Khalasi mcq 2022

 রেলওয়ের খালাসি পদের নমুনা প্রশ্ন

২৫ নভেম্বর, ২০২২ বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত খালাসি (গ্রেড-২০) পদের (শূন্য পদ ১০৮৬টি) নিয়োগ পরীক্ষা। এ পদের পরীক্ষার প্রশ্নের ধরন ও পদ্ধতি নিয়ে অনেক প্রার্থীরই স্বচ্ছ ধারণা নেই। বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ প্রশ্নসংবলিত বিষয়ভিত্তিক নমুনা প্রশ্ন ও উত্তর: 


পরীক্ষা পদ্ধতি :

বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে। প্রথমে MCQ পরীক্ষা হবে  ৭০ নম্বরের। সময় বরাদ্দ ৬০ মিনিট। পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০%, অর্থাৎ কমপক্ষে ৩৫ নম্বর পেতে হবে। 

(প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ কাটা যাবে)


বাংলা-২০,  ইংরেজি-২০, গণিত-১৫, সাধারণ জ্ঞান-১৫ নম্বর। প্রতিটি প্রশ্নের নম্বর ০১। 

পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৩০ নম্বরের মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

 

বিষয়ভিত্তিক প্রশ্ন যেমন হয় : এখানে শুধু প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। বহু নির্বাচনীর (এমসিকিউ) অপশন দেওয়া হয়নি। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে।


♦ বাংলা :


১। ‘অভিরাম’ শব্দের অর্থ কী?


উত্তর: বালিশ


২। ‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ কী?


উত্তর: আসন্ন বিপদ


৩। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ’মতিচূর’ কোন ধরনের গ্রন্থ? উত্তর: প্রবন্ধ


৪। ’আমার ঘরের চাবি পরের হাতে’—গানটির রচয়িতা কে?


উত্তর: লালন শাহ


৫। কাজী নজরুল ইসলামের ’অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?


উত্তর: প্রলয়োল্লাস


৬। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে? উত্তর: কায়কোবাদ


৭। ফররুখ আহমদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর: যশোরের মাঝাআইল গ্রামে


৮। ‘পাঞ্জেরি’ কবিতাটি কোন ছন্দে রচিত?


উত্তর: মাত্রাবৃত্ত


৯। ‘পদ্মরাগ’ কী ধরনের রচনা? উত্তর: উপন্যাস


১০। বেগম রোকেয়ার প্রকাশিত প্রথম গ্রন্থ কী? উত্তর: পিপাসা মহরম


১১। ‘কবর’ নাটক যদি মুনীর চৌধুরী লিখে থাকেন, তাহলে ‘কবর’ কবিতা কে লিখেছেন? উত্তর: জসীমউদ্দীন


১২। ‘বেদের মেয়ে’ কী ধরনের রচনা?


উত্তর: নাটক


১৩। ‘ঢাকা থেকে প্রকাশিত’ প্রথম গ্রন্থের রচয়িতা কে? উত্তর: দীনবন্ধু মিত্র


১৪। ‘Uncle Tom’s Cabin’-এর সঙ্গে তুলনা করা হয় কোন নাটককে?


উত্তর: ‘নীল দর্পণ’


১৫। কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে? (অন্যায়ের ফল অনিবার্য/অন্যায়ের ফল দুর্নিবার্য/অন্যায়ের ফল ভয়াবহ/এ সংবাদে সন্তোষ হলাম)।


উত্তর: অন্যায়ের ফল অনিবার্য


১৬। কোন বাক্যটি শুদ্ধ? (দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা/দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা/দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা/দরিদ্রতা বাংলাদেশের আসল সমস্যা)


উত্তর: দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা


১৭। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? (জবাবদিহি/মিথস্ক্রিয়া/একত্রিত/গৌরবিত)


উত্তর: একত্রিত


১৮। ’লম্ফ প্রদান করিল’-এর চলিত রূপ কী? উত্তর: লাফ দিল


১৯। ভাষার মূল উপকরণ কী? উত্তর: বাক্য


২০। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? উত্তর: রাজা রামমোহন রায়।


♦ গণিত :


২১। x3+3x+36 এর উৎপাদক কত?


উত্তর:  x+3


২২। 45x2-125x3a4 এর উৎপাদক কত?


উত্তর: 5x3(3x2+5a2)(3x2-5a2)


২৩। ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?


উত্তর: ৪ বছরে


২৪। যদি 2x3=812, 4x5=1620 হয় তবে 6x7=? উত্তর : 2428


২৫। p-q=5, pq=3 হলে, p3-q3 এর মান নির্ণয় করো। উত্তর :  170


২৬। a=-3, b=2 হলে , 8a3+36a2b+54ab2+27b3 এর মান নির্ণয় করো। উত্তর: 0


২৭। a+b=13 এবং a-b=3 হলে, 2a2+2b2 x ধন এর মান নির্ণয় করো। উত্তর: 178,40


২৮। (5x+13)(5x-13) দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো।


উত্তর: (5x)2-(13)2


২৯|  x-y=3 এবং xy=10 হলে, (x+y) এর মান নির্ণয় করো। উত্তর: 7


৩০। এক বাক্স আঙুর ২৭৫০ টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ওই আঙুর ৩৬০০ টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হতো? উত্তর:  লাভ ৪০০ টাকা


৩১। একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত? উত্তর: ৩০০০ টাকা


৩২। ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, সেই মূল্যে ২০ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?


উত্তর: লাভ ২৫%


৩৩। ক, খ ও গ একজাতীয় রাশি এবং ক:খ=৩:৪, খ:গ=৬:৭ হলে, ক:খ:গ =কত? উত্তর: ৯:১২:১৪


৩৪। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?


উত্তর: ২১%


৩৫। দুটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং এদের গ.সা.গু ৪ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?


উত্তর : ১৪০


৩৬। একটি মাঠের জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত ৪:৭। ওই মাঠে যে জমিতে আগে ৩০৪ কুইন্টাল ধান ফলত, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? উত্তর: ৫৩২ কুইন্টাল


৩৭। দুটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত?


উত্তর : ১২


৩৮। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত? উত্তর : ৩০০


৩৯। আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না? (OPT/NOON/OTTO) উত্তর: OTTO


 ৪০। ক:খ=৪:৭, খ:গ=১০:৭ হলে, ক:খ:গ নির্ণয় করো। উত্তর: ৪০:৭০:৪৯


হ ইংরেজি :


৪১| A Passage to India’ is written by-. Ans : E. M Forster


৪২| The Phrase ‘nouveau riche’ means -. Ans : New rich


৪৩| Man is a political animal- who said this? Ans : Aristotle


৪৪| Teacher said, ‘The earth—round the sun’. (moves/moved/has moved/will be moving) Ans : moves


৪৫। When metal becomes hot, it— (expanding/expanded/expands)


উত্তর : expands


৪৬| What—at ten o’clock when I phoned? (did you do/you were doing/were you doing/did you do)


উত্তর : were you doing


৪৭| Anne: ‘must I do the shopping?’ (make it direct)


উত্তর: Anne asked if she had to do the shopping.


৪৮| Loud—the cries of the victim. (was/were/raised/rang) উত্তর : were


৪৯| The headmaster—to speak to you. (wants/is wanting/was wanting/has wanting) উত্তর: wants


৫০| His mathematics—weak. (is/are/have/none) উত্তর: is


৫১| ‘I have a cat’ Make it passive.


উত্তর: A cat is had by me.


৫২|  Change the voice : His conduct annoyed me.


উত্তর: I was annoyed at his conduct.


৫৩| The passive voice of ‘Panic seized me’ is—


উত্তর: I was seized with panic


৫৪| Could you please help me? Here ‘Could’ is used as- (present tesne/Present continuous tense/past tense/past continuous tense)


উত্তর : past tense


৫৫| Find out the tense of the following sentence : Let it be done. (present indefinite/past indefinite/present perfect/past perfect) উত্তর : Present indefinite.


৫৬| when you encounter a new culture, many embarrassing situation occurs — a misunderstanding. (for/because/because of/of/to)


উত্তর : because of


৫৭। — his convincing argument, the project was not approved. (Although/However/Despite/Inspite)


উত্তর: Despite


৫৮| - I didn’t understand everything, I enjoyed the lecture. (Even/In Spite/Although/As)


উত্তর: Although


৫৯| The—-chapter of the book are more interesting and informative. (last/later/latter/late) উত্তর : latter


৬০| This book is so exciting, I can hardly wait to get to the—- chapter. (last/lastest/new/youngest)


উত্তর: last


♦ সাধারণ জ্ঞান :


৬১। কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই-অক্সাইড বাতাসে আসে? উত্তর: ডিজেল


৬২। ১ কিলোবাইট সমান কত বাইট?


উত্তর: ১০২৪ বাইট


৬৩। প্রান্তিক হৃদ কোন জেলায় অবস্থিত?


উত্তর: বান্দরবান


৬৪। অলিভ টারটল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? উত্তর: সেন্টমার্টিন


৬৫। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? উত্তর: ৩টি


৬৬। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরি করেন?


উত্তর: মুশফিক


৬৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী কে?  উত্তর: জর্জ হ্যারিসন


৬৮। ’চরমপত্র’ খ্যাত ব্যক্তিত্ব কে?


উত্তর: এম আর আখতার মুকুল


৬৯। আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়?


উত্তর: রিচার্ড নিক্সন


৭০। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া।

Comments