিসেম্বর১৯৭১

২২৩) মুক্তি বাহিনী ও ভারতীয় বাহিনী মিলে গঠিত হয় – যৌথ কমাণ্ড

২২৪) মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের প্রধান কেন্দ্র ছিল – লন্ডন

২২৫) কনসার্ট ফর বাংলাদেশ এর শিল্পী ছিলেন – জর্জ হ্যারিসন

২২৬) কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় – যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক শহরে ( ৪০০০০ লোক ছিল)

২২৭) স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহন করে – ১৯৭১ সালের ২২ ডিসেম্বর

২২৮) বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন – ১৯৭২ সালের ১০ জানুয়ারি

২২৯) অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ১১ জানুয়ারি

২৩০) অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৩১) গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় – ১৯৭২ সালের ১০ এপ্রিল

২৩২) সংবিধান প্রনয়ণ কমিটির সদস ছিলেন – ৩৪ জন

২৩৩) সংবিধান কমিটি খসড়া সংবিধান পেশ করেন – ১৯৭২ সালের ১২ অক্টোবর

২৩৪) সংবিধান গণ পরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর

২৩৫) বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে

২৩৬) সংবিধানের মূলনীতি – ৪ টি

২৩৭) বাংলাদেশ গণ পরিষদ আদেশ জারি করা হয় – ১৯৭২ সালের ২৩ মার্চ

২৩৮) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন – ড. কুদরত এ খুদা কমিশন

২৩৯) বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৩ সালের ৭ মার্চ

২৪০) বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল – সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়

২৪১) প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতি দান করে – ১৪০ টি দেশ

২৪২) চট্টগ্রাম বন্দরের মাইনমুক্ত করার বিষয়ে সহযোগিতা করে – সোভিয়েত ইউনিয়ন

২৪৩) ভারতীয় বাহিনী বাংলাদেশ ছাড়ে – ১৯৭২ সালের মার্চে

২৪৪) বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় – ১৯৭২ সালে

২৪৫) জাতিসংঘের সদস্যপদ লাভ করে – ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

২৪৬) জাতি সংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২৪৭) বঙ্গবন্ধু পুরষ্কার পান – জুলিও কুরি শান্তি পদক

২৪৮) জুলিও কুরি পদক দেয় – বিশ্বশান্তি পরিষদ

২৪৯) সংবিধান কমিটির প্রধান ছিলেন – ড. কামাল হোসেন

২৫০) সংবিধান প্রণয়ণ কমিটিতে মহিলা সদস্য ছিলেন – ১ জন

২৫১) বাংলাদেশের সংবিধান প্রনয়ণে সময় লাগে – ১০ মাস

২৫২) বাংলাদেশ সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়

২৫৩) সংবিধানে ন্যায়পাল সৃষ্টির কথা বলা হয়েছে – ৭৭ নং অনুচ্ছেদে

২৫৪) বীরঙ্গনাদের সরকার ” নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় – ২০১৬ সালের ২৯ জানুয়ারি

২৫৫) সর্বজনীন ভোটাধিকারের নীতি – এক ব্যক্তি এক ভোট নীতি

২৫৬) সুপ্রীম কোর্ট বাতিল করে সংবিধানের – ৫ম, ৭ম ও ১৩ দশ সংশোধনী

২৫৭) জাতীয় শোক দিবস – ১৫ আগষ্ট

২৫৮) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ১৫ আগষ্ট

২৫৯) জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করা হয় – ১৯৭৫ সালে ২২ আগষ্ট

২৬০) রাজনৈতিক দল ও কার্যকলাপ নিষিদ্ধ করা হয় – ১৯৭৫ সালের ৩১ আগষ্ট

২৬১) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন – খন্দকার মোশতাক আহমেদ

২৬২) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় – ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর

২৬৩) খালেদ মোশাররফ এর নেতৃত্বে সেনা অভ্যুথান হয় -১৯৭৫ সালের ৩ নভেম্বর

২৬৪) জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ৩ নভেম্বর

২৬৫) বাংলাদেশে সেনা শাসন আমল – ১৯৭৫ সালের ১৫ আগষ্টের পর থেকে ১৯৯০ পর্যন্ত

২৬৬) গণতন্ত্রের যাত্রা শুরু হয় – ১৯৯১ সালে

২৬৭) জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন – ২ নং সেক্টরের

২৬৮) জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন – ১৯৭৭ সালের ২১ এপ্রিল

২৬৯) রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৮ সালের ৩ জুন

২৭০) বাংলাদেশের ২য় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি

২৭১) সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ বলে সুপ্রীম কোর্ট রায় দেন – ২০০৮ সালে

২৭২) সার্ক গঠনের উদ্যেগক্তা – জিয়াউর রহমান

২৭৩) রাষ্টপতি জেনারেল জিয়াউর রহমান নিহত হন – ১৯৮১ সালের ৩১ মে

২৭৪) জিয়াউর রহমানের সামরিক শাসন ছিল – সাড়ে ৫ বছর

২৭৫) জেনারেল এরশাদ রাষ্টপতি হন – ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর

২৭৬) রাষ্টপতি এরশাদ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ

২৭৭) সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম বিক্ষোভ হয় – ১৯৮৩ সালে

২৭৮) গণ আন্দোলন হয় – ১৯৯০ সালে

২৭৯) জেনারেল এরশাদ পদত্যাগ করেন – ১৯৯০ সালের ৬ ডিসেম্বর

২৮০) এরশাদ ক্ষমতা দখল করেন – ১৯৮২ সালের ২৪ মার্চ

২৮১) ঘরোয়া রাজনীতির অনুমতি দেয়া হয় – ১৯৮৩ সালের ১ এপ্রিল

২৮২) ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৩ সালে

২৮৩) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে

২৮৪) এরশাদ গণভোটের আয়োজন করেন – ১৯৮৫ সালের ২১ মার্চ

২৮৫) উপজেলা পদ্ধতি চালু করেন – এরশাদ

২৮৬) উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৮৫ সালের ১৬ ও ২১ মে

২৮৭) বাংলাদেশের ৩য় জাতীয় সংসদ নির্বাচন হয় – ১৯৮৬ সালের ৭ মে

২৮৮) ৪র্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয় – ১৯৮৮ সালের ৩ মার্চ

২৮৯) জেনারেল এরশাদের শাসন আমল – ৯ বছর

২৯০) প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

২৯১) নুর হোসেন শহীদ হন – স্বৈরাচার বিরোধি আন্দোলন ১৯৮৭ সালের ১০ নভেম্বর

২৯২) এরশাদ জরুরি অবস্থা ঘোষণা করেন – ১৯৮৭ সালের ২৭ নভেম্বর

২৯৩) সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় – ১৯৯০ সালের ১০ অক্টোবর ( ২২ টি ছাত্র সংগঠন)

২৯৪) ডা. সামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যান – ১৯৯০ সালের ২৭ নভেম্বর

২৯৫) ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি

২৯৬) তত্ববধায়ক সরকারে বিল সংসদে পাশ হয় – ১৯৯৬ সালের ২৬ মার্চ

২৯৭) তত্তবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন – বিচারপতি হাবিবুর রহমান

২৯৮) তত্ববধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় – ১২ জুন ১৯৯৬ সালে ( ৭ম জাতীয় নির্বাচন)

২৯৯) ৮মম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় – ২০০১ সালের ১ অক্টোবর

৩০০) বাংলাদেশে ১/ ১১ এর সময় কাল – ২০০৭ সাল

৩০১) ৮ম জাতীয় সংসদ নির্বাচন হয় – ২০০৮ সালের ২৯ ডিসেম্বর

৩০২) ১৯৭২ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার ছিল – ৭০%

৩০৩) ৪০ বছরে দারিদ্যের হার কমেছে – ৩০%

৩০৪) ৪ দশকে শিশু মৃত্যু হার কমেছে -প্রতি হাজারে ১৮৫ থেকে ৪৮

৩০৫) বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রনীত হয় – ২০১০ সালে

৩০৬) পারিবারিক সংহিংসতা ও সুরক্ষা আইন – ২০১০ সালে প্রণীত হয়

৩০৭) জাতীয় খাদ্য নীতি – ২০০৬ সালে

৩০৮) জাতীয় শিশু নীতি প্রণীত হয় – ২০১১ সালে

৩০৯) জাতীয় শিশু নীতি ২০১১ অনুযায়ী শিশু বলে বিবেচিত হবে -১৮ বছরের কম বয়সী সব ব্যক্তি

৩১০) বাংলাদেশ পলল গঠিত – আদ্র অঞ্চল

৩১১) বাংলাদেশের পাহাড়ী অঞ্চল – উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বে

৩১২) উঁচু ভুমির অবস্থান – উত্তর পশ্চিমাংশে

৩১৩) বাংলাদেশের ভূ প্রকৃতি – নিচু ও সমতল

৩১৪) দক্ষিণ এশিয়ার বড় নদী – ৩ টি( গঙ্গা, ব্রক্ষপুত্র, মেঘনা)

৩১৫) বাংলাদেশের অবস্থান – এশিয়া মহাদেশের দক্ষিণে

৩১৬) বাংলাদেশের অবস্থান – ২০.৩৪“ উত্তর অক্ষরেখা থেকে ২৬.৩৮” উত্তর অক্ষরেখার মধ্যে

৩১৭) দ্রাঘিমা রেখা – ৮৮.০১” থেকে ৯২.৪১” পূর্ব দ্রাঘিমা

৩১৮) বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে – কর্কটক্রান্তি রেখা ( ২৩.৫”)

৩১৯) বাংলাদেশের উত্তরে – পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম

৩২০) পূর্বে – আসাম, ত্রিপুরা, মিজোরাম,মায়ানমার

৩২১) দক্ষিণে – বঙ্গোপসাগর

৩২২) মোট আয়তন – ১,৪৭,৬১০ কি.মি.।

৩২৩) পৃথিবীর বৃহত্তম ব দ্বীপ – বাংলাদেশ

৩২৪) বাংলাদেশের ভু খন্ড – উত্তর থেকে দক্ষিণে ঢালু

৩২৫) বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল – এক বিস্তীর্ন সমভূমি

৩২৬) ভূ প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশ ভাগ করা হয় – ৩ টি শ্রেণীতে

৩২৭) টারশিয়ারে যুগের পাহাড়সমূহ – মোট ভূমির প্রায় ১২%

৩২৮) হিমালয় পর্বত উথিত হয় – টারশিয়ারি যুগে

৩২৯) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ – রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পূর্বাংশ

৩৩০) দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা – ৬১০ মিটার

৩৩১) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ – তাজিনডং ( বিজয়)

৩৩২) বিজয়ের উচ্চতা – ১২৩১ মিটার

৩৩৩) বিজয় – বান্দরবানে অবস্থিত

৩৩৪) বাংলাদেশের ২য় সর্বোচ্চ শৃঙ্গ – কিওক্রাডং( ১২৩০ মি)

৩৩৫) আরো দুটি পাহাড় – মোদকমুয়াল ( ১০০০মি.), পিরামিড( ৯১৫মি)

৩৩৬) এই পাহাড় গুলো গঠিত – বেলে পাথর, কর্দম, শেল পাথর দ্বারা

৩৩৭) উত্তর উত্তরপূর্বাঞ্চলের পাহাড়সমূহ – ময়মনসিংহ, নেত্রকোনার উত্তরাংশ, সিলেটের উত্তর উত্তর পূর্বাংশ, মৌলভী বাজার, হবিগঞ্জের দক্ষিনের পাহাড়

৩৩৮) পাহাড় গুলোর উচ্চতা – ২৪৪ মিটার

৩৩৯) উত্তরের পাহাড়গুলো – টিলা নামে পরিচিত

৩৪০) টিলার উচ্চতা – ৩০ থেকে ৯০ মিটার

৩৪১) এ অঞ্চলের পাহাড় সমূহ – চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া

৩৪২) প্লাইস্টোসিন কালের সোপান – দেশের মোট ভূমির ৮% নিয়ে গঠিত

৩৪৩) প্লাইস্টোসিন কাল বলা হয় – আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে

৩৪৪) প্লাইস্টোসিন কালের সোপিনসমূহ – ৩ ভাগে বিভক্ত

৩৪৫) বাংলাদেশে ছোট বড় নদী রয়েছে -৭০০ টি

৩৪৬) নদীর গুলোর আয়তন দৈর্ঘ্যে – ২২,১৫৫ কি.মি

৩৪৭) পদ্মা নদী ভারতে পরিচিত – গঙ্গা নামে

৩৪৮) পদ্মা নদীর উৎপত্তিস্থল – হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে

৩৪৯) গঙ্গা বাংলাদেশে প্রবেশ করে – রাজশাহী জেলা দিয়ে

৩৫০) পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয় – গোয়ালন্দে

৩৫১) ব্রক্ষপুত্রের প্রধান ধারা – যমুনা নদী

৩৫২) পদ্মা নদী মেঘনার নাথে মিলিত হয় – চাঁদপুরে

৩৫৩) গঙ্গা পদ্মা বিধৌত অঞ্চলের পরিমান – ৩৪, ১৮৮ বর্গ কি.মি

৩৫৪) পদ্মার শাখা নদী সমূহ – ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ

৩৫৫) ব্রক্ষপুত্রের উৎপত্তি – তিব্বতের মানস সরোবর

৩৫৬) বক্ষপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে – কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে

৩৫৭) ১৭৮৭ সালের আগে ব্রক্ষপুত্রের প্রধান ধারাটি প্রবাহিত হতো – ময়মনসিংহের মধ্যে দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে

৩৫৮) ব্রক্ষপুত্র নদের গতি পরিবর্তিত হয় – ১৭৮৭ সালের ভূমিকম্পে

৩৫৯) যমুনা নদীর শাখা নদী – ধলেশ্বরী

৩৬০) ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা

৩৬১) যমুনা নদীর উপনদী সমূহ – ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই

৩৬২) গঙ্গার সঙ্গমস্থল পর্যন্ত ব্রক্ষপুত্রের দৈর্ঘ্য – ২৮৯৭ কি.মি এবং আয়তন – ৫,৮০,১৬০ বর্গ কি.মি এবং এর ৪৪,০৩০ বর্গ কি.মি বাংলাদেশের

৩৬৩) সুরমা ও কুশিয়ারা নদী মিলনে উৎপত্তি – মেঘনা নদী

৩৬৪) সুরমা ও কুশিয়ার উৎপত্তি- আসামের বরাক নদী নাগা- মণিপুর অঞ্চলে

৩৬৫) সুরমা ও কুশিয়ারা নদী বাংলাদেশে প্রবেশ করে – সিলেট জেলা দিয়ে

৩৬৬) সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় – সুনামগঞ্জের আজমিরিগঞ্জে এবং কালনী নামে দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারন করে

৩৬৭) মেঘনা পুত্রের সাথে মিলিত হয় – ভৈরব বাজারের কাছে

৩৬৮) বুড়িগঙ্গা, ধলেশ্বরী, ও শীতলক্ষ্যা মেঘনার সাথে মিলিত হয় – মুন্সিগঞ্জে

৩৬৯) মেঘনার শাখা নদী – মুন, তিতাস, গোমতী, বাউলাই।

৩৭০) বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী – কর্ণফুলী

৩৭১) কর্ণফুলি নদীর উৎপত্তি – লুসাই পাহাড়ে

৩৭২) কর্ণফুলির দৈর্ঘ্য – ৩২০ কি.মি

৩৭৩) কর্ণফুলির প্রধান উপনদী – কাপ্তাই, হালদা, কাসালাং, রাঙখিয়াং

৩৭৪) বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর – চট্টগ্রাম কর্ণফুলির তীরে অবস্থিত

৩৭৫) তিস্তা নদীর উৎপত্তি – সিকিমের পার্বত্য অঞ্চল

৩৭৬) তিস্তা নদী – ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ডিমলা অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে

৩৭৭) তিস্তা নদীরর গতিপথ পরিবর্তিত হয় – ১৯৮৭ সাল

১) সামরিক শাসন জারি করা হয় – ১৯৫৮ সালের ৭ অক্টোবর

৩৭৮) আইয়ুব খান ক্ষমতা দখল করেন – ১৯৫৮ সালের ২৭ অক্টোবর

৩৭৯) মৌলিক গণতন্ত্র চালু করেন – আইয়ুব খান

৩৮০) আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয় – ১৯৬১ সালে

৩৮১) ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে – ১৯৬২ সালে

৩৮২) ভারত পাকিস্তান যুদ্ধ হয় – ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর

৩৮৩) ভারত পাকিস্তান যুদ্ধ চলে – ১৭ দিন

৩৮৪) বাঙ্গালি জাতির মুক্তির সনদ – ৬ দফা দাবি

৩৮৫) ৬ দফা দাবি উথাপন করেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৮৬) ৬ দফা দাবি উথাপন করা হয় – ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি

৩৮৭) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল – ৩৫ জন

৩৮৯) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয় – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

৩৯০) আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয় – ১৯৬৮ সালের ১৯ জুন

৩৯১) ঊনসত্তরের গণ অব্যুথান হয় – ১৯৬৯ সালে

৩৯২) গণ অভ্যুথানে শহীদ হন – আসাদ, ড. শামসুজ্জোহা

৩৯৩) আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয় – ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি

৩৯৪) শেখ মুজিবুর রহমানকে ” বঙ্গবন্ধু ” উপাধি দেয়া হয় – ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি

৩৯৫) আইয়ুব খান পদত্যাগ করেন – ১৯৬৯ সালের ২৫ মার্চ

৩৯৬) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ৭ ডিসেম্বর

৩৯৭) নির্বাচনে মোট ভোটার ছিল – ৫ কোটি ৬৪ লাখ

৩৯৮) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে – ১৬৭ টি ( ১৬৯ এর ধ্যে)

৩৯৯) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭০ সালের ১৭ ডিসেম্বর

৪০০) প্রাদেশিক পরিষদ নির্বাচনে আ.লীগ আসন পায় – ২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)

৪০১) পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন – আগা খান

৪০২) অধিবেশন স্থগিত করা হয় – ১৯৭১ সালের ১ মার্চ

৪০৩) অসহযোগ আন্দোলনের ডাক দেন – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪০৪) অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় – ১৯৭১ সালের ২ মার্চ

৪০৫) বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিল – অসহযোগ আন্দোলন

৪০৬) জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয় – ১৯৭১ সালের ৩ মার্চ

৪০৭) পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয় – ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে

৪০৮) অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয় – ১৯৭১ সালের ১৭ মার্চ

৪০৯) নীলনক্সা করেন – টিক্কা খান, রাও ফরমান আলী

৪১০) অপারেশন সার্চ লাইট হলো – ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড

৪১১) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন – ২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে

৪১২) বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় – ২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত ১.৩০ মিনিটে

৪১৩) শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর

৪১৪) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল – ইংরেজিতে।

৪১৫) বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল – ভারতে

৪১৬) বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য – ৯৮৩৩ কিমি

৪১৭) সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ – ৩,৮৬৫ কি.মি

৪১৮) অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে – ১৯৫৮ সালে

৪১৯) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকর প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয় – পাকিস্তান আমলে

৪২০) অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের – ৭৫% আনা নেয়া হয়

৪২১) বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে

৪২২) বাংলাদেশে চা চাষ হচ্ছে – উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে

৪২৩) সারা বছর বৃষ্টিপাত হয় – উষ্ণ ও আদ্র জরবায়ু অঞ্চলে

৪২৪) বাংলাদেশে চির হরিৎ বনাঞ্চল – পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল

৪২৫) বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা সমূহ – পূবাঞ্চলীয় পাহাড়ি জেলা সমূহ

৪২৬) বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশি – দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা

৪২৭) বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ ও পত্রপতনশীল বনভূমি- দক্ষিণ পূর্ব ও উত্তর পুর্ব অংশের পাহাড়ী অঞ্চল

৪২৮) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় – দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

 

১. প্রশ্ন :সবচেয়ে বেশি চর্যাপদ

পাওয়া গেছে কোন কবির?

উত্তর: কাহ্নপা

২. প্রশ্ন :বাংলা সাহিত্যের

প্রাচীন যুগের নিদর্শন কোনটি?

উত্তর: দোহাকোষ

৩. প্রশ্ন :“তাম্বুল রাতুল হইল অধর

পরশে।”– অর্থ-

উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল

৪. প্রশ্ন :‘হপ্তপয়কর’ কার রচনা?

উত্তর: সৈয়দ আলাওল

৫. প্রশ্ন :মঙ্গলকাব্যের কবি নন-

উত্তর: দাশু রায়

৬. প্রশ্ন :‘সমাচার দর্পন’ পত্রিকার

সম্পাদক ছিলেন-

উত্তর: জন ক্লার্ক মার্সম্যান

৭. প্রশ্ন :ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

আত্মজীবনী-

উত্তর: আত্মচরিত

৮. প্রশ্ন :রবীন্দ্রনাথ ঠাকুরের

পূর্বপুরুষের আদিবসতি ছিল-

উত্তর: খুলনা জেলার রূপসা

উপজেলার পিঠাভোগ গ্রামে

৯. প্রশ্ন :‘তেল নুন লাকড়ি’ কার রচিত

গ্রন্থ?

উত্তর: প্রমথ চৌধুরী

১০. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম

সার্থক ট্রাজেডি নাটক-

উত্তর: কৃষ্ণকুমারী

১১. প্রশ্ন : ‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির

রচনা?

উত্তর: রোমান্সমূলক উপন্যাস

১২. প্রশ্ন : কোনটি রবীন্দ্ররচনার

অন্তর্গত নয়?

উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি

জাগুক আবার আর্তনাদ”।

১৩. প্রশ্ন : দ্রৌপদি হলো-

উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের

একক স্ত্রী

১৪. প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ –

গল্পটির লেখক-

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

১৫. প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার

রচিত গ্রন্থ?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১৬. প্রশ্ন : “প্রাণের বান্ধব রে বুড়ি

হইলাম তোর কারণে।”- গানটির

গীতিকার-

উত্তর: শেখ ওয়াহিদ

১৭. প্রশ্ন : ‘মাটির ময়না’ চলচ্চিত্রের

নির্মাতা-

উত্তর: তারেক মাসুদ

১৮. প্রশ্ন : ‘হুলিয়া’ কবিতা কার রচনা?

উত্তর: নির্মলেন্দু গুণ

১৯. প্রশ্ন : কোন সাহিত্যিক

আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ

করেন?

উত্তর: সোমেন চন্দ

২০. প্রশ্ন : কোন উপন্যাসে

বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর

সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?

উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের

‘পূর্ব- পশ্চিম’

.

২১. প্রশ্ন : ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয়-

উত্তর: ১৯০৭ সালে

২২. প্রশ্ন : "আমার ভাইয়ের রক্তে

রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি

কি ভুলিতে পারি।"--এ গানের প্রথম

সুরকার-

উত্তর: আব্দুল লতিফ

২৩. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুর’ কার

ছদ্মনাম?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে

অন্ধকার যুগ বলতে বোঝায়-

উত্তর: ১২০১-১৩৫০

২৫. প্রশ্ন : মধ্যযুগের কবি নন-

উত্তর: জয়নন্দী

২৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের জনক

হিসেবে কার নাম চিরস্মরণীয়?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৭. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের

অধ্যক্ষ কে ছিলেন?

উত্তর: উইলিয়াম কেরি

২৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের রচনা

নয়-

উত্তর: বেতাল পঞ্চবিংশতি

২৯. প্রশ্ন : কুলীন কুলসর্বস্ব নাটকটি

লিখেছেন-

উত্তর: রামনারায়ণ তর্করত্ন

৩০. প্রশ্ন : ‘নীল দর্পণ’ নাটকটির

বিষয়বস্তু কি?

উত্তর: নীলকরদের অত্যাচার

৩১. প্রশ্ন : ‘ঘরে বাইরে’ উপন্যাসটির

লেখক-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

৩২. প্রশ্ন : সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ

গ্রন্থ-

উত্তর: পঞ্চতন্ত্র

৩৩. প্রশ্ন : ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার

সম্পাদক ছিলেন-

উত্তর: অক্ষয়কুমার দত্ত

৩৪. প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক

নাটক-

উত্তর: কবর

৩৫. প্রশ্ন : কোন কাব্যটি পল্লীকবি

জসীমউদ্দীন রচিত?

উত্তর: রাখালী

৩৬. প্রশ্ন : ‘তুমি আসবে বলে হে

স্বাধীনতা’- কার কবিতা?

উত্তর: শামসুর রাহমান

৩৭. প্রশ্ন : ‘দেয়াল’ রচনাটি কার?

উত্তর: হুমায়ূন আহমেদ

৩৮. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস

কোনটি?

উত্তর: হাঙর নদী গ্রেনেড

৩৯. প্রশ্ন : ১৯৮৫ সালে নাসির উদ্দিন

স্বর্ণপদক কে পান?

উত্তর: সৈয়দ আলী আহসান

৪০. প্রশ্ন : বাংলা সাহিত্যের পঠন-

পাঠনের সুবিধার জন্য বাংলা

সাহিত্যের ইতিহাসকে তিনটি

যুগে ভাগ করা হয়েছে-- বাংলা

সাহিত্যের প্রাচীন যুগ-

উত্তর: ৬৫০-১২০০

.

৪১. প্রশ্ন : ‘রাজা প্রতাপাদিত্য

চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-

উত্তর: রামরাম বসু

৪২. প্রশ্ন : ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয়

মুখপাত্ররুপে কোন পত্রিকা

প্রকাশিত হয়?

উত্তর: জ্ঞানান্বেষণ

৪৩. প্রশ্ন : হরিনাথ মজুমদার সম্পাদিত

পত্রিকার নাম কি?

উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা

৪৪. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

উপন্যাস-

উত্তর: কুহেলিকা

৪৫. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের পত্র

কাব্য-

উত্তর: বীরাঙ্গনা

৪৬. প্রশ্ন : ‘একখানি ছোট ক্ষেত আমি

একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের

কোন কবিতার চরণ?

উত্তর: সোনার তরী

৪৭. প্রশ্ন : ‘আমি কিংবদন্তীর কথা

বলছি’ কবিতাটি কার লেখা?

উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ

৪৮. প্রশ্ন : কোনটি শওকত ওসমানের

রচনা নয়?

উত্তর: ভেজাল

৪৯. প্রশ্ন : কোনটি কাজী নজরুল

ইসলামের রচনা নয়?

উত্তর: বালুচর

৫০. প্রশ্ন : সবুজপত্র প্রকাশিত হয় কোন

সালে?

উত্তর: ১৯১৪ সালে

৫১. প্রশ্ন : মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

উত্তর: পায়ের আওয়াজ পাওয়া

যায়

৫২. প্রশ্ন : জসীম উদ্দীনের নাটক-

উত্তর: বেদের মেয়ে

৫৩. প্রশ্ন : মধ্যযুগের বাংলা

সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর

প্রভাব অপরিসীম?

উত্তর: শ্রীচৈতন্যদেব

৫৪. প্রশ্ন : মুনীর চৌধুরীর অনুদিত

নাটক-

উত্তর: মুখরা রমণী বশীকরণ

৫৫. প্রশ্ন : উপন্যাস নয়-

উত্তর: কবিতার কথা

৫৬. প্রশ্ন : ‘ বিষাদসিন্ধু’ একটি -

উত্তর: ইতিহাস আশ্রয়ী উপন্যাস

৫৭. প্রশ্ন : মধ্যযুগের শেষ কৰি

ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে

মৃত্যুবরণ করেন?

উত্তর: ১৭৬০ সালে

৫৮. প্রশ্ন : ‘তোহফা’ কাব্যটি কে রচনা

করেন?

উত্তর: আলাওল

৫৯. প্রশ্ন : এন্টনি-ফিরিঙ্গি কী

জাতীয় সাহিত্যের রচয়িতা?

উত্তর: কবিগান

৬০. প্রশ্ন : ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ

নয়-

উত্তর: চার ইয়ারী কথা

.

৬১. প্রশ্ন : যে উপন্যাসে গ্রামীন

সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ

করেনি-

উত্তর: সীতারাম

৬২. প্রশ্ন : কোন চরিত্র দুটি

রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’

উপন্যাসের?

উত্তর: নিখিলেশ-বিমলা

৬৩. প্রশ্ন : বাংলা (দেশ ও ভাষা)

নামের উৎপত্তির বিষয়টি কোন

গ্রন্থে সর্বাধিক উল্লেখিত

হয়েছে?

উত্তর: আইন-ই-আকবরী

৬৪. প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে লেখা?

উত্তর: মাত্রাবৃত্ত

৬৫. প্রশ্ন : কবিওয়ালা ও শায়েরের

উদ্ভব ঘটে কখন?

উত্তর: আঠারো শতকের শেষার্ধে

ও ঊনিশ শতকের প্রথমার্ধে

৬৬. প্রশ্ন : কবি গানের প্রথম কবি কে?

উত্তর: গোঁজলা পুট (গুই)

৬৭. প্রশ্ন : 'কেন পান্থ ক্ষান্ত হও হেরি

দীর্ঘ পথ?' কার লেখা?

উত্তর: কৃষ্ণ চন্দ্র মজুমদার

৬৮. প্রশ্ন : কোন গ্রন্থটি সুকান্ত

ভট্টাচার্য কর্তৃক রচিত?

উত্তর: হরতাল

৬৯. প্রশ্ন : বঙ্কিমচন্দ্রের

চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ'

উপন্যাসের চরিত্র কোনটি?

উত্তর: কুন্দনন্দিনী

৭০. প্রশ্ন : গীতাঞ্জলির ইংরেজী

অনুবাদ সম্পাদনা করেছেন--

উত্তর: ডবলিউ. বি. ইয়েটস

৭১. প্রশ্ন : 'The Origin and Development of

Bengali Language' গ্রন্থটি রচনা

করেছেন--

উত্তর: ড. সুনীতিকুমার

চট্টোপাধ্যায়

৭২. প্রশ্ন : সঠিক চরণ-

উত্তর: ধন ধান্যে পুষ্পে ভরা

৭৩. প্রশ্ন : বাংলা সাহিত্যের অন্যতম

বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' কত

সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৩ সালে

৭৪. প্রশ্ন : ”বিশ শতকের মেয়ে”

উপন্যাসটির রচয়িতা -

উত্তর: নীলিমা ইব্রাহিম

৭৫. প্রশ্ন : সুকান্ত ভট্টাচার্যের

কাব্যগ্রন্থ-

উত্তর: গীতিগুচ্ছ

৭৬. প্রশ্ন : জীবনক্ষুধা উপন্যাসের

রচয়িতা-

উত্তর: আবুল মনসু্র আহমেদ

৭৭. প্রশ্ন : ”তারবাঈ” নাটকের

রচয়িতা-

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়

৭৮. প্রশ্ন : কবীন্দ্র পরমেশ্বর অনুদিত

গ্রন্থ-

উত্তর: মহাভারত

৭৯. প্রশ্ন : চন্দ্রনাথ উপন্যাসের

রচয়িতা -

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৮০. প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ

মহিলা কবি বলা হয় কাকে ?

উত্তর: সুফিয়া কামাল

.

৮১. প্রশ্ন : ’বিভা’ চরিত্রটি

রবীন্দ্রনাথের কোন উপন্যাসের?

উত্তর: বৌ ঠাকুরানীর হাট

৮২. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম

উপন্যাস-

উত্তর: রাইফেল রোটি আওরাত

৮৩. প্রশ্ন : সেলিম আল দীন মূলত

ছিলেন একজন-

উত্তর: নাট্যকার

৮৪. প্রশ্ন : সেলিনা হোসেনের প্রথম

উপন্যাস -

উত্তর: জলোচ্ছাস

৮৫. প্রশ্ন : মুনীর চৌধুরী রচিত প্রথম

নাটক -

উত্তর: রক্তাক্ত প্রান্তর

৮৬. প্রশ্ন : ’সত্য মিথ্যা’ ভাবানুবাদ

উপন্যাসের লেখক -

উত্তর: আবুুল মনসুর আহমদ

৮৭. প্রশ্ন : ’বাংলাদেশের

স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ কয় খন্ড?

উত্তর: ১৫

৮৮. প্রশ্ন : ’দুর্গা’ চরিত্রটি কোন

উপন্যাসের ?

উত্তর: পথের পাঁচালী

৮৯. প্রশ্ন : জসিমউদ্দীন রচিত প্রথম

কাহিনী কোনটি ?

উত্তর: হলদে পরীর দেশ

৯০. প্রশ্ন : শরৎচন্দ্র রচিত কোন গল্পটি

'কুন্তলীন পুরস্কার’ পায় ?

উত্তর: মন্দির

৯১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

সাহিত্য জীবনের সূচনা ঘটে -

উত্তর: লেটোর দলে

৯২. প্রশ্ন : 'ইন্দিরা' গ্রন্থটির রচয়িতা

-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৯৩. প্রশ্ন : ’সাহেব বিবি গোলাম’

কার উপন্যাস?

উত্তর: বিমল মিত্র

৯৪. প্রশ্ন : ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন-

উত্তর: রামাই পণ্ডিত

৯৫. প্রশ্ন : ‘পালামৌ’

ভ্রমণকাহিনীটি কার রচনা?

উত্তর: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

৯৬. প্রশ্ন : ‘দিবারাত্রির কাব্য’ কার

লেখা উপন্যাস?

উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়

৯৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গল্প-

উত্তর: পদ্মগোখরা

৯৮. প্রশ্ন : ‘আনোয়ারা’ গ্রন্থটি কার

রচনা?

উত্তর: মোহাম্মদ নজিবর রহমান

৯৯. প্রশ্ন : ‘বীরবল’ ছদ্মনামে কে

লিখতেন?

উত্তর: প্রমথ চৌধুরী

১০০. প্রশ্ন : ‘তুমি অধম, তাই বলে আমি

উত্তম হব না কেন?’ এই প্রবাদটির

রচয়িতা-

উত্তর: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

. ১০১. প্রশ্ন : ভাষা আন্দোলন বিষয়ক

উপন্যাস-

উত্তর: আরেক ফাল্গুন

১০২. প্রশ্ন : মুক্তিযুদ্ধ নির্ভর রচনা-

উত্তর: একাত্তরের দিনগুলি

১০৩. প্রশ্ন : বাংলা গদ্যের জনক-

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১০৪. প্রশ্ন : ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক

কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০৫. প্রশ্ন : ‘বিদ্রোহী’ কবিতা কোন

কাব্যের অন্তর্গত?

উত্তর: অগ্নিবীণা

১০৬. প্রশ্ন : তাম্বুলখানা গ্রামে

জন্মেছিলেন কোন কবি?

উত্তর: জসীমউদ্দীন

১০৭. প্রশ্ন : ছিন্নপত্রে’র অধিকাংশ

পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

উত্তর: ইন্দিরা দেবী

১০৮. প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের

‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের

কাব্য?

উত্তর: পত্রকাব্য

১০৯. প্রশ্ন : আলাওলের ‘তোহফা’ কোন

ধরনের কাব্য?

উত্তর: নীতিকাব্য

১১০. প্রশ্ন : অশোক সৈয়দ কার ছদ্মনাম?

উত্তর: আবদুল মান্নান

১১১. প্রশ্ন : ‘পরাগলী মহাভারত’ খ্যাত

গ্রন্থের অনুবাদকের নাম-

উত্তর: কবীন্দ্র পরমেশ্বর

১১২. প্রশ্ন : ‘বটতলার উপন্যাস’ গ্রন্থের

লেখকের নাম-

উত্তর: রাজিয়া খান

১১৩. প্রশ্ন : সাহিত্যে অলঙ্কার

প্রধানত কত প্রকার?

উত্তর: ২

১১৪. প্রশ্ন : গাড়ি চলে না, চলে না,

নারে...... গানের গীতিকার কে?

উত্তর: শাহ আবদুল করিম

১১৫. প্রশ্ন : অধ্যাপক আহমদ শরীফের

মৃত্যুসন-

উত্তর: ১৯৯৯

১১৬. প্রশ্ন : বাংলা ভাষার আদি

নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয়-

উত্তর: ১৯০৭ সালে

১১৭. প্রশ্ন : শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের

ছদ্মনাম-

উত্তর: অনিলাদেবী

১১৮. প্রশ্ন : 'আধ্যাত্মিকা'উপ

ন্যাসের

লেখক-

উত্তর: প্যারীচাঁদ মিত্র

১১৯. প্রশ্ন : কোন কবি নিজেকে

বাঙালি বলে পরিচয় দিয়েছেন?

উত্তর: ভুসুকু পা

১২০. প্রশ্ন : ‘সকালে উঠিয়া আমি

মনে মনে বলি, সারাদিন আমি যেন

ভাল হয়ে চলি’-এ চরণদ্বয়ের লেখক-

উত্তর: মদনমোহন তর্কালঙ্কার

.

১৬১. প্রশ্ন : শওকত ওসমান কোন

উপন্যাসের জন্য আদমজী পুরস্কার

লাভ করেন?

উত্তর: ক্রীতদাসের হাসি

১৬২. প্রশ্ন : 'কন্যাকুমারী' কোন ধরনের

রচনা?

উত্তর: উপন্যাস

১৬৩. প্রশ্ন : লৌকিক কাহিনীর প্রথম

রচয়িতা কে?

উত্তর: দৌলত কাজী

১৬৪. প্রশ্ন : সাপ্তাহিক ‘সুধাকর’ -এর

সম্পাদক কে?

উত্তর: শেখ আব্দুর রহিম

১৬৫. প্রশ্ন : মাসিক মোহাম্মদী কোন

সালে প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৭

১৬৬. প্রশ্ন : কোন পত্রিকাটি ১৯২৩

সালে প্রকাশিত হয়?

উত্তর: কল্লোল

১৬৭. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত হয়

কোন পত্রিকাটি?

উত্তর: ক্রান্তি

১৬৮. প্রশ্ন : ‘শিশুরাজ্যে এই মেয়েটি

একটি ছোটখাট বর্গির উপদ্রব

বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের

কোন গল্পের সংলাপ?

উত্তর: সমাপ্তি

১৬৯. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম

ইতিহাস গ্রন্থ-

উত্তর: বঙ্গভাষা ও সাহিত্য

১৭০. প্রশ্ন : কত খ্রিষ্ট্রাব্দে শরৎচন্দ্র

চট্টোপাধ্যায় কলকাতা

বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’

পদক লাভ করেন?

উত্তর: ১৯২৩

১৭১. প্রশ্ন : রাজা রামমোহন রচিত

বাংলা ব্যাকরণের নাম-

উত্তর: গৌড়িয়া ব্যাকরণ

১৭২. প্রশ্ন : বাংলা মৌলিক

নাটকের যাত্রা শুরু হয় কোন

নাট্যকারের হাতে?

উত্তর: রামনারায়ণ তর্করত্ন

১৭৩. প্রশ্ন : ‘পাখি সব করে রব রাতি

পোহাইল’ পঙক্তির রচয়িতা-

উত্তর: মদনমোহন তর্কালংকার

১৭৪. প্রশ্ন : ‘জীবনে জ্যাঠামি ও

সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে

পারতেন না-

উত্তর: প্রমথ চৌধুরী

১৭৫. প্রশ্ন : Balled কি?

উত্তর: গীতিকা

১৭৬. প্রশ্ন : ‘শাহনামা’ মৌলিক

গ্রন্থটি কার?

উত্তর: ফেরদৌসী

১৭৭. প্রশ্ন : ড. মুহম্মদ শহীদুল্লাহর

বাংলা সাহিত্যের ইতিহাস

গ্রন্থের নাম--

উত্তর: বাংলা সাহিত্যের কথা

১৭৮. প্রশ্ন : ‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে

মন ভোর’ কার রচনা?

উত্তর: জ্ঞানদাস

১৭৯. প্রশ্ন : ‘সাজাহান’ নাটকের প্রথম

রচয়িতা-

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়

১৮০. প্রশ্ন : ‘নেমেসিস’ নাটকে নূরুল

মোমেন কোন বিষয়কে তুলে

ধরেছেন?

উত্তর: ঊনপঞ্চাশের মন্বন্তর

.

১৮১. প্রশ্ন : ভারতচন্দ্র রায়গুণাকর কোন

রাজসভার কবি?

উত্তর: কৃষ্ণনগর রাজসভা

১৮২. প্রশ্ন : ‘মহুয়া’ পালাটির

রচয়িতা--

উত্তর: দ্বিজ কানাই

১৮৩. প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজে

বাংলা বিভাগ খোলা হয়--

উত্তর: ১৮০১ সালে

১৮৪. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের রচনা-

উত্তর: কমলে কামিনী

১৮৫. প্রশ্ন : কোন গ্রন্থটি মহাকাব্য?

উত্তর: বৃত্রসংহার

১৮৬. প্রশ্ন : ‘বত্রিশ সিংহাসন’ কার

রচনা?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

১৮৭. প্রশ্ন : ‘ঠকচাচা’ চরিত্রটি কোন

উপন্যাসে?

উত্তর: আলালের ঘরের দুলাল

১৮৮. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের

কথা’ কোন জাতীয় রচনা?

উত্তর: আত্মজৈবনিক উপন্যাস

১৮৯. প্রশ্ন : ‘তাজকেরাতুল আওলিয়া’

অবলম্বনে ‘তাপসমালা’কে রচনা

করেন?

উত্তর: গিরিশচন্দ্র সেন

১৯০. প্রশ্ন : কোন নাটকটি সেলিম আল

দীনের?

উত্তর: মুনতাসীর ফ্যান্টাসী

১৯১. প্রশ্ন : ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল

ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?

উত্তর: সিন্ধু হিন্দোল

১৯২. প্রশ্ন : ‘নেমেসিস’ কোন জাতীয়

রচনা?

উত্তর: নাটক

১৯৩. প্রশ্ন : ‘তোমার সৃষ্টির পথে

রেখেছ আকীর্ণ করি’--

রবীন্দ্রনাথের কোন কাব্যের

কবিতা?

উত্তর: শেষলেখা

১৯৪. প্রশ্ন : ‘জয়গুন’ কোন উপন্যাসের

চরিত্র?

উত্তর: সূর্য-দীঘল বাড়ী

১৯৫. প্রশ্ন : ‘বনফুল’ কার ছদ্মনাম?

উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়

১৯৬. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

একটি উপন্যাস-

উত্তর: মৃত্যুক্ষুধা

১৯৭. প্রশ্ন : ‘ভানুসিংহ ঠাকুরের

পদাবলী’- এর রচয়িতা-

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৯৮. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম যে

কবিতা রচনার জন্য কারাবরণ করেন-

উত্তর: আনন্দময়ীর আগমনে

১৯৯. প্রশ্ন : ‘সূর্য দীঘল বাড়ি’

চলচ্চিত্রের পরিচালক-

উত্তর: শেখ নিয়ামত শাকের

২০০. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম

ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?

উত্তর: দীনেশচন্দ্র সেন

.

২০১. প্রশ্ন : ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম

সম্পাদক ছিলেন-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২০২. প্রশ্ন : কোন কবিতা রচনার জন্য

কাজী নজরুল ইসলাম কারাবন্দী হন?

উত্তর: আনন্দময়ীর আগমনে

২০৩. প্রশ্ন : ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ

ঠাকুরের কোন ছোট গল্পের

নায়িকা?

উত্তর: সমাপ্তি

২০৪. প্রশ্ন : ‘উত্তম পুরুষ’ উপন্যাসের

রচয়িতা-

উত্তর: রশীদ করিম

২০৫. প্রশ্ন : ‘কাশবনের কন্যা’ কোন

জাতীয় রচনা?

উত্তর: উপন্যাস

২০৬. প্রশ্ন : কোনটি মুহম্মদ এনামুল হকের

রচনা?

উত্তর: মনীষা মঞ্জুষা

২০৭. প্রশ্ন : বাংলা সাহিত্যে সনেট

রচনার প্রবর্তক কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২০৮. প্রশ্ন : জসীমউদ্দিনের ‘কবর’

কবিতা কোন পত্রিকায় প্রথম

প্রকাশিত হয়?

উত্তর: কল্লোল

২০৯. প্রশ্ন : ‘সন্ধ্যারাগে

ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি

বাঁকা’ রবীন্দ্রনাথের কোন

কাব্যের কবিতা?

উত্তর: বলাকা

২১০. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন

গ্রন্থটি উপন্যাস?

উত্তর: শেষের কবিতা

২১১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

নামের সাথে জড়িত ‘ধুমকেতু’ কোন

ধরনের প্রকাশনা?

উত্তর: পত্রিকা

২১২. প্রশ্ন : জসীমউদ্দিনের প্রথম

প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: রাখালী

২১৩. প্রশ্ন : ‘রাইফেল রোটি আওরাত’

উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: আনোয়ার পাশা

২১৪. প্রশ্ন : ‘মা যে জননী কান্দে’

কোন ধরনের রচনা?

উত্তর: কাব্য

২১৫. প্রশ্ন : 'বহিপীর' কি ধরনের রচনা?

উত্তর: নাটক

২১৬. প্রশ্ন : শরৎচন্দ্রের কোন

উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত

হয়েছিল?

উত্তর: পথের দাবী

২১৭. প্রশ্ন : কোন গ্রন্থটির রচয়িতা এস

ওয়াজেদ আলী?

উত্তর: ভবিষ্যতের বাঙালি

২১৮. প্রশ্ন : ‘ভাষা মানুষের মুখ থেকে

কলমের মুখে আসে, উল্টোটা করতে

গেলে মুখে শুধু কালি পড়ে’,

বলেছেন-

উত্তর: প্রমথ চৌধুরী

২১৯. প্রশ্ন : চাঁদ সওদাগর বাংলা

কোন কাব্যধারার চরিত্র?

উত্তর: মনসামঙ্গল

২২০. প্রশ্ন : ‘ইউসুফ-জোলেখা’

প্রণয়কাব্য অনুবাদ করেছেন-

উত্তর: শাহ মুহম্মদ সগীর

.

২২১. প্রশ্ন : কখনো উপন্যাস

লেখেননি-

উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত

২২২. প্রশ্ন : ‘দুধেভাতে উৎপাত’

গল্পগ্রন্থের রচয়িতা--

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

২২৩. প্রশ্ন : রোহিণী-বিনোদিনী-

কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

উত্তর: কৃষ্ণকান্তের উইল -চোখের

বালি-চরিত্রহীন

২২৪. প্রশ্ন : ‘আমার সন্তান যেন থাকে

দুধেভাতে’- এই প্রার্থনাটি

করেছে--

উত্তর: ঈশ্বরী পাটনী

২২৫. প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য

অনুবাদ?

উত্তর: কমেডি অব এররস

২২৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের

ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য

গ্রন্থ কার রচনা?

উত্তর: দীনেশচন্দ্র সেনগুপ্ত

২২৭. প্রশ্ন : ‘পদাবলী’র প্রথম কবি কে?

উত্তর: চণ্ডীদাস

২২৮. প্রশ্ন : দোভাষী পুঁথি বলতে কি

বোঝায়?

উত্তর: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার

করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি

২২৯. প্রশ্ন : ‘সঞ্চয়িতা’ কোন কবির

কাব্য সংকলন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৩০. প্রশ্ন : রবীন্দ্রনাথের কোন

গ্রন্থটি নাটক?

উত্তর: রক্তকরবী

২৩১. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের

প্রথম প্রকাশিত লেখা-

উত্তর: বাউণ্ডেলের আত্নকাহিনী

২৩২. প্রশ্ন : সওগাত পত্রিকার সম্পাদক

কে ছিলেন?

উত্তর: মোহাম্মদ নাসিরউদ্দীন

২৩৩. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’

কাব্য গ্রন্থটির কবি কে?

উত্তর: ফররুখ আহমদ

২৩৪. প্রশ্ন : ‘পথের দাবি’ উপন্যাসের

রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৩৫. প্রশ্ন : পদ বা পদাবলী বলতে কি

বুঝায়?

উত্তর: পদ্যাকারে রচিত

দেবস্তুতিমূলক রচনা

২৩৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের

ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা

করেন?

উত্তর: মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ

আলী আহসান

২৩৭. প্রশ্ন : 'পথের দাবী' কি ধরনের

রচনা?

উত্তর: উপন্যাস

২৩৮. প্রশ্ন : কোনটি হযরত মুহম্মদ (স) -এর

জীবনী গ্রন্থ?

উত্তর: মরু ভাস্কর

২৩৯. প্রশ্ন : পদাবলী লিখেছেন -

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৪০. প্রশ্ন : ‘প্রভাবতী সম্ভাষণ’ কার

রচনা?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

. ২৪১. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’

কার রচনা?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২৪২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: বিষের বাঁশী

২৪৩. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?

উত্তর: মুনীর চৌধুরী

২৪৪. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কি

বোঝায়?

উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা

২৪৫. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য,

তাহার উপরে নাই’--কে বলেছেন?

উত্তর: চণ্ডীদাস

২৪৬. প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনা-

উত্তর: চতুরঙ্গ

২৪৭. প্রশ্ন : 'কয়েকটি কবিতা' এটি

কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৪৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রচিত

নাটক--

উত্তর: সাজাহান -('সাজাহান'

নাটকের প্রথম রচয়িতা -

দ্বিজেন্দ্রলাল রায়)

২৪৯. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার

লেখা?

উত্তর: সুকুমার রায়

২৫০. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির

লেখক-

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

২৫১. প্রশ্ন : ‘বিষাদ -সিন্ধু’ কার রচনা?

উত্তর: মীর মশাররফ হোসেন

২৫২. প্রশ্ন : 'শেষ লেখা' কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৫৩. প্রশ্ন : নজরুল ইসলামের প্রথম

প্রকাশিত গ্রন্থ-

উত্তর: অগ্নিবীণা

২৫৪. প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্

তিক

উপন্যাস?

উত্তর: আগুনের পরশমণি

২৫৫. প্রশ্ন : কোনটি শামসুর

রাহমানের রচনা?

উত্তর: নিরালোকে দিব্যরথ

২৫৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?

উত্তর: শহীদুল্লাহ কায়সার

২৫৭. প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম

সংকলনের সম্পাদক কে?

উত্তর: হাসান হাফিজুর রহমান

২৫৮. প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?

উত্তর: হুমায়ুন কবির

২৫৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: রাঙাজবা

২৬০. প্রশ্ন : ‘আত্নঘাতী বাঙালি’

কার রচিত গ্রন্থ?

উত্তর: নীরদচন্দ্র চৌধুরী

.

১২১. প্রশ্ন : 'ঠাকুরমার ঝুলি' কী

জাতীয় রচনার সংকলন?

উত্তর: রূপকথা

১২২. প্রশ্ন : 'কাঁঠালপাড়া'য় জন্মগ্রহণ

করেন-

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১২৩. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের

জন্ম-মৃত্যু সাল-

উত্তর: ১৮৪৭-১৯১১

১২৪. প্রশ্ন : রবীন্দ্রনাথের ‘সোনার

তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

উত্তর: মাএাবৃত্ত

১২৫. প্রশ্ন : ‘পাহাড়তলী’ গ্রামে

জন্মগ্রহণ করেন-

উত্তর: উপরের কোনটি সঠিক নয়

১২৬. প্রশ্ন : ‘পূর্বাশা’ পএিকার সম্পাদক

ছিলেন-

উত্তর: সঞ্জয় ভট্টাচার্য

১২৭. প্রশ্ন : বাংলা সাহিত্যের

আদি কবি-

উত্তর: লুইপা

১২৮. প্রশ্ন : ফররুখ আহমদের শ্রেষ্ঠ

কাব্যগ্রন্থের নাম-

উত্তর: সাত সাগরের মাঝি

১২৯. প্রশ্ন : প্রাচীনতম বাঙ্গালী

মুসলমান কবি কে?

উত্তর: শাহ মুহম্মদ সগীর

১৩০. প্রশ্ন : ‘চাচা কাহিনী’র’ লেখক

কে?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

১৩১. প্রশ্ন : মুসলমান নারী জাগরণের

কবি--

উত্তর: বেগম রোকেয়া

১৩২. প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি

গ্রন্থ কোনটি?

উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ

১৩৩. প্রশ্ন : কবি আলাওলের জন্মস্থান-

উত্তর: চট্টগ্রামের জোবরা

১৩৪. প্রশ্ন : ‘অনল- প্রবাহ’ রচনা করেন--

উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন

সিরাজি

১৩৫. প্রশ্ন : ‘অগ্নিবীণা’ কাব্যের

প্রথম কবিতা-

উত্তর: প্রলয়োল্লাস

১৩৬. প্রশ্ন : বাংলা সাহিত্যে

কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার

অবদান বেশি?

উত্তর: সবুজপত্র

১৩৭. প্রশ্ন : ‘একাত্তরের চিঠি’-- কোন

জাতীয় রচনা?

উত্তর: মুক্তিযোদ্ধাদের পত্র

সংকলন

১৩৮. প্রশ্ন : বাংলা একাডেমি কোন

বছর প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৫ খ্রি.

১৩৯. প্রশ্ন : সনেট কবিতার প্রবর্তক কে?

উত্তর: মাইকেল মধুসূধন দত্ত

১৪০. প্রশ্ন : ‘আবদুল্লাহ’ উপন্যাসের

রচয়িতা কে?

উত্তর: কাজী ইমদাদুল হক

.

২৪১. প্রশ্ন : ‘চতুর্দশপদী কবিতাবলী’

কার রচনা?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত

২৪২. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: বিষের বাঁশী

২৪৩. প্রশ্ন : ‘কবর’ নাটক কার রচনা?

উত্তর: মুনীর চৌধুরী

২৪৪. প্রশ্ন : ‘ব্রজবুলি’ বলতে কি

বোঝায়?

উত্তর: একরকম কৃত্রিম কবিভাষা

২৪৫. প্রশ্ন : ‘সবার উপরে মানুষ সত্য,

তাহার উপরে নাই’--কে বলেছেন?

উত্তর: চণ্ডীদাস

২৪৬. প্রশ্ন : রবীন্দ্রনাথের রচনা-

উত্তর: চতুরঙ্গ

২৪৭. প্রশ্ন : 'কয়েকটি কবিতা' এটি

কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৪৮. প্রশ্ন : দ্বিজেন্দ্রলাল রচিত

নাটক--

উত্তর: সাজাহান -('সাজাহান'

নাটকের প্রথম রচয়িতা -

দ্বিজেন্দ্রলাল রায়)

২৪৯. প্রশ্ন : ‘আবোল-তাবোল’ কার

লেখা?

উত্তর: সুকুমার রায়

২৫০. প্রশ্ন : ‘লালসালু’ উপন্যাসটির

লেখক-

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ

২৫১. প্রশ্ন : ‘বিষাদ -সিন্ধু’ কার রচনা?

উত্তর: মীর মশাররফ হোসেন

২৫২. প্রশ্ন : 'শেষ লেখা' কি?

উত্তর: একটি কাব্যগ্রন্থ

২৫৩. প্রশ্ন : নজরুল ইসলামের প্রথম

প্রকাশিত গ্রন্থ-

উত্তর: অগ্নিবীণা

২৫৪. প্রশ্ন : কোনটি মুক্তিযুদ্ধভিত্

তিক

উপন্যাস?

উত্তর: আগুনের পরশমণি

২৫৫. প্রশ্ন : কোনটি শামসুর

রাহমানের রচনা?

উত্তর: নিরালোকে দিব্যরথ

২৫৬. প্রশ্ন : ‘সংশপ্তক’ কার রচনা?

উত্তর: শহীদুল্লাহ কায়সার

২৫৭. প্রশ্ন : ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম

সংকলনের সম্পাদক কে?

উত্তর: হাসান হাফিজুর রহমান

২৫৮. প্রশ্ন : ‘নদী ও নারী’ কার রচনা?

উত্তর: হুমায়ুন কবির

২৫৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

গ্রন্থ-

উত্তর: রাঙাজবা

২৬০. প্রশ্ন : ‘আত্নঘাতী বাঙালি’

কার রচিত গ্রন্থ?

উত্তর: নীরদচন্দ্র চৌধুরী

.

২৬১. প্রশ্ন : ‘সংস্কৃতির ভাঙা সেতু’

গ্রন্থ রচনা করেছেন-

উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস

২৬২. প্রশ্ন : চণ্ডীমঙ্গল কাব্যের

কাহিনী কয় খণ্ডে বিভক্ত?

উত্তর: ৩

২৬৩. প্রশ্ন : বিপ্রদাস পিপিলাই রচিত

কাব্য –

উত্তর: মনসা বিজয়

২৬৪. প্রশ্ন : চর্যাপদের কোন পদটি

খণ্ডিত আকারে পাওয়া যায়?

উত্তর: ২৩ নং পদ

২৬৫. প্রশ্ন : নিচের কোনটি সহোদর

ভাষাগোষ্ঠী?

উত্তর: বাংলা ও অসমিয়া

২৬৬. প্রশ্ন : কোন সাহিত্যকর্মে

সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

উত্তর: চর্যাপদ

২৬৭. প্রশ্ন : কেরী সাহেবের মুনশী

বলা হয়-

উত্তর: রাম রাম বসুকে

২৬৮. প্রশ্ন : আলাওলের ‘তোহফা’ কোন

ধরনে কাব্য?

উত্তর: নীতিবাক্য

২৬৯. প্রশ্ন : ঢাকা থেকে প্রকাশিত

প্রথম গ্রন্থের নাম কি?

উত্তর: নীলদর্পণ

২৭০. প্রশ্ন : কোনটি আধুনিক যুগের

কাব্য?

উত্তর: সারদা মঙ্গল

২৭১. প্রশ্ন : উত্তরাধিকার’ কাব্যের

রচয়িতা কে?

উত্তর: শহীদ কাদরী

২৭২. প্রশ্ন : রবীন্দ্রনাথের ছিন্নপত্রে

মোট কতটি কাব্য রয়েছে?

উত্তর: ১৫১

২৭৩. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের

আত্মজীবনীমূলক রচনা-

উত্তর: গাজী মিয়াঁর বস্তানী

২৭৪. প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম

মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ

কোনটি?

উত্তর: বসন্ত কুমারী

২৭৫. প্রশ্ন : কোনটি রবীন্দ্রনাথ

ঠাকুরের অসমাপ্ত উপন্যাস?

উত্তর: করুণা

২৭৬. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের

চৈনিক নাম –

উত্তর: চু তেন তান

২৭৭. প্রশ্ন : ‘’সুশিক্ষিত লোক মাত্রই

স্বশিক্ষিত’’ – উক্তিটি কার?

উত্তর: প্রমথ চৌধুরি

২৭৮. প্রশ্ন : শ্রীকান্ত কত খণ্ডের

উপন্যাস?

উত্তর: ৪

২৭৯. প্রশ্ন : বেগম রোকেয়া দিবস

কোন তারিখে পালিত হয়?

উত্তর: ৯ ডিসেম্বর

২৮০. প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে

নিয়ে কোন দেশে চলচ্চিত্র

নির্মান করা হয়?

উত্তর: কানাডা

.

২৮১. প্রশ্ন : জসীম উদ্দীনের ‘আসমানী’

চরিত্রটির বাড়ি কোথায়?

উত্তর: ফরিদপুর

২৮২. প্রশ্ন : বাংলা ভাষার প্রথম

কবিতা সংকলন--

উত্তর: চর্যাপদ

২৮৩. প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি

গ্রন্থ কোনটি?

উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ

২৮৪. প্রশ্ন : চর্যার ধর্ম নিয়ে প্রথম

আলোচনা করেন--

উত্তর: ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ

২৮৫. প্রশ্ন : ‘উদাসীন পথিকের মনের

কথা’ --- কোন জাতীয় রচনা?

উত্তর: আত্মজৈবনিক উপন্যাস

২৮৬. প্রশ্ন : চর্যা শব্দের অর্থ কি?

উত্তর: আচরণ

২৮৭. প্রশ্ন : ড. সুনীতিকুমার

চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের

ইতিহাস কে কয়টি যুগে ভাগ

করেছেন?

উত্তর: পাঁচটি

২৮৮. প্রশ্ন : 'আপনা মাংসে হরিণা

বৈরী'- লাইনটি কোন সাহিত্যের

অন্তর্ভুক্ত?

উত্তর: চর্যাপদ

২৮৯. প্রশ্ন : চর্যাপদের কবিদের মধ্যে

সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?

উত্তর: কাহ্নপা

২৯০. প্রশ্ন : বিষাদ সিন্ধু’ কোন যুগের

গ্রন্থ?

উত্তর: আধুনিক যুগের

২৯১. প্রশ্ন : পদ্মা মেঘনা যমুনা’ নামক

বৃহৎ উপন্যাসটি কোন ঔপন্যাসিক

রচনা করেছেন?

উত্তর: আবু জাফর শামসুদ্দীন

২৯২. প্রশ্ন : নিচের কোনটি উপন্যাস

নয়?

উত্তর: পথ জানা নাই

২৯৩. প্রশ্ন : বেগম সুফিয়া কামাল

কোন ধরনের কবি?

উত্তর: গীতিকবি

২৯৪. প্রশ্ন : ‘’বই কিনে কেউ কখনো

দেউলিয়া হয় না’’ এই উক্তিটি কার?

উত্তর: সৈয়দ মুজতবা আলী

২৯৫. প্রশ্ন : গ্রীক ট্রাজেডি

‘ইডিপাস’ বাংলায় অনুবাদ করেন

কে?

উত্তর: সৈয়দ আলী আহসান

২৯৬. প্রশ্ন : জীবনান্দ দাসের

কবিতাকে ‘’চিত্ররূপময় কবিতা’’

বলেছেন কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২৯৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম

প্রকাশিত প্রথম লেখা কোনটি?

উত্তর: বাউন্ডুলের আত্মকাহিনী

২৯৮. প্রশ্ন : ‘’রামের সুমতি’’ কার

লেখা?

উত্তর: অনীলা দেবী

২৯৯. প্রশ্ন : সম্প্রতি বাংলা

সাহিত্যের কোন কবি স্বাধীনতা

পুরস্কার লাভ করেন?

উত্তর: নির্মলেন্দু গুণ

৩০০. প্রশ্ন : কোনটি সুনীল

গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস নয়?

উত্তর: কালবেলা

.

৩০১. প্রশ্ন : "আত্মজা ও একটি করবী

গাছ" উপন্যাসের লেখক কে?

উত্তর: হাসান আজিজুল হক

৩০২. প্রশ্ন : চর্যাপদ আবিস্কৃত হয়--

উত্তর: নেপালের রাজ-দরবার

থেকে

৩০৩. প্রশ্ন : অশুদ্ধ বাংলা ও সংস্কৃত

ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--

উত্তর: সেক শুভোদয়া

৩০৪. প্রশ্ন : চর্যাপদ কতটি পদের

সংকলন?

উত্তর: সাড়ে ছেচল্লিশ

৩০৫. প্রশ্ন : চর্যাপদে মোট কতটি পদ

পাওয়া গেছে?

উত্তর: সাড়ে ছেচল্লিশটি

৩০৬. প্রশ্ন : বাংলা সাহিত্যের

মধ্যযুগ সময়কে বলা হয়?

উত্তর: ১২০১-১৮০০

৩০৭. প্রশ্ন : চর্যাপদে কতটি

প্রবাদবাক্য পাওয়া যায়?

উত্তর: ৬টি

৩০৮. প্রশ্ন : কাজী ইমদাদুল হকের

আব্দুলাহ উপন্যাসের উপজীব্য কি?

উত্তর: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত

সমাজের চিত্র

৩০৯. প্রশ্ন : নিচের কোন লেখক ইয়ং

বেঙ্গলের ভাবাদর্শের নয়?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩১০. প্রশ্ন : বঙ্গীয় সাহিত্য পরিষদ

প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?

উত্তর: ১৮৯৩

৩১১. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের

নৃত্যনাট্য কোনটি?

উত্তর: সবগুলো

৩১২. প্রশ্ন : কোন বইটি রবীন্দ্রনাথ

ঠাকুর রচিত নয়?

উত্তর: দোলনচাঁপা

৩১৩. প্রশ্ন : কবি ঈশ্বরগুপ্ত কোন

পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর: সংবাদ প্রভাকর

৩১৪. প্রশ্ন : ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা

করেন?

উত্তর: রামমোহন রায়

৩১৫. প্রশ্ন : রামমোহন রায়ের ছদ্ম নাম

কোনটি -

উত্তর: শিবপ্রসাদ রায়

৩১৬. প্রশ্ন : ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন

জাতীয় রচনা?

উত্তর: নাটক

৩১৭. প্রশ্ন : কোনটি সেলিম আল দীন

রচিত নাটক?

উত্তর: বন পাংশুল

৩১৮. প্রশ্ন : বিবিসি জরিপে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালির

তালিকায় কাজী নজরুলের অবস্থান

কত?

উত্তর: ৩য়

৩১৯. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত

‘’রাজবন্দীর জবানবন্দী’’ একটি –

উত্তর: প্রবন্ধ

৩২০. প্রশ্ন : জীবনান্দ দাশ তার

‘’বনলতা সেন’’ কবিতাটি কোন

ইংরেজ কবির কবিতার প্রেরণা

থেকে রচনা করেন?

উত্তর: এডগার এলেন পো

.

৩২১. প্রশ্ন : মুনীর চৌধুরির মীর মানস

কোন জাতীয় গ্রন্থ?

উত্তর: প্রবন্ধ

৩২২. প্রশ্ন : 'Origin and Development of

Bengali Language' গ্রন্থটির লেখক কে?

উত্তর: ড. সুনীতিকুমার

চট্টোপাধ্যায়

৩২৩. প্রশ্ন : মধ্যযুগকে কয়টি

উপবিভাগে ভাগ করা যায়?

উত্তর: তিনটি

৩২৪. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম

জীবনীকাব্য কাকে অবলম্বন করে

লেখা হয়?

উত্তর: শ্রীচৈতন্যদেব

৩২৫. প্রশ্ন : কোন পন্ডিত চর্যাপদের

পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা

করেন?

উত্তর: মুনিদত্ত

৩২৬. প্রশ্ন : রবীন্দ্র যুগ কোন সময়কে

বলা হয়?

উত্তর: ১৯০১ - ১৯৪০

৩২৭. প্রশ্ন : বাংলা লিপির উৎপত্তি

কোন লিপি থাকে?

উত্তর: ব্রাহ্মী লিপি

৩২৮. প্রশ্ন : চর্যাপদের ভাষাকে

পণ্ডিতগণ কোন ধরনের ভাষা

বলেছে?

উত্তর: সন্ধ্যা ভাষা

৩২৯. প্রশ্ন : স্বাধীনতাত্তোর

বাংলাদেশের প্রধান নাট্যকার-

উত্তর: সেলিম আল দীন।

 

বাংলা ব্যাকরণ

 

ব্যাকরণ’ শব্দের সঠিক অর্থ কোনটি → বিশেষভাবে বিশ্লেষণ [ঢাবি ৯৪-৯৫]

✅ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে → ফলা [ঢাবি, ক ১৩-১৪]

✅নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা → শাকতায়নী [যবিপ্রবি, ডি ১৪-১৫]

✅ব্যাকরণের কাজ কী → ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা [ইবি, গ ৫-৬]

✅ব্যাকরণ চর্চার আদি ভূমি কোনটি → ভারত [জাককানবি ১৭-১৮]

✅পাণিনি কে ছিলেন → বৈয়াকরণ [চবি, ক ১৩-১৪]

✅বাংলা ব্যাকরণ কত বছরের পুরানা → ২৫০ [রাবি ৮-৯]

✅বাংলা ভাষা ও সাহিত্যে কার কাছে প্রত্যক্ষ ভাবে ঋণী → অপভ্রংশ

✅‘ব্যাকরণ’ শব্দের বিশ্লেষায়িত রুপ → বি+আ+কৃ+অন [জাবি, খ ১৪-১৫]

✅‘বাংলা ব্যাকরণ’ প্রথম যে ভাষায় লিখিত হয় → পর্তুগিজ [জাবি, বি ১৪-১৫]

✅ভাষার প্রধান উপাদান → শব্দ [রাবি, খ ৭-৮]

✅পৃথিবীর আদি ভাষার নাম কী → ইন্দো-ইউরোপীয় [ইবি, সি ১৭-১৮]

✅দেশ কাল ও পরিবেশ ভেদে কীসের পার্থক্য ঘটে → ভাষার [ইবি ৮-৯]

✅‘ব্রজবুলি’ ভাষাটি কোন দুটি ভাষার মিশ্রণ → বাংলা ও মৈথিলী [খুবি, বি ১৭-১৮]

✅ভাষা শিক্ষার সফলতম পর্যায় কোনটি → লেখা [চবি, ডি ১৭-১৮]

✅শব্দের ক্ষুদ্রতম একক কোনটি → ধ্বনি [খুবি, খ ৬-৭]

✅‘গৌড়িয়’ ব্যাকরণ কার লেখা → রামমোহন রায় [বারি, এফ ১৪-১৫]

✅‘ব্যাকরণ’ শব্দটি → সংস্কৃত [জাককানইবি, ক ১৬-১৭] মোস্তাফিজার মোস্তাক

✅বাংলা লিপির উৎস কী → ব্রাহ্মী [রবি, ৭-৮, জাককানবি, ডি ১৭-১৮]

✅ভাষার মৌলিক রূপ কয়টি → ২ [রাবি১৭-১৮]

✅বাংলা ভাষার প্রধান দুটি রুপ কী কী → কথ্য ও লেখ্য [রাবি ৪-৫]

✅কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে → বঙ্গ-কামরুপী [ঢাবি, গ ৯৬-৬-৯৭, রাবি ৩-৪]

✅প্রতীক বা চিহ্নকে বলে → বর্ণ [চবি, ঙ ৯-১০]

✅‘বাগধারা’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় → বাক্যতত্ত্বে [ঢাবি, গ ৪-৫]

✅ব্যাকরণের কোন অংশে ‘কারক ও সমাস’ আলোচিত হয় → শব্দতত্ত্বে [চবি ,ঝ ৭-৮]

✅‘ণ-ত্ব’ ও ‘ষ- ত্ব’ বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় → ধ্বনিতত্ত্বে  [বেরোবি, এ ১৩-১৪]

ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয়

✅আলোচিত হয় → ধ্বনিতত্ত্ব    [রাবি, এফ ১২-১৩]

 

১) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে

ব্যবহৃত – বিপরীত

২) ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই

ইটকে বাংলা ভাষায় বলে— বর্ণ

৩) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ – ষট্ + ঋতু

৪) ইচ্ছা শব্দের বিশেষণ -ঐচ্ছিক

৫) নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ –

বিশেষণ

৬) যা বলা হয়নি – অনুক্ত

৭) অক্ষির সমীপে – সমক্ষ

৮) পুষ্প এন সমার্থক নয় – অবনী

৯) গোঁফ খেজুরে বাগধারার অর্থ – নিতান্ত

অলস

১০) রাবনের চিতা – চির অশান্তি

১১) পহেলা বৈশাখ চালু করেন – সম্রাট আকবর

১২) হনন করার ইচ্ছা – জিঘাংসা

১৩) শুদ্ধ বানান – কৃষিজীবী

১৪) আভরন শব্দের অর্থ – অলংকার

১৫) নন্দিত নরকে যাঁর উপন্যাস – হুমায়ুন আহমেদ

১৬) কোর্মা – তুর্কি শব্দ

১৭) তদ্ভব শব্দ – চাঁদ

১৮) অপলাপ শব্দের অর্থ – অস্বীকার

১৯) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষ, উৎকৃষ্ট,

উৎকৃষ্টতা,

২০) পুণ্যে মতি হোক। পুণ্যে – বিশেষ্য

রুপে ব্যবহৃত

২১) সমাস ভাষাকে – সংক্ষেপ করে

২২) তিনি দরিদ্র কিন্তু খুব উদার – যৌগিক বাক্য

২৩) শুদ্ধ বাক্য – সে এমন রুপবতী যেন

অপ্সরা

২৪) যে ব্যক্তির দুহাত সমান চলে – সব্যসাচী

২৫) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য

২৬) মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি -তানভীর

কবির

২৭) বাঙ্গালীর ইতিহাস – নীহার রঞ্জন রায়

২৮) সৌভাগ্যের বিষয় – একাদশে বৃহষ্পতি

২৯) সংশপ্তক ভাস্কর্যটিরঅবস্থিত -জাহাঙ্গীনগর

বিশ্ববিদ্যালয়ে

৩০) পদ বলতে বোঝায় – বিভক্তিযুক্ত শব্দ বা

ধাতু

৩১) হাতের পাঁচ অর্থ – শেষ সম্বল

৩২) সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি

আছে। এখানে সুন্দর – বিশেষ্য

৩৩) তুমি না বলেছিলে আগামীকাল আসবে??

এখানে না – হ্যাঁ বাচক

৩৪) যেই তার দর্শন পেলাম, সেই আমরা

প্রস্থান করলাম – মিশ্র বাক্য

৩৫) রবীন্দ্রনাথের নাটক -চতুরঙ্গ

৩৬) শাহনামা রচনা করেন – ফেরদৌসী

৩৭) উপসর্গ – অতি

৩৮) ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে

আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু

কালি পড়ে – প্রমথ চৌধুরী

৩৯) আমার সন্তান যেন থাকে দুধে ভাতে

প্রার্থনা টি – ঈশ্বরী পাটনীর

৪০) কাশবনের কন্যা – উপন্যাস

৪১) যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত

পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে- দ্বিগু

সমাস

৪২) প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান

সংকলন করেন – অশোক মুখোপাধ্যায়

৪৩) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি

৪৪) একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের

সম্পাদক – হাসান হাফিজুর রহমান

৪৫) বনফুল – বলাইচাঁদ মুখোপাধ্যায়

৪৬) কষ্টে অতিক্রম করা যায় না যা -দুরতিক্রম্য

৪৭) উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ –

প্রত্যয়জনিত কারনে

৪৮) কোনটি ঠিক – বহিপীর ( নাটক)

৪৯) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন-

সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৫০) ক্রিয়াপদ – সব সময়ে বাক্যে থাকবে

৫১) আহোরণ শব্দের বিপরীত – অবরোহন

৫২) ছাই চাপা আগুন যে অর্থ প্রকাশ করে –

অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য

এমন

৫৩) যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে –

অবিমৃষ্যকারী

৫৪) মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস – আগুনের পরশ

মনি

৫৫) কবর কবিতা রচনা করেন – জসীমউদদীন

৫৬) সঠিক বাক্য – মনোরম উদ্যানে ভ্রমণ

দূরাকাংখা

৫৭) চৌ হদ্দি – ফারসি+ আরবি

৫৮) সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা। বাক্যে

ঔষধ – কর্মে শূন্য

৫৯) শরৎচন্দ্রের যে উপন্যাস সরকার

বাজেয়াপ্ত করে – পথের দাবী

৬০) বেটাইম – ফারসি+ ইংরেজী

৬১) সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয়

– ধ্বনিতত্ত্ব

৬২) সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে – ঢং ঢং

ঘন্টা বাজে

৬৩) বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি – ঢাকা, ২১

ফেব্রুয়ারি ১৯৫২

৬৪) শুদ্ধ বানান – সমীচীন

৬৫) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্ধ – ঝরা

পালক

৬৬) কলিঙ্গ পুরষ্কার পান – আবদুল্লাহ আল মুতী

৬৭) নিত্য মূর্ধণ্য ষ যে শব্দে – আষাঢ়

৬৮) সাধু ভাষা অনুপযোগী – নাটকের সংলাপে

৬৯) সাত সাগরের মাঝি কার লেখা – ফররুখ আহমদ

৭০) প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ।- প্রাতঃ+ আশ

৭১) যা বলা হয়নি – অনুক্ত

৭২) যৌগিক শব্দ – গায়ক

৭৩) তৎসম শব্দ – হস্ত

৭৪) নিত্য স্ত্রী বাচক শব্দ – সতীন

৭৫) খাঁটি বাংলা উপসর্গ – ২১ টি

৭৬) বিড়ালের আড়াই পা বাগধারার অর্থ –বেহায়াপনা

৭৭) নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন –

সঞ্চিতা

৭৮) ইন্দ্রিয়কে জয় করেছে যে –

জিতেন্দ্রিয়

৭৯) অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে

বলে – শাপেবর

৮০) পৃথিবীর সমার্থক শব্দ – অখিল

৮১) পঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক – সৈয়দ

হামজা

৮২) সনেট শব্দটি – ইটালিয়ান

৮৩) সংগীত এর সন্ধি বিচ্ছেদ – সম+ গীত

৮৪) বিভক্তিহীন নাম শব্দকে বলে -প্রাতিপদিক

৮৫) যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ

হয় না – অলুক সমাস

৮৬) শুদ্ধ বানান – মুমূর্ষু

৮৭) হুতোম প্যাঁচা যাঁর ছদ্মনাম – কালীপ্রসন্ন

সিংহ

৮৮) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা

করেন – দীনেশ চন্দ্র সেন

৮৯) জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্য

গ্রন্থ – রাখালী

৯০) অপাদান কারক – ট্রেন স্টেশন

ছেড়েছে

৯১) পশ্চাতে জন্মেছে যে – অনুজ

৯২) হরতাল -গুজরাটি শব্দ

৯৩) শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ – শীত+ঋত

৯৪) কুলি শব্দের স্ত্রী বাচক – কামিন

৯৫) তুষার শুভ্র – উপমান কর্মধারয় সমাস

৯৬) শৈত্য শব্দের বিশেষণ পদ – শীতার্ত

৯৭) যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং

তুমি প্রথম হবে – জটিল বাক্য

৯৮) শুদ্ধ – সাক্ষ্যদান

৯৯) মহাকবি আলাওল নাটকটি রচনা করেন -সিকান্দার

আবু জাফর

১০০) রবীন্দ্রনাথ রচিত নাটক – রক্তকরবী।

>>>৯০ টি খুব গুরুত্বপূর্ণ বাংলা সমার্থক শব্দ

=> অগ্নি ➟ অনল, পাবক, আগুন, দহন, সর্বভূক, শিখা, হুতাশন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, বিভাবসু, সর্বশুচি

=> অন্ধকার ➟ আঁধার, তমঃ, তমিস্রা, তিমির, আন্ধার, তমস্র, তম

=> অখন্ড ➟ সম্পূর্ণ, আস্ত, গোটা, অক্ষত, পূর্ণ, সমগ্র, সমাগ্রিক।

=> অবকাশ ➟ সময়, ফূসরত, অবসর, ছুটি, সুযোগ, বিরাম।

=> অক্লান্ত ➟ ক্লান্তিহীন, শ্রান্তিহীন, অনলস, নিরলস, অদম্য, উদ্যমী, পরিশ্রমী, অশ্রান্ত।

=> অপূর্ব ➟ অদ্ভুত, আশ্চর্য, অলৌকিক, অপরূপ, অভিনব, বিস্ময়কর, আজব, তাজ্জব, চমকপ্রদ, অবাক করা, মনোরম,

সুন্দর।

=> অক্ষয় ➟ চিরন্তন, ক্ষয়হীন, নাশহীন, অশেষ, অনন্ত, অব্যয়, অবিনাশী, অলয়, অনশ্বর, লয়হীন, অমর, স্থায়ী।

=> অঙ্গ ➟ দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, বপু, তনু, গতর, কাঠামো, আকৃতি, দেহাংশ।

=> অবস্থা ➟ দশা, রকম, প্রকার, গতিক, হাল, স্তিতি, অবস্থান, পরিবেশ, ঘটনা, ব্যাপার, প্রসঙ্গ, হালচাল, স্টাটাস।

=> আইন ➟ বিধান, কানুন, বিহিতক, অধিনিয়ম, বিধি, অনুবিধি, উপবিধি, ধারা, বিল, নিয়ম, নিয়মাবলি, বিধিব্যবস্থা।

=> আসল ➟ খাঁটি, মূলধন, মৌলিক, মূল, প্রকৃত, যথার্থ।

=> আনন্দ ➟ হর্ষ, হরষ, পুলক, সুখ, স্ফূতর্ত, সন্তোষ, পরিতোষ, প্রসন্নতা, আমোদ, প্রমোদ, হাসি, উল্লাস, মজা, তুষ্টি, খুশি, হাসিখুশি।

=> আদি ➟ প্রথম, আরম্ভ, অগ্র, পূর্ব, প্রাচীন, মূল।

=> অতনু ➟ মদন, অনঙ্গ, কাম, কন্দর্প

=> আকাশ ➟ আসমান, অম্বর, গগন, নভোঃ, নভোমণ্ডল, খগ, ব্যোম, অন্তরীক্ষ

=> আলোক ➟ আলো, জ্যোতি, কিরণ, দীপ্তি, প্রভা

=> ইচ্ছা ➟ আকাঙ্ক্ষা, অভিলাষ, অভিরুচি, অভিপ্রায়, আগ্রহ, স্পৃহা, কামনা, বাসনা, বাঞ্চা, ঈপ্সা, ঈহা

=> আল্লাহ্ ➟ আল্লাহ্ ,ঈশ্বর, খোদা, ঈশ, ইলাহি, সৃষ্টিকর্তা, বিশ্বপতি, পরমাত্মা, জগদীশ্বর, জগদীশ, জগন্নাথ, আদিনাথ, অমরেশ, পরেশ, লোকনাথ, পরমপুরুষ, পরমপিতা, করুণাময়, দয়াময়, বিধি, পরমেশ, জীবিতেশ, মালিক , ভগবান, ধাতা।

=> উঁচু ➟ উচ্চ, তুঙ্গ, সমুন্নত, আকাশ-ছোঁয়া, গগনচূম্বী, অভ্রভেদী, অত্যুচ্চ, সুউচ্চ।

=> উদাহরণ ➟ দৃষ্টান্ত, নিদর্শন, নজির, নমুনা, উল্লেখ, অতিষ্ঠা।

=> উত্তম ➟ প্রকৃষ্ট, শ্রেষ্ঠ, সেরা, ভালো, অগ্রণী, অতুল।

=> উত্তর ➟ জবাব, প্রতিবাক্য, মীমাংশা, সাড়া, সিদ্ধান্ত।

=> একতা ➟ ঐক্য, মিলন, একত্ব, অভেদ, সংহতি, ঐক্যবদ্ধ, একাত্মতা, একীভাব।

=> কপাল ➟ ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি, অলিক

=> কোকিল ➟ পরভৃত, পিক, বসন্তদূত

=> কষ্ট ➟ মেহনত, যন্ত্রনা, ক্লেশ, আয়াস, পরিশ্রম, দু:খ।

=> কুল ➟ বংশ, গোত্র, জাতি, বর্ণ, গণ, সমূহ, অনেক, যূথ, জাত, শ্রেণী, ইত্যাদি।

=> খ্যাতি ➟ যশ, প্রসিদ্ধি, সুখ্যাতি, সুনাম, নাম, সুবাদ, প্রখ্যাতি, সুযশ, বিখ্যাতি, নামযশ, নামডাক, প্রখ্যা, প্রচার, হাতযশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা।

=> কন্যা ➟ মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, নন্দিনী, পুত্রী, সূতা, তনয়া

=> গরু ➟ গো, গাভী, ধেনু

=> ঘোড়া ➟ অশ্ব, ঘোটক, তুরগ, বাজি, হয়, তুরঙ্গ, তুরঙ্গম

=> মেঘ ➟ ঘন, অভ্র, নিবিড়, জলধর, গাঢ়, জমাট, গভীর।

=> চাঁদ ➟ সুধাকর, শশী, শশধর, দ্বিজরাজ, বিধু, সোম, নিশাপতি, সুধানিধি, রাকেশ, সুধাময়, ইন্দু, তারানাথ।

=> চতুর ➟ বুদ্ধিমান, নিপুণ, কুশল, ধূর্ত, ঠগ, চালাক, সপ্রতিভ।

=> ঘর ➟ গৃহ, আলয়, নিবাস, আবাস, আশ্রয়, নিলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, বাটী, বাসস্থান

=> চক্ষু ➟ চোখ, আঁখি, অক্ষি, লোচন, নেত্র, নয়ন, দর্শনেন্দ্রিয়

=> চন্দ্র ➟ চাঁদ, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত

=> চুল ➟ চিকুর, কুন্তল, কেশ, অলক,

=> জননী ➟ মা, মাতা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী,

=> দিন ➟ দিবা, দিবস, দিনমান

=> দেবতা ➟ অমর, দেব, সুর, ত্রিদশ, অমর, অজর, ঠাকুর

=> দ্বন্দ্ব ➟ বিরোধ, ঝগড়া, কলহ, বিবাদ, যুদ্ধ

=> তীর ➟ কূল, তট, পাড়, সৈকত, পুলিন, ধার, কিনারা

=> নারী ➟ রমণী, কামিনী, মহিলা, স্ত্রী, অবলা, স্ত্রীলোক, অঙ্গনা, ভাসিনী, ললনা, কান্তা, পত্নী, সীমন্তনী

=> নদী ➟ তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী

=> নৌকা ➟ নাও, তরণী, জলযান, তরী

=> পণ্ডিত ➟ বিদ্বান, জ্ঞানী, বিজ্ঞ, অভিজ্ঞ

=>

পদ্ম ➟ কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিন, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, মৃণাল, সরসিজ, কুমুদ

=> পৃথিবী ➟ ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল

=> পর্বত ➟ শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র

=> পানি ➟ জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়

=> পুত্র ➟ তনয়, সুত, আত্মজ, ছেলে, নন্দন

=> পত্নী ➟ জায়া, ভার্যা, ভামিনী, স্ত্রী, অর্ধাঙ্গী, সহধর্মিণী, জীবন সাথী, বউ, দারা, বনিতা, কলত্র, গৃহিণী, গিন্নী

=> পাখি ➟ পক্ষী, খেচর, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, পতত্রী, খগ, অণ্ডজ, শকুন্ত, দ্বিজ

=> ফুল ➟ পুষ্প, কুসুম, প্রসূন, রঙ্গন

=> বৃক্ষ ➟ গাছ, শাখী, বিটপী, অটবি, দ্রুম, মহীরূহ, তরু, পাদপ

=> বন ➟ অরণ্য, জঙ্গল, কানন, বিপিণ, কুঞ্জ, কান্তার, অটবি, বনানী, গহন

=> বায়ু ➟ বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ

=> বিদ্যুত ➟ বিজলী, ত্বড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, অচিরপ্রভা, শম্পা

=> মানুষ ➟ মানব, মনুষ্য, লোক, জন, নৃ, নর,

=> মাটি ➟ ক্ষিতি, মৃত্তিকা,

=> দখল ➟ অধিকার, আয়ত্ত, জ্ঞান, কতৃত্ব, অধীনতা, পটুতা।

=> নারী ➟ রমণী, রামা, বামা, অবলা, মহিলা, স্ত্রী, মেয়ে, মেয়েমানুষ, ললনা, মানবী, মানবিকা, কামিনী, আওরত,

জেনানা, যোষা, জনি, বালা, বনিতা, ভামিনী, শর্বরী।

=> বাতাস ➟ বায়ু, পবন, সমীর, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, শব্দবহ, অগ্নিশখ, বহ্নিসখ, হাওয়া।

=> মৃত্যু ➟ মরা, ইন্তেকাল, বিনাশ, মরণ, নাশ, নিধন, নিপাত, প্রয়ান, লোকান্তরপ্রাপ্তি, চিরবিদায়, প্রাণত্যাগ, জীবননাশ, দেহান্ত, লোকান্তর, , মারা যাওয়া, পটল তোলা, মহাপ্রয়াণ।

=> সমুদ্র ➟ সাগর, সায়ব, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, পাথার, পারাবার, প্রচেতা, অকূল, জলধর, নদীকান্ত, নীরধি, তোয়াধি, পয়োধি, বারিধর, বারীন্দ্র, ইরাবান, দ্বীপী।

=> স্বর্ণ ➟ সোনা, কাঞ্চন, কনক, হেম, হিরণ্য, মহাধাতু, গোল্ড।

=> সম ➟ সমান, তুল্য, সদৃশ, যুদ্ন, অনুরূপ।

=> দিন ➟ দিবস, দিবা, অহ, বার, রোজ, বাসর, দিনরাত্রি, দিনরজনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

=> নিদ্রা ➟ ঘুম, তন্দ্রা, নিদ, সুপ্তি, গাঢ়ঘুম, নিষুপ্তি।

=> ছাত্র ➟ শিষ্য, শিক্ষানবিশ, পড়ুয়া।

=> জটিল ➟ জড়ানো, কঠিন, শক্ত, খটমট, জটাযুক্ত।

=> ধরা ➟ পৃথিবী, ধারণ করা, হাত দেয়া, ছোঁয়া, স্পশর্, ধরণি, ধরিত্রী, পাকড়ানো।

=> কবুতর ➟ পারাবত, কপোত, পায়রা, নোটন, লোটন, প্রাসাদকুক্কুট।

=> দক্ষ ➟ নিপুণ, পটু, পারদশী, কর্মঠ, সুনিপুন, কামিল।

=> রাত্রি ➟ রাত, রাত্তির, নিশি, নিশীথ, রাত, রজনী, যামিনী, যামী, যামিকা, শমনী, বিভাবরী, ক্ষণদা, নক্ত, তামসী, অসুরা।

=> মেঘ ➟ জলধর, জীমৃত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর

=> রাজা ➟ নরপতি, নৃপতি, ভূপতি, বাদশাহ

=> রাত ➟ রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা

=> শরীর ➟ দেহ, বিগ্রহ, কায়, কলেবর, গা, গাত্র, তনু, অঙ্গ, অবয়ব

=>সর্প ➟ সাপ, অহি, আশীবিষ, উরহ, নাগ, নাগিনী, ভুজঙ্গ, ভুজগ, ভুজঙ্গম, সরীসৃপ, ফণী, ফণাধর, বিষধর, বায়ুভুক

=> স্ত্রী ➟ পত্নী, জায়া, সহধর্মিণী, ভার্যা, বেগম, বিবি, বধূ,

=> স্বর্ণ ➟ সোনা, কনক, কাঞ্চন, সুবর্ণ, হেম, হিরণ্য, হিরণ

=> স্বর্গ ➟ দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, দ্যু, ত্রিদশালয়, ইন্দ্রালয়, দিব্যলোক, জান্নাত

=> সাহসী ➟ অভীক, নির্ভীক,

=> সাগর ➟ সমুদ্র, সিন্ধু, অর্ণব, জলধি, জলনিধি, বারিধি, পারাবার, রত্নাকর, বরুণ, দরিয়া, পারাবার, বারীন্দ্র, পাথার, বারীশ, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি, অম্বুধি

=> সূর্য ➟ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা

=> হাত ➟ কর, বাহু, ভুজ, হস্ত, পাণি

=> হস্তী ➟ হাতি, করী, দন্তী, মাতঙ্গ, গজ, ঐরাবত, দ্বিপ, দ্বিরদ, বারণ, কুঞ্জর, নাগ

=> লাল ➟ লোহিত, রক্তবর্ণ

144 টি বাগধারা, এক্সক্লুসিভ:-

1. অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে।

2. অজগর বৃত্তি – আলসেমি।

3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক।

4. অবরে সবরে – কালে -ভদ্রে।

5. অজগর বৃত্তি – আলসেমি।

6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন।

7. অচলায়তন – গোরামিপূর্ণ

8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না।

9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি।

10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ।

11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা।

12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।

13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের

একত্র সমাবেশ

14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য

15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না

16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ

17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত

রাখতে হয়/সনত্মান

18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য

19. আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা।

20. আঁটকুড়ো – নিঃসনত্মান।

21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য।

22. আসরে নামা -আবির্ভূত হওয়া।

23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা

24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব

25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার

জন্য নিযুক্ত লোক

26. আদিখ্যেতা – ন্যাকামি

27. আস্ত কেউটে – অত্যন্ত বিপজ্জনক লোক

28. ইলশে গুঁড়ি – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

29. ইয়ারবকসি – বন্ধুবান্ধব

30. ইল্লতে কাণ্ড – নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড

31. ইতুনিদকুঁড়ে – অলস: দীর্ঘসূত্রীতা

32. উলুখাগড়া – গুরুত্বহীন লোক।

33. উজানের কৈ – সহজলভ্য।

34. উপোসি ছারপোকা – অভাবগ্রস্থ লোক।

35. উপরোধের ঢেঁকি গেলা – অন্যায় আবদার করা

36. উদোমারা – বোকা।

37. উটকো লোক – অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে

এসে

38. ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।

39. ঊনপাঁজুরে – অপদার্থ।

40. ঊরুস্তম্ভ – ফোঁড়া জাতীয় রোগ

41. ঊর্মিমালী – সমুদ্র

42. এলেবেলে – নিকৃষ্ট।

43. এক ছাঁচে ঢালা – সাদৃশ্য।

44. একাদশ বৃহস্পতি – মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।

45. একা দোকা – নিঃসঙ্গ

46. ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।

47. ওষুধ করা – গুণ করা।

48. ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।

49. কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।

50. কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী।

51. কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।

52. কাটনার কড়ি – উপার্জন সামান্য।

53. কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক।

54. কিম্ভূতকিমার – অদ্ভুত ও কুৎসিত।

55. কাগুজে বাঘ – মিথ্যা জুজু।

56. কাঁঠালের আমসত্ত্ব – অলীক বস্তু।

57. কুমিরের সান্নিপাত – অসম্ভব ব্যাপার।

58. কূপমণ্ডুক – ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।

59. কেউ কেটা – সামান্য।

60. কেঁচো গণ্ডূষ – গোড়া থেকে শুরু।

61. কলির সন্ধ্যা – দৌরাত্ম্যের শুরু।

62. কূর্ম অবতার – অলস।

63. কুনো ব্যাঙ – সীমিত জ্ঞান

64. কুম্ভীরাশ্রু – লোক দেখানো কান্না/নকল সমবেদনা

65. খামকাজ – ভুলকাজ।

66. খাবি খাওয়া – ছটফট করা।

67. খুঁটে খাওয়া – ¯ সাবলম্ভি হওয়া।

68. গয়ংগচ্ছ – ঢিলেমি।

69. গোকুলের ষাঁড় – স্বেচ্ছাচারী

70. গণ্ডগ্রাম – বড়গ্রাম।

71. গোঁয়ার গোবিন্দ – কাণ্ডজ্ঞানহীন মানুষ

72. গলগ্রহ – পরের বোঝা হয়ে থাকা

73. ঘাড়ে গর্দানে – অত্যনত্ম মোটা।

74. ঘাড়ার কামড় – দৃঢ় পণ।

75. ঘটিরাম – অপদার্থ

76. চক্ষুদান করা – চুরি করা।

77. চডুই পাখির প্রাণ – ক্ষীণজীবী লোক।

78. চতুর্ভুজ হওয়া – উৎফুল্ল হওয়া।

79. চাঁদের হাট – ধনেজনে পরিপূর্ণ সংসার।

80. চাঁদ-কপালে – ভাগ্যবান।

81. চোখের চামড়া / পর্দা – চক্ষুলজ্জা।

82. চক্ষের পুতলি – আদরের ধন।

83. চর্বিত চর্বণ – পুনরাবৃত্তি।

84. ঢাকের বাঁয়া – অপ্রয়োজনীয়।

85. চোরাবালি – প্রচ্ছন্ন আকর্ষণ

86. ছামনি নাড়া – দৃষ্টি বিনিময়।

87. ছাঁদনা তলা – বিবাহের মণ্ডপ।

88. ছক্কা-পাঞ্জা – ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা।

89. ছাঁদাবাঁধা – পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার

সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া

90. জগদ্দল পাথর – গুরুভার।

91. জেলঘুঘু – যে ব্যক্তি বারবার জেল খাটে

92. ঝাঁকের কৈ – এক দলভুক্ত।

93. ঝাড়ে বংশে – সবশুদ্ধ।

94. টুপ ভুজঙ্গ – নেশায় বিভোর।

95. টেণ্ডাই মেণ্ডাই – আস্ফালন।

96. টেঁকে গোঁজা – আত্মসাৎ করা।

97. ঠাটঠমক – হাবভাব, চালচলন

98. ডুমুরের ফুল – অদর্শনীয়।

99. ডামাডোল – গোলযোগ।

100. ডাকাবুকো – দুঃসাহসী

101. ঢেঁকির কুমির – অপদার্থ।

102. ঢেঁকি অবতার – নির্বোধ লোক।

103. ঢেঁকির কচকচি – বিরক্তিকর কথা।

104. ঢাকের কাঠি – তোষামুদে।

105. ঢাকের বায়া – অপ্রয়োজনীয়।

106. ঢুলুঢুলু – তন্দ্রালুতা

107. তামার বিষ – অর্থের কুপ্রভাব।

108. নবমীর পাঁঠা – প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।

109. তাসের ঘর – ক্ষণস্থায়ী।

110. তেল নুন লকড়ি – মৌলিক প্রয়োজন।

111. তীর্থের কাক – প্রতীক্ষারত।

112. তুর্কি নাচন – নাজেহাল অবস্থা।

113. তুলসী বনের বাঘ – সুবেশে দুর্বৃত্ত।

114. ত্রাহি ত্রাহি – পরিত্রাণ কর বলে চিৎকার

115. তরবেতর – নানারকম

116. থাউকি বেলা – বিকালবেলা

117. দড়ি কলসি – আত্মহত্যার উপায়।

118. দোজবরে – দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়।

119. দড়বড়ে – তাড়াহুড়ো

120. দবকানো – ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ

দেয়া

121. দশবাই চণ্ডী – অত্যনত্ম রাগী স্ত্রীলোক

122. দাঁদুড়ে – অত্যন্ত/দুর্দান্ত

123. দাতাকর্ণ – অত্যন্ত উদার ও দানশীল

124. দায়-দৈব – ছোট বড় সমস্যা

125. দেবদ্বিজ মানা – ধর্মে বিশ্বাস থাকা

126. দোপড়া – এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে

কিংবা

127. দক্ষযজ্ঞ ব্যাপার – বিরাট সমারোহ

128. ধর্মের কল – সত্য।

129. ধামাধরা – তোষামোদকারী।

130. ধোপে টেকা – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

131. ধোপার গাধা – পরের জন্য খাটা।

132. ধর্মের ষাঁড় – যথেচ্ছাচারী।

133. ধিনিকেষ্ট – দায়িত্বপালনহীন ব্যক্তি

134. ধোঁকার টাটি – প্রতারণার উপরের আবরণ

135. ধোপার গাধা – ভারবাহী

136. ধড়িবাজ – ধূর্ত ও ফন্দিবাজ

137. ধোপার ভাঁড়ার – প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা

যাবে না

138. নয়-দুয়ারি – দ্বারে দ্বারে।

139. নারদের ঢেঁকি – বিবাদের বিষয়।

140. নগদ নারায়ণ – নগদ অর্থ।

141. নিরানবক্ষইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা

জমানোর প্রবৃত্তি।

142. ননির পুতুল – সহজে কাতর, আদরে দুলাল।

143. নন্দভৃঙ্গী – অত্যন্ত আদুরে, অকর্মণ্য

144. ননদী ভুলী – কুকর্মের সঙ্গী

 

 


Comments